JELET
Category – Entrance Exam

তুমি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা আছে?

তুমি কি BSc ডিগ্রি হোল্ডার, কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখো?

তুমি কি ডিপ্লোমা ফার্মাসিস্ট, কিন্তু ভবিষ্যতে বি.ফার্ম করতে চাও?

তাহলে তোমাকে দিতে হবে JELET পরীক্ষা।

পশ্চিমবঙ্গে ডিপ্লোমা/B.Sc করার পর স্নাতকস্তরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য JELET প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।

JELET এর সম্পূর্ণ অর্থ হল জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট (Joint Entrance Lateral Entry Test). এই পরীক্ষাটির আয়োজক হল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড (West Bengal Joint Entrance Exam Board) [WBJEEB]।

JELET পরীক্ষা কী?

JELET মূলত স্নাতকস্তরের জনপ্রিয় টেকনিক্যাল কোর্সে (B. Tech, B. Pharma) ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্টের মেধা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রযুক্তিবিদ্যার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়। এক কথায় বলা যায় ডিপ্লোমা ডিগ্রি থেকে যারা স্নাতক ডিগ্রি অর্জন করতে চান তাদের জন্যই এই প্রবেশিকা পরীক্ষা।

মূলত তাদের ডিপ্লোমা ডিগ্রিকে (2 বা 3 বছরের) স্নাতক ডিগ্রির প্রথম বছরের সমতুল ধরা হয়, তাই যারা এই প্রবেশিকা পরীক্ষার সাহায্যে ল্যাটেরাল এন্ট্রি দিয়ে স্নাতক স্তরে ভর্তি হবেন তাদের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে।

বছরে একবার এই পরীক্ষাটি হয়। এই পরীক্ষার রেজাল্টের র‍্যাঙ্কিং অনুযায়ী কলেজ নির্বাচন করা যায়।

JELET পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষাটিতে বসার জন্য B.Sc/ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা/ ফার্মাসীতে ডিপ্লোমা এই তিনটির মধ্যে একটি কোর্স করা আবশ্যক।

• AICTE (All India Council for Technical Education) দ্বারা অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ করলে এবং ডিপ্লোমাতে 45% নাম্বার থাকলে এই পরীক্ষায় বসা যাবে। ST/SC/OBC/PWD পার্থীদের জন্য এই নাম্বারের উপর 5% ছাড় রয়েছে অর্থাৎ 40% নাম্বার নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকলেও এই পরীক্ষায় বসতে পারবে।

যাদবপুর ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চায় এই JELET পরীক্ষা দিয়ে তাদের জন্য বলে রাখি এই নাম্বারের মাত্রা আরও বেশী হয়। ডিপ্লোমাতে 60% নাম্বার থাকতে হবে। ST/SC/OBC/PWD প্রার্থীদের ডিপ্লোমা 45% নাম্বার নিয়ে পাশ করতে হবে।

• UGC (University Grants Commission) দ্বারা অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে B.Sc কোর্সটি সম্পূর্ণ করলে এবং কোর্সে 45% নাম্বার থাকলে এই পরীক্ষায় বসা যাবে। ST/SC/OBC/PWD প্রার্থীদের জন্য এই নাম্বারের উপর 5% ছাড় রয়েছে অর্থাৎ 40% নাম্বার নিয়ে কোর্সটি সম্পূর্ণ করলে এই পরীক্ষায় বসতে পারবে। B.Sc কোর্স করা প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় অঙ্ক থাকতে হবে তাহলেই এই পরীক্ষায় বসতে পারবে।

ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ভর্তি হয়ে যাওয়ার পর যদি শূন্যপদ থাকে তাহলে B.Sc কোর্স করা পরীক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়ে থাকে। তবে B.Sc কোর্স করা পরীক্ষার্থীরা যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না।

[B.Sc কোর্স করে এবং এই পরীক্ষাটি দিয়ে উত্তীর্ণ হয়ে যদি কেউ ইঞ্জিনিয়ারিং-এর যে কোনো একটি বিভাগ নিয়ে ডিগ্রি কলেজে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে দ্বিতীয় বর্ষের (Second-year) বিষয়গুলোর সাথে প্রথম বর্ষের (First-year) কিছু বিষয়ের পরীক্ষা দিতে হয়। এই বিষয়গুলি হল ইঞ্জিনিয়ারিং মেকানিকস এবং ইঞ্জিনিয়ারিং গ্রাফিকস বা প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই বিষয়গুলি পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।]

• ফার্মাসী কাউন্সিল অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 12 অফ দা ফার্মাসী অ্যাক্ট দ্বারা অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ফার্মাসীতে ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ করলে এবং ডিপ্লোমাতে 45% নাম্বার থাকলে এই পরীক্ষায় বসা যাবে। ST/SC/OBC/PwD পার্থীদের জন্য এই নাম্বারের উপর 5% ছাড় রয়েছে অর্থাৎ 40% নাম্বার নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকলেও এই পরীক্ষায় বসতে পারবে।

বয়সের যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসীতে ডিপ্লোমা করা পরীক্ষার্থীদের কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং (Marine Engineering)-এ ডিপ্লোমা করা পরীক্ষার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হল 25 বছর। B.Sc কোর্স করা পরীক্ষার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হল 27 বছর।

JELET পরীক্ষার বিষয় (Details of Exam)

JELET পরীক্ষাতে মাল্টিপল চয়েস প্রশ্ন [MCQ] আসে। এই পরীক্ষাটি অফলাইনে হয় অর্থাৎ OMR Sheet এ প্রশ্নের সঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হয়।

