bachelor-of-pharmacy
Category – Medicine & Allied Studies | Pharmacy
ফার্মাসি (Pharmay) কি?

ফার্মাসি হল কেমিস্ট্রি ও বায়োলজির একটি যোগসূত্র। বিভিন্ন ওষুধ থেকে কসমেটিক্স প্রস্তুতি সবেতেই ফার্মাসিস্টদের প্রয়োজন হয়। ওষুধের বিভিন্ন কম্পাউন্ড তৈরি থেকে প্রাণীদেহে তার প্রতিক্রিয়া বোঝা ইত্যাদি সব কিছুই ফার্মাসি কোর্সে পড়ানো হয়। যারা ফার্মাসি কোর্সটি সাফল্যের সাথে শেষ করেন, তাদের ফার্মাসিস্ট বলে।


ফার্মাসির কোর্সগুলি সম্পর্কে আরো জানতে পড়ে নাও – Pharmacy Course | ফার্মাসি কোর্স

ফার্মাসির মূলত তিনটি কোর্স রয়েছে, D.Pharma, B.Pharma ও M.Pharma। আমরা আমাদের এই প্রবন্ধে B.Pharma কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

বিফার্মা (B.Pharma) কোর্স কি?

ব্যাচেলার অফ ফার্মাসি (Bachelor of Pharmacy) কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। এই কোর্সটি সংক্ষেপে বিফার্মা (B.Pharma) বা বিফার্ম (B.Pharm) নামে পরিচিত।

একনজরে বিফার্মা (B.Pharma) কোর্স

কোর্সের নাম
(Name of Course)
Bachelor of Pharmacy (B.Pharma)
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
রাজ্যভিত্তিক - WBJEE, OJEE etc.
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিগ্রি
কোর্সের বিষয়
(Field of Study)
ফার্মাসি
কোর্সের সময়সীমা (Course duration)চার বছর (4 years)
কোর্স ফি
(Course fee)
50,000 থেকে 15 লাখ

B.Pharma / B.Pharm কোর্সটি যে যে বিষয়ে করা যায়, তা হল –
– Ayurveda Pharmaceutics
– Pharmaceutical Chemistry
– Pharmacology
– Toxicology ইত্যাদি।

উপরিক্ত বিষয়গুলির মধ্যে শিক্ষার্থীরা তাদের পছন্দ মত একটি বিষয় বেছে নিয়ে বিফার্ম কোর্সটি করতে পারবে।

[বিঃ দ্রঃ আরো একটি কোর্স রয়েছে, যা ফার্মাসি কোর্স সংক্রান্ত বিষয়ে হলেও তা B.Pharm-এর অধীনে নয়, B.Tech-এর অধীনে পড়ে। সেটি হল ফার্মাসিউটিকাল টেকনোলজির বি.টেক (B.Tech in Pharmaceutical Technology) কোর্স।]


আরো পড়ো – B.Tech in Pharmaceutical Technology | ফার্মাসিউটিকাল টেকনোলজির বি.টেক কোর্স

কিভাবে পড়বো বিফার্মা কোর্স?

বিফার্মা কোর্স পড়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) বিষয় দুটি থাকা আবশ্যক ও তার সাথে গণিত (Mathematics) বা জীববিদ্যা (Biology) এবং তিনটি বিষয়ে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থীর বয়স নূন্যতম 17 বছর হওয়া আবশ্যক।

বিফার্মা প্রবেশিকা পরীক্ষা | B.Pharma Entrance Exam

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –

  • WBJEE
  • OJEE
  • AP EAMCET
  • UKSEE ইত্যাদি।
পশ্চিমবঙ্গে এই বিফার্ম কোর্স পড়ার জন্য WBJEE প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক করতে হয়। তাই WBJEE পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত জেনে নাও, নীচের ছবিটি ক্লিক করে↓
WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

বিফার্মা কোর্সে কি কি পড়তে হয়?

