CLAT
Category – Entrance Exam

উচ্চমাধ্যমিকের পরেই আমাদের দেশের ছাত্রছাত্রীদের পেশা নির্বাচনের ব্যাপারটি আসে। তারা কেউ যায় ডাক্তারিতে, কেউ বা পড়ে ইঞ্জিনীয়ারিং, আবার কেউ কেউ আইন বা ম্যানেজমেন্ট এর অন্যান্য যে কোন পেশার দিকে ঝুঁকে থাকেন।

এইসব ছাত্রছাত্রীদের মধ্যে পেশাগতভাবে যারা আইনকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাঁদের জন্যই CLAT এর প্রবেশিকা পরীক্ষার প্রয়োজন।

CLAT পরীক্ষা কি?

CLAT এর পুরো কথা হল কমন ল অ্যাডমিশান টেস্ট (Common Law Admission Test)। এটি একটি জাতীয় স্তরের পরীক্ষা। ভারতবর্ষের ন্যাশানাল ল বা আইন ইন্সিটিউটগুলিতে ভর্তির জন্য এটি একটি প্রধান পরীক্ষা। বছরে একবারই এই পরীক্ষা হয়।

এই পরীক্ষার আয়োজক হল Consortium of NLUs (The Consortium of National Law Universities)।

এই পরীক্ষা উত্তীর্ণ করলে ভারতের বাইশটি ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে (NLU) ভর্তি হওয়া যায়। ভারতের বেশিরভাগ বেসরকারি কলেজগুলিতেও ভর্তি এই প্রবেশিকা পরীক্ষার নাম্বার অনুযায়ী হয়ে থাকে।

[এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে ল (law) নিয়ে আন্ডার-গ্রাজুয়েট ডিগ্রি (LLB) ও পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি (LLM) উভয়ই করা যায়।
আমরা এই আর্টিকালে CLAT প্রবেশিকা পরীক্ষা দিয়ে আন্ডার-গ্রাজুয়েট ডিগ্রি (LLB) কোর্সে ভর্তি হওয়া সম্পর্কে আলোচনা করবো।]


আন্ডার-গ্রাজুয়েট ডিগ্রি (LLB) কোর্স সম্পর্কে আরো জেনে নিন – এল.এল.বি বা LLB কোর্স কি? 

পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় যে কোনো বিভাগ নিয়ে পাশ হওয়া প্রয়োজন। আইন নিয়ে পড়তে গেলে উচ্চমাধ্যমিকের মোট নম্বর অতটাও গুরুত্বপূর্ণ না, মোটামুটি 45% থেকে 50% এর মধ্যেই থাকতে হবে। CLAT প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ST, SC প্রার্থীদের জন্য এই নাম্বারের মাত্রায় 5% ছাড় রয়েছে।

বয়সের যোগ্যতা

এই CLAT প্রবেশিকা পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারিত করা নেই।
careerbondhu.com whatsapp channel

ক্ল্যাট (CLAT) পরীক্ষার বিষয় (Details of Exam)

এই পরীক্ষাটি অফলাইনে হয়ে থাকে, অর্থাৎ পেপার পেন মোডে পরীক্ষাটি দিতে হয়। MCQ প্রশ্ন আসে। মোট 120 টি MCQ প্রশ্ন থাকে।

[বি দ্র: 2023 সাল অবধি CLAT পরীক্ষায় 150টি MCQ প্রশ্ন আসতো; 2024 সাল থেকে তা পরিবর্তিত হয়ে 120 টি MCQ প্রশ্ন করা হয়েছে।]

প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে নেগেটিভ মার্কিং করা হয়।

CLAT পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচটি বিভাগ রয়েছে, সেগুলি হল –
1) ইংরেজী (English Language)
2) লিগ্যাল রিজনিং (Legal Reasoning)
3) লজিক্যাল রিজনিং (Logical Reasoning)
4) কারেন্ট অ্যাফেয়ারস এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন (Current Affairs, including General Knowledge)
5) কোয়ানটেটিভ টেকনিক্স (Quantitative Techniques)

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত মোট সময় হল দুই ঘণ্টা (2 hours)।

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি সম্পূর্ণ ইংরাজী ভাষায় হয়ে থাকে।
careerbondhu.com telegram channel

