BSc-Nursing-course
Category – Medicine & Allied Studies | Nursing

হাসপাতাল বা নার্সিং হোমে যারা রোগীদের পাশে থেকে চিকিৎসার কাজে সাহায্য করে, রোগীকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তোলে তারাই হলেন নার্স। এই নার্স হওয়ার জন্য বিভিন্ন কোর্স রয়েছে, তারই মধ্যে একটি কোর্স হল বিএসসি নার্সিং (B.Sc Nursing) কোর্স

আজ আমরা এই বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে আলোচনা করবো, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা।


নার্সিং-এর বিভিন্ন কোর্স সম্পর্কে জেনে নাও↓

Nursing Course Details
নার্সিং কোর্স সম্পর্কে আলোচনা

বিএসসি নার্সিং কোর্স কি?

BSc নার্সিং কোর্সের ফুল ফর্ম হল ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং (Bachelor of Science in Nursing)। এটি একটি স্নাতকস্তরের কোর্স। BSc নার্সিং কোর্সের সময়সীমা 4 বছর।

একজন নার্সের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জন, রোগীকে সুস্থ করে তোলার কৌশল এবং ট্রেনিং দেওয়া ইত্যাদি এই কোর্সে বিষয়ে শেখানো হয়।

BSc নার্সিং কোর্স ভালো করে সম্পূর্ণ করলে আপনি হয়ে উঠবেন একজন দক্ষ নার্স।


নার্স পেশা সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓

কিভাবে নার্স হওয়া যায় | নার্স পেশার খুঁটিনাটি | Nurse as Profession


কিভাবে পড়বো বিএসসি নার্সিং কোর্স?

বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় তিনটি এবং 40-50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

B.Sc নার্সিং কোর্সে ভর্তির জন্য বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে। কিছু বিখ্যাত প্রবেশিকা পরীক্ষা হল AIIMS BSc Nursing exam, NEET, DSAT, ITM, JENPAS ইত্যাদি। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কলেজ নির্বাচন করা যায়।

NEET Exam Details
NEET পরীক্ষার সমস্ত খুঁটিনাটি

GNM নার্সিং কোর্স করে B.Sc নার্সিং কোর্সে ভর্তি হওয়া যায়, তবে প্রবেশিকা পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে। এক্ষেত্রে B.Sc নার্সিং কোর্সটির সময় 2 বছর হয়।

বিএসসি নার্সিং কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে এই কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি স্বনামধন্য কলেজের নাম দেওয়া হল –

বিএসসি নার্সিং কোর্স ফি কত?

বিভিন্ন কলেজে নার্সিং কোর্সের ফি ভিন্ন। সরকারি মেডিকেল কলেজে কোর্স ফি তুলনামূলক কম বেসরকারি কলেজের থেকে। সাধারণত নার্সিং কোর্সের ফি 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়।

B.Sc Nursing কোর্সে কি কি পড়তে হয়?

বিএসসি নার্সিং কোর্সে যে যে বিষয়ে পড়তে হয়, সেগুলি হল –

  • Anatomy
  • Biochemistry
  • Nutrition
  • Pharmacology
  • Pathology
  • Microbiology
  • Medical Surgical Nursing
  • Child Health Nursing
  • Mental Health Nursing
  • Midwifery and Obstetrical Nursing
  • Communicational and Educational Technology ইত্যাদি।

বিএসসি নার্সিং কোর্সের ভবিষ্যৎ কেমন?

চিকিৎসা ক্ষেত্রে রোগীকে সুস্থ করার জন্য ডাক্তারদের পাশাপাশি নার্সদেরও ভূমিকা গুরুত্ব। বর্তমানে এটি একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে। এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে পারলে, কাজের প্রচুর সুযোগ রয়েছে। এই কোর্স করার পর বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোমে নার্স হিসাবে যুক্ত হতে পারে।

B.Sc নার্সিং কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Staff Nurse,
  • Registered Nurse (RN),
  • Nurse Educator,
  • Nurse Supervisor,
  • Emergency Medical Technician,
  • Medical Coder ইত্যাদি।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা –

  • All India Institute of Medical Sciences
  • Apollo Group
  • Indian Nursing Council
  • Columbia Asia Hospital
  • Fortis Hospitals
  • Max Hospital
  • Manipal Group
  • Medica
  • Medanta Medicity ইত্যাদি।

বিএসসি নার্সিং কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যাঁ, অবশ্যই। B.Sc নার্সিং কোর্স করে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!