JEXPO
Category – Entrance Exam

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাও?

পশ্চিমবঙ্গে পলিটেকনিক পড়তে চাও?

তাহলে তোমাকে JEXPO পরীক্ষা সম্পর্কে জানতেই হবে।

JEXPO পরীক্ষা কী?

JEXPO সম্পূর্ণ কথা হল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ফর পলিটেকনিকস (Joint Entrance Exam for Polytechnics)।

JEXPO হল একটি রাজ্য-স্তরের যৌথ প্রবেশিকা পরীক্ষা যা পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি পরিচালনা করে। পরীক্ষাটি পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WEBSCTE) দ্বারা পরিচালিত হয়। এই JEXPO পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে ডিপ্লোমা কোর্স করা যায়।

এই JEXPO পরীক্ষা দিয়ে ডিপ্লোমা করার পর ল্যাটেরাল পরীক্ষা দিয়ে B.Tech কোর্সের দ্বিতীয় বর্ষে (2nd Year) ভর্তি হওয়া যায়।

careerbondhu.com whatsapp channel

JEXPO পরীক্ষা দিয়ে কোন কোন কলেজে ভর্তি হওয়া যায়?

এই JEXPO পরীক্ষা দ্বারা পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।

সরকারি কলেজ

পশ্চিমবঙ্গে প্রায় 76 টি সরকারি কলেজ আছে, তাদের কিছু নাম,

• Adyapeath Annada Polytechnic College, Dakshineswar (Kolkata)
• Acharya Jagadish Chandra Bose Polytechnic, Kolkata
• Birla Institute of Technology, Kolkata
• Acharya Prafulla Chandra Roy Polytechnic, Kolkata
• Ramakrishna Mission Shilpapitha (only for boys), Belgharia (Kolkata)
• Women’s Polytechnic (only for Girls), Jodhpur Park (Kolkata)
• Women’s Polytechnic (only for Girls), Chandannagar
• Bengal Institute of Technology, Katwa (Bardhaman)
• Siliguri Government Polytechnic, Siliguri (Darjeeling)
Hooghly Institute of Technology, Hooghly ইত্যাদি।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


বেসরকারি কলেজ

পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজের সংখ্যাও প্রায় 76 টি, নীচে কয়েকটি বেসরকারি কলেজের নাম দেওয়া হল –

• AMS College of Polytechnic, Barasat (Kolkata)
• Camellia Institute of Technology, Madhyamgram (Kolkata)
• Bishnupur Public Institute of Engineering, Bishnupur (Bankura)
• Bengal College of Polytechnic, Bidhan Nagar (Bardhaman)
• Abacus Institute of Engineering & Management, Mogra (Hooghly)
• Berhampore Polytechnic College, Berhampore (Murshidabad)
• Global Institute of Management & Technology, Kotwali (Nadia)
• Institute of Science & Technology, Chandrakona Town (Paschim Medinipur)
• Global Institute of Science & Technology, Haldia (Purba Medinipur) ইত্যাদি।

[জেনে রাখো, JEXPO প্রবেশিকা পরীক্ষা দিয়ে ডিপ্লোমা কোর্স পার্ট টাইমে কিছু নির্দিষ্ট কলেজে করার ব্যবস্থা রয়েছে।]

careerbondhu.com telegram channel

JEXPO পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় পাশ করতে হবে। মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় 35% নাম্বার থাকা আবশ্যক।

[জেনে রাখো, অনেকে উচ্চমাধ্যমিকের পরও এই পরীক্ষা দিয়ে থাকে এবং অনেকে ভাবে এই পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হয়। কিন্তু এটি সঠিক নয়, যে কোনো বিভাগের ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসতে পারে। তার কারণ এই প্রবেশিকা পরীক্ষাটি মাধ্যমিক স্তরের হয়।]

বয়সের যোগ্যতা

এই পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা হল 15 বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট নেই।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
JEE (Main) | WBJEE | JELET

JEXPO পরীক্ষার বিষয় (Details of Exam)

এই পরীক্ষাটি অফলাইনে হয় অর্থাৎ OMR Sheet এ প্রশ্নের সঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হয়। এই পরীক্ষাতে মাল্টিপল চয়েস প্রশ্ন [MCQ] আসে। এই পরীক্ষার দুটি পেপার আছে – পেপার-1 এবং পেপার-2.

পেপার-1 – এই পেপারটিতে অঙ্ক থেকে প্রশ্ন আসে ও পরীক্ষাটির পূর্ণ মান 100.

পেপার-2 – এই পেপারটিতে ভৌতবিজ্ঞানের, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা থেকে প্রশ্ন আসে। পেপারটিতে মোট 100 নাম্বারের প্রশ্ন থাকে, যার মধ্যে পদার্থবিদ্যা থেকে 50 নাম্বার এবং রসায়নবিদ্যা থেকে 50 নাম্বারের প্রশ্ন আসে।
careerbondhu.com whatsapp channel

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায়। ভাষা দুটি হল ইংরেজি ও বাংলা।

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত মোট সময় হল 4 ঘণ্টা। প্রত্যেকটি পেপারে 2 ঘণ্টা করে সময় দেওয়া হয়।


আরো পড়ো – VOCLET পরীক্ষা কি?

JEXPO পরীক্ষার সিলেবাস

দশম শ্রেণীর সিলেবাস মেনে এই পরীক্ষায় অঙ্ক ও ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন আসে।

JEXPO পরীক্ষার সময়

এই পরীক্ষাটি সাধারণত এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসে হয়ে থাকে।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!