Diploma-in-ECE
Streams – Engineering & Architecture | Electronics and Communication Engineering

আমাদের আগের একটি আর্টিকেলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা Diploma in Electronics and Communication Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে ইলেকট্রনিক্সের বিভিন্ন উপাদান (components) যেমন, মাইক্রোপ্রসেসর (microprocessor) বা র‍্যাম (ram) কিভাবে কাজ করে এবং নিজেদের মধ্যে কিভাবে সংযোগস্থাপন করে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়।

একনজরে Diploma Electronics and Communication Engineering কোর্স

কোর্সের নাম
(Name of Course)
Diploma in Electronics and Communication Engineering
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
রাজ্যভিত্তিক -
JEXPO (For West Bengal)
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিপ্লোমা
কোর্সের বিষয়
(Field of Study)
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা (Course duration)তিন বছর (3 years)
কোর্স ফি
(Course fee)
10,000 থেকে 2 লক্ষ

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) পড়ার যোগ্যতা

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পড়ার জন্য নূন্যতম মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ করা আবশ্যক। সাধারণত এই পরীক্ষায় 50% নাম্বার প্রয়োজন হয়।


আরো পড়ুন – ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কোর্স | Electronics and Communication Engineering Course Details

মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পর প্রবেশিকা পরীক্ষা দিয়ে ডিপ্লোমা কলেজগুলিতে ভর্তি হওয়া যায়। অনেক শিক্ষার্থীই উচ্চমাধ্যমিকের পরও প্রবেশিকা পরীক্ষা দিয়ে এই Diploma in Electronics and Communication Engineering কোর্সে ভর্তি হয়।

প্রবেশিকা পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ডাইরেক্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষা – ভারতবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ করতে হয়।

JEXPO

এই প্রবেশিকা পরীক্ষার আয়োজক The West Bengal Joint Entrance Examination Board, প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়। এই প্রবেশিকা পরীক্ষাটি অফলাইন মোডে পরিচালিত হয় এবং MCQ ধরনের প্রশ্ন আসে।

JEXPO-Exam-details
JEXPO পরীক্ষার খুঁটিনাটি

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্সের সময়সীমা কত?

এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের সময়সীমা মোট 3 বছর এবং মোট ছয়টি সেমিস্টার (semester)-এ ভাগ করা থাকে।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশীরভাগ পলিটেকনিক কলেজগুলিতেই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পড়ানো হয়।


আরো পড়ুন – Diploma in Computer Science Engineering | কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
  • Engineering Institute For Junior Executives, Howrah
  • MBC Institute of Engineering and Technology, Burdwan
  • Women’s Polytechnic, Kolkata
  • Women’s Polytechnic, Chandannagar
  • Bengal Institute of Technology, Bardhaman
  • Acharya Jagadish Chandra Bose Polytechnic, North 24 Parganas
  • Jangipur Government Polytechnic, Murshidabad
  • Techno Main, Salt Lake
  • Narula Institute of Technology, Agarpara
  • Guru Nanak Institute of Technology, Kolkata
  • Ramakrishna Mission Shilpapitha, North 24 Parganas ইত্যাদি।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (Diploma) কোর্সে কোন কোন বিষয় পড়তে হয়?

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের পড়ার বিষয়গুলি হল –

  • Calculus and Linear Algebra
  • Engineering Physics
  • Electrical Technology
  • Digital Electronic Circuits
  • Network Theory
  • Digital Communication
  • Analog Communication ইত্যাদি।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা একটি ধারণা দেবার চেষ্টা করলাম।

সরকারী – 10,000 থেকে 1 লাখ টাকা

বেসরকারি – 50,000 থেকে 2 লাখ টাকা

Diploma in Electrical Engineering
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে?

• Electronics Engineering

• Service Engineering

• Communications Engineering

• Desktop Support Engineering

• Electronics Design Engineering

• Network Planning Engineering ইত্যাদি


আরো পড়ুন – Diploma in Mechanical Engineering | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Gas Authority India Ltd (GAIL)
  • Philips Electronics
  • Infosys
  • TCS
  • Wipro
  • Tata motors ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Electronics and Communication Engineering | ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্স

বর্তমানে আমরা সকাল থেকে রাত অবধি নানা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করে থাকি। এই ইলেকট্রনিক্স গ্যাজেট ছাড়া আমাদের জীবনধারণে অসুবিধা হয়। ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি প্রস্তুতিতে যাদের গুরুত্ব অপরিসীম তারাই হলেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ার। দেশে-বিদেশে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তাই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!