CLAT পরীক্ষার সিলেবাস

ইংরাজী (English Language)

মূলত (10+2) স্তরের, এই বিভাগের প্রস্তুতিতে নিম্নলিখিত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ –

• Comprehension and language skills
• Ability to draw inferences and conclusions
• Ability to summarise passage
• Identify arguments and viewpoints
• Word meaning and phrases
মোট প্রশ্নের 20% প্রশ্ন এই বিষয় থেকে আসে।

কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান (Current Affairs, including General Knowledge)

নিয়মিত সংবাদপত্র এবং দেশে বিদেশে ঘটে যাওয়া প্রাসঙ্গিক ঘটনাসমূহ সম্পর্কে ধারণা রাখা CLAT প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্নপত্রের মোট প্রশ্নের মধ্যে 25% প্রশ্ন এই বিষয় থেকে আসে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞানের জন্য নিম্নলিখিত বিষয়গুলির উপর ফোকাস করা প্রয়োজন –

• Contemporary events of significance from India and the world;
• Arts and culture;
• International affairs; and
• Historical events of continuing significance.


আরো পড়ুন – কোম্পানি সেক্রেটারি (CS) কোর্স কি?

লিগ্যাল রিজনিং (Legal Reasoning)

এটি হল CLAT-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলির মধ্যে একটি। লিগ্যাল অ্যাপটিটিউড বিভাগটি একদিকে আইনের জ্ঞান পরীক্ষা করবে এবং অন্যদিকে বর্তমান আইনি সমস্যা সম্পর্কে প্রার্থীর সচেতনতা পরীক্ষা করবে। সুতরাং, প্রার্থীদের উভয় ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত হতে হবে। মূলত (10+2) স্তরের প্রশ্ন আসে। পরীক্ষার মোট প্রশ্নের মধ্যে 25% প্রশ্ন এই বিভাগ থেকে আসে। বিষয়গুলি হল –

• General awareness of contemporary legal and moral issues
• Identify and infer the rules and principles given in the passage.
• Apply rules and principles to various fact situations
• Ability to understand how changes to the rules or principles may change their application to various fact situations.

লজিক্যাল রিজনিং (Logical Reasoning)

[12th standard]
এই বিষয়টির প্রস্তুতি নিতে প্রার্থীদের বিগত বছরের প্রশ্নপত্র ভালোভাবে স্টাডি করতে হবে। এই প্রবেশিকা পরীক্ষার সব বিষয়ের প্রশ্নের মধ্যে 20% প্রশ্ন এই বিষয় থেকে আসে। এই বিভাগে নিম্নলিখিত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ –

• Ability to identify arguments and their premises and draw conclusions
• Ability to critically analyse patterns of reasoning, and assess how conclusions may depend on particular premises or evidence
• Infer what follows from the passage and apply these inferences to new situations
• Draw relationships and analogies,
• Identify contradictions and equivalence, and assess the effectiveness of arguments.
careerbondhu.com whatsapp channel

কোয়ানটেটিভ টেকনিক্স (Quantitative Techniques)

[10th standard]
এই প্রবেশিকা পরীক্ষায় গণিতের প্রস্তুতির জন্য প্রচুর অনুশীলনের প্রয়োজন হবে। এছাড়াও প্রার্থীদের পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রগুলিকে ভালোভাবে স্টাডি করতে হবে। প্রশ্নপত্রের সকল বিষয়গুলির মধ্যে 10% প্রশ্ন এই বিষয় থেকে আসে। নিম্নলিখিত অধ্যায়গুলি খুব ভালোভাবে প্র্যাক্টিস করতে হবে –

• Ratios and proportions,
• Basic algebra,
• Mensuration
• Statistical estimation
• Algebra

কিছু বিখ্যাত কলেজ

NIRF এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সেরা সরকারী ল কলেজগুলির মধ্যে,

এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ল কলেজগুলি রয়েছে, সেগুলি হল –


বিভিন্ন ল বা আইন কলেজ সম্পর্কে জানতে দেখে নিন – Law Colleges | ল কলেজ

ভারতের সেরা সরকারী ল কলেজগুলি হল,

  • National Law School of India University
  • National Law University
  • NALSAR University of Law
  • National Law University
  • Maharashtra National Law University ইত্যাদি।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!