BM Birla of Nursing College Courses
Category – Colleges | Medical Colleges

2003 সালে বিএম বিড়লা কলেজ অফ নার্সিং [BM Birla College of Nursing (BMBCN)], কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল। এই BMBCN কলেজটি বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার ( BM Birla Heart Research Centre), কলকাতার একটি অংশ এবং এই সেন্টার থেকে আর্থিক সহায়তা পায় কলেজটি। ভারতীয় নার্সিং কাউন্সিল (INC) দ্বারা অনুমোদিত বিএম বিড়লা কলেজ অফ নার্সিং। BMBCN একটি বেসরকারি কলেজ।

ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ দ্বারা স্বীকৃত এই বিএম বিড়লা কলেজ অফ নার্সিং।

বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলেজে কি কি পড়ানো হয় ?

বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলেজে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নার্সিং কোর্স পড়ানো হয়।

B.Sc Nursing

নার্সিং স্নাতক কোর্সের মধ্যে রয়েছে, ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং (B.Sc Nursing)। বি.এস.সি নার্সিং কোর্সের সময়সীমা 4 বছর। এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য।

B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) ও ইংরাজি (English) বিষয়গুলি ও 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

বি.এস.সি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS (UG) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং প্রার্থীর বয়স 17 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে।


আরো পড়ো – JENPAS (UG) পরীক্ষা কি?

M.Sc Nursing

স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং (M.Sc Nursing), যার সময়সীমা 2 বছর।

M.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য B.Sc Nursing কোর্স সফলভাবে উত্তীর্ণ হতে হয় এবং নার্স হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

এম.এস.সি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS (PG) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

M.Sc Nursing যে যে বিষয়ে করা যায়, তা হল –

  • M.Sc Medical Surgical Nursing
  • M.Sc Obstetrics and Gynaecological Nursing
  • M.Sc Paediatric Nursing
  • M.Sc Child Health Nursing
  • M.Sc Psychiatric Nursing
  • M.Sc Community Health Nursing.

আরো কিছু কোর্স

BM Birla Heart Research Centre অধীনস্থ মেডিকাল ও প্যারামেডিকালের বিভিন্ন কোর্সও রয়েছে, যা শেখানো হয়। নীচে কোর্সগুলির নাম দেওয়া হল –

মেডিকাল (Medical) কোর্স

মেডিকাল কোর্সের মধ্যে রয়েছে,

  • DNB Cardiology (03 years)
  • DNB Cardio Thoracic Surgery (03 years)
  • FNB Interventional Cardiology (02 years)
  • DNB Cardiac Anaesthesia (03 years)
প্যারামেডিকাল (Paramedical) কোর্স

প্যারামেডিকাল কোর্সের মধ্যে রয়েছে,

  • Diploma in Cathlab Technician [DCLT] (2.5 years)
  • Diploma in Critical Care Technology [DCCT] (2.5 years)
  • Diploma in Perfusion Technology [DPFT] (2.5 years)
  • Diploma in Medical Laboratory Technology [DMLT] (2.5 years)
  • Diploma in ECG Technology (2.5 years)

বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

BM Birla College of Nursing কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

BM Birla Heart Research Centre | CK Birla Hospitals

1, 1, National Library Ave, Alipore

Kolkata, West Bengal, India

PIN: 700027

Contact Details

Phone: 08062136586

Website: ckbirlahospitals.com

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!