Information Technology
Category – Engineering & Architecture

B.Tech in Information Technology কোর্স কি?

আমাদের জীবনের সাথে টেকনোলোজি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যে আমরা টেকনোলোজি ছাড়া অচল। আমাদের আশেপাশে আমরা যা কিছু ব্যবহার করি সবই টেকনোলোজি নির্ভর, যেমন – মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, মোটরগাড়ি থেকে গাড়ি ইত্যাদি সবকিছুই টেকনোলোজির বিভিন্ন ব্যবহারিক রূপ।

ইনফরমেশন টেকনোলোজি (IT) হল কম্পিউটার তৈরি, প্রোসেস, ডেটা স্টোর এবং ডেটা বিনিময় ইত্যাদি সম্পর্কিত পড়াশোনা। কম্পিউটার সায়েন্সের একটি অংশ হল ইনফরমেশন টেকনোলোজি।

আধুনিক টেকনোলোজির সবথেকে বড় আবিষ্কার হল ইন্টারনেট। আর এই ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা ক্লিকেই বর্তমানে সারা বিশ্বের সাথে যুক্ত হতে পারি। সারা বিশ্বকে জুড়তে ইনফরমেশন টেকনোলোজির গুরুত্ব তাই অপরিসীম।

ইনফরমেশন টেকনোলোজির (IT) B.Tech কোর্স হল একটি 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্স, যা মূলত কম্পিউটার এবং প্রযুক্তি সম্পর্কিত। B.Tech IT এমন ছাত্রছাত্রীদের জন্য যারা কম্পিউটার সম্পর্কে আগ্রহী এবং কম্পিউটারের বিভিন্ন দিকগুলি সম্পর্কে জানতে চায়৷


আরো পড়ুন – B.Tech in Internet of Things | B.Tech IoT

কিভাবে পড়বো B.Tech in Information Technology কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত এই তিনটি বিষয় নিয়ে এবং 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE Main, JEE Advance, WBJEE, VITEEE, SRM JEE, BITSAT ইত্যাদি। এছাড়াও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।


বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আরো জেনে নিন –

B.Tech in Information Technology কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

এই কোর্সটি বর্তমানে জনপ্রিয় কোর্স, তাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Indian Institute of Engineering Science and Technology, Shibpur, Kolkata
  • Jadavpur University, Kolkata
  • Heritage Institute of Technology, Kolkata
  • Guru Nanak Institute of Technology, Kolkata
  • Government College of Engineering And Ceramic Technology, Kolkata
  • Meghnad Saha Institute Of Technology, Kolkata
  • MCKV Institute of Engineering, Howrah
  • Netaji Subhash Engineering College, Garia
  • Kalyani Government Engineering College, Kalyani
  • JIS College of Engineering, Kalyani
  • Haldia Institute of Technology, Haldia
  • Delhi Technological University, Delhi
  • SRM Institute of Science and Technology, Chennai ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Blockchain Technology Course | ব্লকচেইন টেকনোলজি বিটেক কোর্স

B.Tech in Information Technology কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ভিন্ন হয়। বেসরকারি কলেজের কোর্স ফি সরকারি কলেজের তুলনায় অনেক বেশি হয়। এই কোর্স ফি সাধারণত 30,000 থেকে 10 লাখ টাকা হয়।

B.Tech in Information Technology কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়গুলি সম্পর্কে ধারণা দেওয়া হয় সেগুলি হল –

  • The Dimension of Information Technology
  • Computer Languages
  • Digital Electronics
  • Web Technology
  • Applications of Microprocessor
  • Visual C++ ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Artificial Intelligence and Machine Learning | B.Tech in CSE (AI & ML)

B.Tech in Information Technology কোর্সের ভবিষ্যৎ কেমন?

স্মার্টফোন, ল্যাপটপের যুগে ইনফরমেশন টেকনোলোজিস্ট বা IT ইঞ্জিনিয়ারদের চাহিদা ক্রমবর্ধমান। বিশ্বের উন্নত দেশগুলি মূলত ভারতবর্ষের উন্নয়নশীল দেশগুলি থেকে এই মানব সম্পদের আহরণ করে। তাই দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Tech in Information Technology পড়ে যে ধরনের কাজের সুযোগ রয়েছে –

  • Information Technology Engineer
  • Database Manager
  • Data Security Officer
  • Testing Engineer
  • Software Developer
  • Web Developer and Designer
  • Applications Developer
  • IT Technical Content Developer
  • System Analyst ইত্যাদি।

B.Tech in Information Technology পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

বিভিন্ন সরকারি সংস্থায় এই কোর্সের পর চাকরি করার সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি ব্যাঙ্কেও ইনফরমেশন টেকনোলোজিস্টের প্রয়োজন হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!