এই পরীক্ষাটি দুটি পেপারে ভাগ করা আছে, যথা – পেপার-1 ও পেপার-2।

যেসব পরীক্ষার্থী ডিপ্লোমা করেছে ইঞ্জিনিয়ারিং-এ এবং B.Sc কোর্স করেছে তাদের জন্য পেপার-1 পরীক্ষাটি।
পেপার-2 টি শুধুমাত্র সেইসব পরীক্ষার্থীদের জন্য যারা ফার্মাসীতে ডিপ্লোমা করেছে।

পেপার-1 – এই পেপারে অঙ্ক (Mathematics), রসায়নবিদ্যা (Chemistry), পদার্থবিদ্যা (Physics) এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (Fundamentals of Electrical & Electronics Engineering) এই বিষয়গুলি দিয়ে প্রশ্ন আসে।

এই পেপার-1 পরীক্ষাটি মোট 120 নাম্বারে হয়ে থাকে এবং সবগুলি বিষয় মিলিয়ে মোট 100 টি প্রশ্ন আসে। অঙ্কে 50 নাম্বার, রসায়নবিদ্যায় 35 নাম্বার, পদার্থবিদ্যায় 25 নাম্বার এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ 10 নাম্বার থাকে।

পেপার-1 পরীক্ষাটিতে নাম্বার ডিভিশন দুটি ভাগে হয়ে থাকে, যথা – ক্যাটাগরি-1 ও ক্যাটাগরি-2.

ক্যাটাগরি-1 – এই ক্যাটাগরিতে প্রত্যেকটি MCQ তে 1 টি সঠিক উত্তর থাকে। প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে। এই ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 14 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

এই ক্যাটাগরিতে অঙ্ক থেকে 30 টি প্রশ্ন, রসায়নবিদ্যা থেকে 25 টি প্রশ্ন, পদার্থবিদ্যা থেকে 15 টি প্রশ্ন এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে 10 টি প্রশ্ন আসে।

ক্যাটাগরি-2 – এই ক্যাটাগরিতে প্রত্যেকটি MCQ তে এক বা একাধিক সঠিক উত্তর থাকে। প্রত্যেকটি MCQ তে 2 নাম্বার করে থাকে। সবকটি সঠিক উত্তর চিহ্নিত করলেই 2 নাম্বার পাওয়া যাবে।

কোনো একটি ভুল উত্তর চিহ্নিত করলে উত্তরটি ভুল ধরা হবে। ভুল উত্তর চিহ্নিত না করে যদি আংশিক সঠিক উত্তর চিহ্নিত করে থাকে তাহলে আংশিক নাম্বার পাবে। আংশিক নাম্বারের ডিভিশন করা হয় এইভাবে, 2 × (যে কটি উত্তর সঠিক দিয়েছে)/(মোট সঠিক উত্তর)। এই ক্যাটাগরিতে কোনো নেগেটিভ মার্কিং নেই।

এই ক্যাটাগরিতে অঙ্ক থেকে 10 টি প্রশ্ন, রসায়নবিদ্যা থেকে 5 টি প্রশ্ন এবং পদার্থবিদ্যা থেকে 5 টি প্রশ্ন এসে থাকে। এই ক্যাটাগরিতে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে কোনো প্রশ্ন আসে না।

পেপার-2 – এই পেপারটিতে 100 টি MCQ থাকে। প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে। এই ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 1/4 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

ফার্মাসীর ক্ষেত্রে ডিপ্লোমাতে যে যে বিষয় পড়ানো হয়েছে সেই বিষয়গুলি থেকে প্রশ্ন আসে।

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি শুধুমাত্র ইংরেজি ভাষায় হয়ে থাকে।

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 2 ঘণ্টা অর্থাৎ যারা পেপার-1 দেবেন তাদের জন্য 2 ঘণ্টা এবং যারা পেপার-2 দেবেন তাদের জন্যও 2 ঘণ্টা সময় নির্ধারিত করা রয়েছে।

JELET পরীক্ষার সিলেবাস

পেপার-1 এর সিলেবাস

অঙ্ক (Mathematics) থেকে যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সেগুলি হল –

• Matrices up to order 3
• Determinant up to order 3
• Complex Number
• Co-ordinate Geometry (2D)
• Vector Algebra
• Differential Calculus
• Partial Differentiation
• Integral Calculus
• Ordinary Differential Equation
• Probability

পদার্থবিদ্যা (Physics) থেকে প্রশ্ন যে যে বিষয়গুলি থেকে আসে, সেগুলি হল –

• Units, dimension, and measurement
• Kinematics
• Laws of motion
• Work, power, energy
• Gravitation
• Elasticity
• Surface tension
• Fluid mechanics/ Hydrostatics
• Thermal expansion of solid
• Transmission of heat
• Thermodynamics
• Reflection of Light
• Refraction of light
• Lens
• Photoelectricity

রসায়নবিদ্যা (Chemistry) থেকে যে যে বিষয়ে প্রশ্ন আসে সেগুলি হল –

• Atomic Structure
• Chemical Bonding
• Acids, Bases & Salts
• Oxidation, Reduction, Electrochemistry
• Chemical Equilibrium
• Metallurgy
• Water
• Organic Chemistry

ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিকাল & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (Fundamentals of Electrical & Electronics Engineering) থেকে যে যে বিষয়ে প্রশ্ন আসে সেগুলি হল –

• Electrical components, measuring instruments
• Transformers
• Electrical machines
• DC sources and circuits
• AC sources and circuits
• Basic semiconductor devices
• Analog Circuits
• Digital Electronics

পেপার-2 এর সিলেবাস

ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত ফার্মাসিতে ডিপ্লোমাস্তরের পুরো সিলেবাস।

JELET পরীক্ষার কোন সময় হয়?

এই পরীক্ষাটি সাধারণত মে মাসে হয়ে থাকে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!