ICAR AIEEA
Category – Entrance Exam

ICAR এর সম্পূর্ণ অর্থ হল ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ (Indian Council of Agricultural Research) এবং AIEEA এর সম্পূর্ণ অর্থ হল অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন (All India Entrance Examination for Admission)। এই পরীক্ষাটির আয়োজক হল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা NTA.

ICAR AIEEA (UG) পরীক্ষা কী?

ICAR AIEEA (UG) পরীক্ষাটি একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে স্নাতকস্তরে এগ্রিকালচারের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। এই পরীক্ষা দিয়ে B.Sc, B.Tech কোর্সগুলি করা যায়।

এই পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন কলেজে ভর্তি হওয়া যায়। সাধারণত প্রতি বছর এই পরীক্ষাটি হয়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


এই পরীক্ষাটি উত্তীর্ণ করে যে সব কোর্সে ভর্তি হওয়া যায় সেগুলি হল –

• B.Sc. (Hons.) Agriculture
B.Sc. (Hons.) Horticulture
• B.F.Sc.
• B.Sc. (Hons.) Forestry
• B.Sc. (Hons.) Community Science
• Food Nutrition and Dietetics
• B.Sc. (Hons.) Sericulture
B.Tech Agricultural Engineering
B.Tech Dairy Technology
B.Tech Food Technology
B.Tech Bio-Technology

ICAR AIEEA (UG) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই 11 টি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স নিয়ে পড়া যায়।

careerbondhu.com whatsapp channel

ICAR AIEEA (UG) পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

এই পরীক্ষা দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা (10+2) পাশ করা আবশ্যক। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হলে এই পরীক্ষায় বসা যায়।

বিজ্ঞান বিভাগের মধ্যে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) এই দুটি বিষয় অবশ্যই থাকতে হবে। অঙ্ক (Mathematics) ও জীববিদ্যা (Biology) এই দুটির মধ্যে যে কোনো একটি বা দুটিই থাকতে হবে।

উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় (10+2) 50% নাম্বার নিয়ে পাশ করা আবশ্যক। ST, SC, PWD ও Third Gender দের 40% নাম্বার নিয়ে পাশ করে থাকলে এই পরীক্ষায় বসতে পারবে।

বয়সের যোগ্যতা

এই পরীক্ষাতে বসার ন্যূনতম বয়সসীমা হল 16 বছর।
careerbondhu.com telegram channel

ICAR AIEEA (UG) পরীক্ষার বিষয় (Details of Exam)

এই পরীক্ষাটি কম্পিউটার বেসড। এতে MCQ ধরনের প্রশ্ন আসে। মোট 150 টি প্রশ্ন আসে এবং প্রত্যেকটি বিষয় থেকে 50 টি করে প্রশ্ন থাকে। প্রত্যেকটি MCQ তে 4 নাম্বার করে থাকে। পরীক্ষাটি মোট 600 নাম্বারে হয়।

এই পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 1 নাম্বার মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

এই ICAR AIEEA (UG) পরীক্ষাটি মোট পাঁচটি বিষয় থাকে, তার মধ্যে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষার পর কোন কোর্সে ভর্তি হবে তার উপর নির্ভর করে বিষয় বেছে নেওয়া হয়।

এই 11 টি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে যে বিষয়গুলি উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় (10+2) থাকা আবশ্যক, সেটি নীচে চার্টে দেওয়া হল –

[P = PHYSICS (পদার্থবিদ্যা), C = CHEMISTRY (রসায়নবিদ্যা), B = BIOLOGY (জীববিদ্যা), M = MATHEMATICS (অঙ্ক), A = AGRICULTURE (এগ্রিকালচার)]

উদাহরণ – ধরা যাক, কোনো প্রার্থী এগ্রিকাচারাল ইঞ্জিনিয়ারিং-এ B. Tech. করতে চায় এবং সে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) এই তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে এই প্রবেশিকা পরীক্ষাটি উত্তীর্ণ হয়েছে। তবে সেক্ষেত্রে কি সে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার হতে পারবে?

Agriculture-engineering-course-details
Agriculture Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

না, উপরিক্ত তিনটি বিষয়ের ভিত্তিতে যে যে কোর্সে ভর্তি হওয়া যায়, সে শুধুমাত্র সেই কোর্স গুলিতেই ভর্তি হতে পারবে, বাকি আর কোনো কোর্সে ভর্তি হতে পারবে না।

তাই এখন যদি সে এগ্রিকাচারাল ইঞ্জিনিয়ার হতে চায় সেক্ষেত্রে উপরের তালিকায় উল্লেখিত এগ্রিকাচারাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলির [পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও অঙ্ক (Mathematics)] উপরে তাকে প্রবেশিকা পরীক্ষাটি দিতে হবে।

সুতরাং কোন কোর্সে ভর্তি হতে চাও সেটি ঠিক করে বিষয় বেছে নেওয়া প্রয়োজন।
careerbondhu.com whatsapp channel

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায়। ভাষা দুটি হল ইংরেজি ও হিন্দি।

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 2 ঘণ্টা 30 মিনিট।

ICAR AIEEA (UG) পরীক্ষার সিলেবাস

এই পরীক্ষার সিলেবাস হল উচ্চ মাধ্যমিকের বা যে কোনো (10+2) সমতুল পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা অঙ্ক এবং এগ্রিকাচারালের সম্পূর্ণ সিলেবাস।

[বিঃদ্রঃ – যে কোর্সে যে বিষয়গুলি থাকবে সেই অনুযায়ী সিলেবাস মেনে পরীক্ষার পড়াশোনা করতে হবে। উপরের সিলেবাস ছাড়াও বৈজ্ঞানিক ও শিক্ষাগত গুরুত্বের অন্য কোনো প্রশ্ন থাকতে পারে।]

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!