BTech-in-ECE
Streams – Engineering & Architecture | Electronics and Communication Engineering

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংকে সংক্ষেপে ECE বলা হয়। ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে সাধারণত ইলেকট্রনিক ডিভাইস এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলির একত্রে কার্যপ্রণালী সেখানো হয়।

ECE হল ইঞ্জিনিয়ারিং শাখার একটি evergreen বিষয়। ইলেকট্রনিক্সের বিভিন্ন উপাদান (components) যেমন, মাইক্রোপ্রসেসর (microprocessor) বা র‍্যাম (ram) কিভাবে কাজ করে এবং নিজেদের মধ্যে কিভাবে সংযোগস্থাপন করে সেটাই হল এই Electronics Communication Engineering এর মূল বিষয়।

একনজরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কোর্স

কোর্সের নাম
(Name of Course)
B.Tech in Electronics and Communication Engineering
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
সর্বভারতীয় - JEE Main or JEE Advanced
রাজ্যভিত্তিক - WBJEE, OJEE etc.
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিগ্রি
কোর্সের বিষয়
(Field of Study)
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা (Course duration)চার বছর (4 years)
কোর্স ফি
(Course fee)
30,000 থেকে 10 লাখ

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্সে ভর্তি কিভাবে হওয়া যায়?

B.Tech এ ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) এবং গণিত (Mathematics) এই তিনটি বিষয় এবং 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।

এরপর প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করে এই কোর্সে ভর্তি হওয়া যায়। কয়েকটি প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে নীচে আলোচনা করা হল –

প্রবেশিকা পরীক্ষা – ভারতবর্ষে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একাধিক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।

সর্বভারতীয় পরীক্ষা

JEE (Main)

ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত National Testing Agency (NTA) প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসে সাধারণত বছরে যে কোনো দুটি সময়ে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার আয়োজন করে। এটি স্নাতক স্তরের BE বা B.Tech এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা। NIT, IIT এবং অন্যান্য Centrally Funded Technical Institutions (CFTI’s) এ ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়।

JEE (Main) Exam details
JEE (Main) পরীক্ষা সম্পর্কে আলোচনা

JEE (Advanced)

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা পাশ করার পর প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেন।

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হয় মূলত IIT কলেজগুলিতে ভর্তির জন্য। এই পরীক্ষা বছরে একবারই হয়। এটিও একটি National Level এর পরীক্ষা।


JEE (Advanced) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Advanced) পরীক্ষা কি?

রাজ্যভিত্তিক পরীক্ষা

WBJEE

পশ্চিমবঙ্গের সমস্ত ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য The West Bengal Joint Entrance Examination Board কর্তৃক আয়োজিত পরীক্ষা হল WBJEE. প্রতি বছর একবারই এই পরীক্ষা হয়।

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা প্রার্থীদের Lateral Entry (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে JELET ) দিয়েই সরাসরি B.Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়। এক্ষেত্রেও ভর্তির ক্ষেত্রে কলেজগুলির কাট অফ মার্ক্স কলেজগুলির উপর নির্ভরশীল।


JELET পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JELET পরীক্ষা কি?

এছাড়াও দেশের কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নম্বরের ভিত্তিতে B.Tech কোর্সে ভর্তি হওয়া যায়।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্সের সময়সীমা কত?

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্সের সময়সীমা 4 বছর এবং কোর্সটি মোট আটটি সেমিস্টারে ভাগ করা হয়।

কোথায় পড়ব ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (B.Tech)?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রায় সব কলেজেই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। ছাত্রছাত্রীরা সারা ভারতে অসংখ্য সরকারী এবং বেসরকারি কলেজের মধ্যে তাদের প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ বেছে নিতে পারবে।

কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
  • Indian Institute of Technology (IIT), Madras
  • National Institute of Technology (NIT), Durgapur
  • University of Calcutta, Kolkata
  • Vellore Institute of Technology (VIT), Vellore
  • JIS College of Engineering, Kolkata
  • Bengal Institute of Technology, Kolkata
  • Netaji Subhash Engineering College (NSEC), Kolkata
  • Guru Nanak Institute of Technology (GNIT), Kolkata
  • Manipal Institute of Technology (MIT), Manipal
  • College of Engineering Pune (COEP) ইত্যাদি

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্সে কি কি পড়ানো হয়?

বি.টেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কোর্সে যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলি হল –

  • Calculus and Linear Algebra
  • Engineering Physics
  • Electrical Technology
  • Digital Electronic Circuits
  • Network Theory
  • Digital Communication
  • Analog Communication
  • Environmental Science Technology and
  • Management ইত্যাদি।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিটেক কলেজের কোর্স ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা শুধুমাত্র একটি ধারণা দেবার চেষ্টা করলাম।

সরকারি – 30,000 থেকে 2 লক্ষ

বেসরকারি – 3 লক্ষ থেকে 10 লক্ষ

Electrical Engineering
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স করে কি ধরণের চাকরী পাওয়া যেতে পারে?

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স করার পর যে যে পেশায় নিযুক্ত হওয়া যায় সেগুলি হল –

  • Electronics Engineering
  • Service Engineering
  • Communications Engineering
  • Desktop Support Engineering
  • Technical Director
  • Electronics Design Engineering
  • Network Planning Engineering ইত্যাদি।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Bharat Heavy Electrical Limited (BHEL)
  • Oil and Natural Gas Corporation (ONGC)
  • Gas Authority India Ltd (GAIL)
  • Philips Electronics
  • DRDO
  • ISRO
  • Infosys
  • TCS
  • Wipro
  • Tata motors ইত্যাদি।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বি.টেক কোর্স করার পর প্রচুর কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থায় এনারা নিযুক্ত হতে পারেন। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

আরো পড়ো – Electronics and Communication Engineering | ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কি?

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!