বিফার্মা কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Pharmaceutics
  • Pharmaceutical Analysis
  • Human Anatomy and Physiology
  • Computer Applications in Pharmacy
  • Pathophysiology
  • Environmental Science and Engineering
  • Medicinal Chemistry
  • Cosmetic Science
  • Novel Drug Delivery System ইত্যাদি।

বিফার্ম কোর্স কোন কোন কলেজে পড়ানো হয়?

বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ফার্মাসি কোর্স পড়ানোর জন্য প্রচুর কলেজ রয়েছে। নীচে বিফার্মা কোর্স পড়ানো হয় এমন কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

কিছু স্বনামধন্য সরকারি কলেজ

  • Jadavpur University, Kolkata
  • Institute of Pharmacy, Jalpaiguri
  • Institute of Chemical Technology, Mumbai
  • Delhi Pharmaceutical Sciences and Research University, New Delhi
  • BK Modi Government Pharmacy College, Rajkot
  • SLT Institute of Pharmaceutical Sciences Bilaspur ইত্যাদি।

ফার্মাসির ডিপ্লোমা কোর্সটি সম্পর্কে বিস্তারিত পড়ে নাও – Diploma in Pharmacy | ডিপ্লোমা ফার্মাসি কোর্স

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য বেসরকারি কলেজ

বিফার্ম কোর্স ফি কত?

বিভিন্ন কলেজে বিফার্ম কোর্সের ফি ভিন্ন হয়। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের কোর্স ফি বেশি হয়। সাধারণত এই বিফার্ম কোর্সের ফি 50,000 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত হয়।


আরো পড়ো – B.Tech in Food Technology & Bio-Chemical Engineering | ফুড টেকনোলজি ও বায়ো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

বিফার্মা কোর্সের ভবিষ্যৎ কেমন?

মানুষের জীবন ধারণের জন্য যেমন খাবার খাওয়া প্রয়োজন, ঠিক তেমন বর্তমানে নানান রোগ ব্যাধির কারণে ওষুধও জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষকে রোগমুক্ত করে, সুস্থ অবস্থায় বেঁচে থাকতে সাহায্য করে ওষুধ। তাই যতদিন মানুষ এই পৃথিবীতে আছে, ততদিন মানবজীবনে ওষুধের প্রয়োজনও ভীষণভাবেই থাকবে।

বর্তমানে ওষুধশিল্পের চাহিদার গ্রাফ কিছুটা বৃদ্ধির দিকেই, আর এই ওষুধের চাহিদাপূরণ করার জন্য প্রয়োজন ফার্মাসিস্টদের। তাই বলা যায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই পেশায় দেশে-বিদেশে বহু সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

ফার্মাসিস্ট পেশা সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য জেনে নাও নীচের ছবিটি ক্লিক করে↓
Pharmacist
ফার্মাসিস্ট পেশা সম্পর্কে বিস্তারিত আলোচনা।

বিফার্মা (B.Phamra) কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Pharmacist
  • Drug Inspector
  • Health Inspector
  • Medical Representative
  • Clinical Researcher
  • Research Analyst ইত্যাদি।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Sun Pharmaceutical Industries
  • Johnson & Johnson
  • Cipla
  • Dr Reddy’s Laboratories
  • Pfizer ইত্যাদি।

ভারতবর্ষে ওষুধের ব্যবসা করার জন্য অন্তত একজন ফার্মাসিস্ট প্রয়োজন হয়। তাই ফার্মাসিস্টরা মনে করলে নিজেরাই ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া বর্তমানে বিভিন্ন ফার্মাসি রিটেল যেমন নেটমেড, মেডপ্লাস, অ্যাপোলো, মেডিকা ইত্যাদি কোম্পানি বহু ফার্মাসিস্ট নিয়োগ করে।


আরো পড়ো – Bio Technology Course | বায়ো টেকনোলজি কোর্স

বিফার্ম কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, অবশ্যই সরকারি চাকরি করার সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি ওষুধ তৈরির সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!