Pharmacist
Category – Profession

প্রাচীনকাল থেকেই মানুষ গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করছে। বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান যেমন প্রয়োজন তেমনই সুস্থ, নীরোগ জীবনও প্রয়োজন। এই প্রয়োজনীয়তা মানুষ সেই সুপ্রাচীনকাল থেকেই অনুভব করেছে। তাই বিভিন্ন রোগকে নিরাময় করতে মানুষ বিভিন্ন গাছগাছালির থেকে ওষুধ প্রস্তুত করে সেই সমস্ত রোগকে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে গিয়েছে।

সুশ্রুত, চড়ক, ধন্বন্তরির মতো বিশিষ্ট চিকিৎসকরা সেই যুগে এই ধরনের প্রাকৃতিক ওষুধ প্রস্তুত করে বহু মানুষকে জীবন দান করেছেন।

যুগ পাল্টেছে, আর তারই সাথে পাল্লা দিয়ে বদলে গিয়েছে মানুষের জীবন যাত্রা। আধুনিক জীবনের স্ট্রেস, একাকীত্ব, খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ প্রভৃতির কারণে মানুষের অসুস্থতা বা রোগের ধরণও বদলেছে, আর তার সাথেই পাল্টেছে চিকিৎসা পদ্ধতি ও তা নিরাময়ের ওষুধ।

বর্তমানে স্বাস্থ্য পরিষেবাকে অটুট রাখতে চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ফার্মাসিস্টরা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিরাট অবদান রেখেছেন। তাই বর্তমানে এই পেশাটি যুবসমাজের কাছে একটি আকর্ষণীয় পেশার স্বীকৃতি পেয়েছে।


বিভিন্ন পেশা সম্পর্কে জানতে ক্লিক করো।

ফার্মাসিস্ট কাদের বলা হয়?

ফার্মাসি স্বাস্থ্যবিজ্ঞানের একটি বিশেষ শাখা। ফার্মাসির মূল বিষয় হল ঔষধ ও কসমেটিকসের প্রস্তুতি এবং এদের নিরাপদ ব্যবহার ও সঠিক বিতরণ।

ফার্মাসি নিয়ে যারা পড়াশোনা করে তাদের আমরা ফার্মাসিস্ট বলি। ফার্মাসিস্ট বা ঔষুধবিদ বা ড্রাগিস্ট হলেন একজন পেশাদার ঔষধ প্রস্তুত কারক।

ফার্মাসিস্টরা কি ধরনের কাজ করেন?

ফার্মাসিস্টের কাজ হল ওষুধ প্রস্তুতি, ওষুধের বৈশিষ্ট্য, তার প্রভাব ইত্যাদি দেখা এবং ওষুধের ব্যবহার জানা। ফার্মাসিস্ট রোগীদের ফার্মাসিউটিকাল যত্ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে।

careerbondhu.com whatsapp channel

ফার্মাসিস্ট হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

ফার্মাসিস্ট হওয়ার জন্য উচ্চমাধ্যমিকা বা সমতুল (10+2) পরীক্ষা দেওয়ার পর ফার্মাসি কোর্স করতে হয়। যথা –

ফার্মাসিতে ডিপ্লোমা করার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাগুলি হল – UPSEE, WBSCT, AU AIMEE, GUJCET ইত্যাদি।

ভারতবর্ষে বি.ফার্ম পড়ার জন্য যে প্রধান প্রবেশিকা পরীক্ষাগুলি হয় সেগুলি হল, NIPER JEE পরীক্ষাটি ন্যাশানাল লেভেলের পরীক্ষা। এছাড়াও রাজ্যভিত্তিক বেশ কিছু পরীক্ষা হয় যেমন, – WBJEE, OJEE, UKSEE ইত্যাদি।


ফার্মাসির কোর্সগুলি সম্পর্কে জানতে পড়ে নাও – Pharmacy Course | ফার্মাসি কোর্স

careerbondhu.com telegram channel

একজন সফল ফার্মাসিস্ট হওয়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল ফার্মাসিস্ট হওয়ার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

  • Accuracy.
  • Communication Skills.
  • Interpersonal Skills.
  • Management Skills.
  • Multitasking.
  • Patient Counselling.
  • Computer Skills.

আরো পড়ো – B.Tech in Pharmaceutical Technology | ফার্মাসিউটিকাল টেকনোলজির বি.টেক কোর্স

এই পেশার ভবিষ্যৎ কেমন?

জীবনযাত্রার মান উন্নয়ন, শারীরিক পরিশ্রম না করা, পরিবেশ দূষণ প্রভৃতি কারণে মানুষের স্বাস্থ্যের মান বর্তমানে অত্যন্ত খারাপ তাই স্বাস্থ্য পরিষেবামূলক ইন্ডাস্ট্রিগুলির ভবিষ্যত উজ্জ্বল।

বিভিন্ন হসপিটালে, বড় বড় ওষুধের আউটলেটসহ বিভিন্ন জায়গায় ফার্মাসিস্ট নিয়োগ করা হয় এবং শিক্ষকতা, গবেষণা বা দেশের বাইরেও কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। যেহেতু তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় এই পেশা, তাই চাকরির ক্ষেত্রও ক্রমশ প্রসারিত হচ্ছে।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন ফার্মাসিস্ট মাসে প্রায় 10,000 থেকে 30,000 বেতন পেয়ে থাকে। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে বেতনের মাত্রাও ক্রমশ বৃদ্ধি পায়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!