bengal-school-of-technology
Category – Colleges | Pharmacy Colleges

2006 সালে সুপ্রিম এডুকেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যারিটেবল অর্গানাইজেশন (SEDCO) বেঙ্গল স্কুল অফ টেকনোলজি (Bengal School of Technology) কলেজটি প্রতিষ্ঠা করে, যা সংক্ষেপে BST, Hooghly নামে পরিচিত। এটি একটি প্রাইভেট ফার্মাসি কলেজ। এই কলেজটি NAAC দ্বারা গ্রেড-A (Grade-A) স্বীকৃতি লাভ করেছে এবং NIRF র‍্যাঙ্কিং-এ রয়েছে।

বেঙ্গল স্কুল অফ টেকনোলজির সমস্ত কোর্স অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) দ্বারা অ্যাপ্রুভ করা। এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এবং পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE & VE & SD) দ্বারা অনুমোদিত।

বেঙ্গল স্কুল অফ টেকনোলজি কলেজে কি কি পড়ানো হয়?

এই BST ফার্মাসি কলেজে ফার্মাসি বিষয়ে ব্যাচেলার, মাস্টার ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। নীচে কোর্সগুলি সম্পর্কে আলোচনা করা হল –

ব্যাচেলার অফ ফার্মাসি বা Bachelor of Pharmacy (B.Pharma / B.Pharm)

এই কোর্সটি 4 বছরের হয়। এই কোর্স পড়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত (P.C.M) এবং বা জীববিদ্যা (P.C.B/P.C.M.B.) ও ইংরাজি বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হতে হবে।

ম্যাস্টার অফ ফার্মাসি বা Master of Pharmacy (M.Pharma / M.Pharm)

ম্যাস্টার অফ ফার্মাসি কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্স পড়ার জন্য B.Pharma উত্তীর্ণ হওয়া আবশ্যক। M.Pharma কোর্স দুটি বিষয়ের উপর করা যায়, যথা –

  • M.Pharma Pharmaceutics
  • M.Pharma Pharmacology

ডিপ্লোমা ইন ফার্মাসি বা Diploma in Pharmacy (D.Pharma / D.Pharm)

ফার্মাসির ডিপ্লোমা কোর্সটির সময়সীমা 2 বছর। উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা বিজ্ঞান বিভাগ উত্তীর্ণ হওয়ার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।

বেঙ্গল স্কুল অফ টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

বেঙ্গল স্কুল অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তি হওয়া যায়। ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম নীচে দেওয়া হল –

  • B.Pharma – WBJEE
  • M.Pharma – GPAT, WBUT PGET
  • D.Pharma – WBSCTE PET
WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

যোগাযোগ

Address

Bengal School of Technology, Main Building

Sugandha, Delhi Road Near Chuchura Railway Station

Hooghly, West Bengal, India

Pin: 712102

Contact Details

Phone: 9831297349 / 7605036747 9073944794

Email: bstpharmacy@hotmail.com

Website: https://bstpharmacy.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!