JIS-college-of-engineering-polytechnic
Category – Colleges | Engineering Colleges

JIS Group কল্যাণীতে দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করে, যা জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (JIS College of Engineering) এবং জেআইএস স্কুল অফ পলিটেকনিক (JIS School of Polytechnic) নামে পরিচিত। JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ও JIS স্কুল অফ পলিটেকনিক উভয়ই AICTE দ্বারা অ্যাপ্রুভড ( approved)।

JIS College of Engineering | জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং

2000 সালে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি 2022 সালে NAAC দ্বারা গ্রেড-A (Grade-A) স্বীকৃতি লাভ করেছে এবং 2021 সালে NIRF র‍্যাঙ্কিং-এর 201-250 র‍্যাঙ্কের মধ্যে অবস্থান করেছে। এটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) -এর সাথে অনুমোদিত।

JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং -এ কি কি কোর্স পড়ানো হয়?

JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও ডিপ্লোমা (Diploma) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech), বি.এসসি (B.Sc), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক ডিগ্রি।

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। এই B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও বি.এসসি (B.Sc) কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –

উপরিক্ত কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিগ্রি।

Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • M.Tech in Computer Science and Engineering (CSE)
  • M.Tech in Mechanical Engineering (ME)
  • M.Tech in Electrical Engineering [Electrical Devices & Power System (EDPS)]
  • M.Tech in Electronics & Communication Engineering [Mobile Communication and Networking Technology (MCNT)]

ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সগুলির নাম,

  • Master of Business Administration (MBA) ইত্যাদি।
  • Master of Computer Application (MCA)

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

ডিপ্লোমা (Diploma)

এই কলেজে ইঞ্জিনিয়ারিং এর দুটি ডিপ্লোমা কোর্স রয়েছে, তা হল –

ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ হতে হয়।

JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং -এ কিভাবে ভর্তি হওয়া যায়?

JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কোর্সে ভর্তি হওয়া যায়।

AMPAI বা CEE AMPAI এই প্রবেশিকা পরীক্ষাটি দিয়ে B.Tech, B.Pharm, M.Tech, M.Pharm, MBA ও MCA কোর্সগুলি নিয়ে নির্দিষ্ট কিছু কলেজে ভর্তি হওয়া যায়, এই নির্দিষ্ট কলেজের মধ্যে রয়েছে JIS College of Engineering.

এছাড়াও JEE (Main)WBJEE প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক করা প্রার্থীরাও JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং -এ B.Tech কোর্সগুলিতে ভর্তি হতে পারবে।

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

সুতরাং B.Tech কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE (Main) / WBJEE / AMPAI

B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।

BBA / BCA কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল – MAKAUT CET

বাকি কোর্স অর্থাৎ M.Tech, MBA ও MCA-এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা – AMPAI

ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা – JEXPO.

JIS School of Polytechnic | JIS স্কুল অফ পলিটেকনিক

2009 সালে JIS স্কুল অফ পলিটেকনিক প্রতিষ্ঠিত হয়। এই ডিপ্লোমা স্কুলটি পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE & VE & SD) দ্বারা অনুমোদিত। কলকাতা তথা পশ্চিমবঙ্গের সেরা ডিপ্লোমা পলিটেকনিক কলেজ হিসাবে ZEE 24 ঘন্টা দ্বারা পুরস্কৃত এই ডিপ্লোমা স্কুল তথা কলেজটি।

JIS স্কুল অফ পলিটেকনিক -এ কি কি কোর্স পড়ানো হয়?

এই স্কুলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং-এর কিছু বিষয়ে ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। নীচে কোর্সগুলির নাম দেওয়া হল –

ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। JEXPO প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

JEXPO-Exam-details
JEXPO পরীক্ষার খুঁটিনাটি

ডিপ্লোমা কোর্সগুলিতে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য VOCLET প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা দিয়ে ডিপ্লোমা কোর্সে 2nd Year-এ ভর্তি হওয়া যায়, যার ফলে ডিপ্লোমা কোর্স 2 বছরের হয়।

যোগাযোগ

Address

Block A, Phase III, Kalyani,

Nadia, West Bengal, India

PIN: 741235

Contact Details

JIS College of Engineering

Phone:

  • Information Center: 033 2582 2138
  • Admission Cell: 033 2580 8640 / 9432011490

Email: info.jiscollege@jisgroup.org

Website: www.jiscollege.ac.in

JIS School of Polytechnic

Phone: +91 8240766831 / 9330906160

Email: info.jissp@jisgroup.org

Website: www.jissp.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!