JELET-2024_Exam_Update
Category – Blog

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনস বোর্ড (WBJEEB) -এর তরফ থেকে JELET 2024 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে এবং রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে।

JELET পরীক্ষাটি হল একটি রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা, যা উত্তীর্ণ করে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলোজি কোর্সে দ্বিতীয় বছরে ভর্তি হওয়া যায়। JELET পরীক্ষার সব আপডেট দেখে নিন এই পোস্ট থেকে।


কেন JELET পরীক্ষার মাধ্যমে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষেই ভর্তি হতে হয়?

JELET 2024 পরীক্ষার তারিখ | Date of Examination of JELET 2024

2024-এর JELET প্রবেশিকা পরীক্ষাটি 29শে জুন (29/06/2024), শনিবার অনুষ্ঠিত হবে। JELET পরীক্ষাটি অফলাইনে অর্থাৎ OMR শীটে দিতে হয়।

JELET 2024 পরীক্ষার সময়

JELET 2024 পরীক্ষাটির জন্য 2ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। পরীক্ষাটি সকাল 11টা (11:00 am) থেকে শুরু হবে এবং দুপুর 1টায় (1:00 pm) শেষ হবে।

কিভাবে JELET পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?

  • এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ ভিসিট করতে হবে।
  • এরপর হোমপেজের মেনুতে ‘Examinations’ ট্যাবটি ক্লিক করে ‘JELET’ ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপর যে পেজটি খুলবে ঐ পেজের শেষে ‘Online Application Form Submission for JELET 2024’ ট্যাবে ক্লিক করলে একটি ফর্ম খুলে যাবে।
  • নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে, রেজিস্ট্রেশন ফি জমা দিলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

careerbondhu.com whatsapp channel

JELET পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কত টাকা?

এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন প্রার্থীদের জন্য ভিন্ন হয়।

  • জেনারেল পুরুষ ও PwD পুরুষ প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। SC/ST/OBC-A/OBC-B পুরুষ প্রার্থীদের জন্য এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি 400 টাকা।
  • জেনারেল মহিলা ও PwD মহিলা প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 400 টাকা। SC/ST/OBC-A/OBC-B মহিলা প্রার্থীদের জন্য এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি 300 টাকা।
  • Third Gender-দের জন্য এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি 300 টাকা।

JELET 2024 পরীক্ষার রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে?

  • 2024 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ (8/02/2024), বৃহস্পতিবার থেকে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।
  • এই ফর্ম ফিল আপ এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ 2024 সালের মার্চ মাসের 11 (11/03/2024), সোমবার
  • ফর্ম ফিল আপে কোনো ত্রুটি থাকলে তা ঠিক করার সময় হল 2024 সালের মার্চ মাসের 13 (13/03/2024) তারিখ থেকে 15 (15/03/2024) তারিখ

[বিঃদ্রঃ পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে ফর্ম ফিল আপের পর থেকে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে, নিয়মিত রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ নজর রাখতে হবে।]


JELET পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জানার জন্য ক্লিক করুন – JELET পরীক্ষা কি?

careerbondhu.com telegram channel

JELET 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে?

JELET 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত 21শে জুন (21/06/2024)। 21শে জুন থেকে পরীক্ষার দিন অর্থাৎ 29শে জুন (29/06/2024) দুপুর 12টা অবধি অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। JELET 2024 পরীক্ষাটি দেওয়ার জন্য এই অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রকাশিত অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে।


JELET 2024 পরীক্ষার সময়সূচির অফিসিয়াল PDFটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন JELET 2024 Exam PDF

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!