B.tech in Internet of Things
Category – Engineering & Architecture

B.Tech in Internet of Things (IoT) কোর্স কি?

বর্তমান জীবনে ইন্টারনেট ছাড়া প্রায় কোনো কাজই সম্ভব নয়। তাই এই ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানার জন্য যে সব কোর্স রয়েছে, তাদের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোর্স ইন্টারনেট অফ থিংস।

ইন্টারনেট অফ থিংস –
• বিভিন্ন বস্তুর নেটওয়ার্ক বর্ণনা করে
• সেন্সর, সফ্টওয়্যার এবং অন্যান্য প্রযুক্তির সাথে সংযোগ স্থাপন করে
• ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য সিস্টেম এবং ডিভাইসের সাথে ডেটা আদান প্রদান করে।

ইন্টারনেট অফ থিংস এমন একটি কোর্স যা কেবল কর্মক্ষেত্রে নয়, কর্মক্ষেত্রের বাইরেও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইন্টারনেট পরিষেবা অক্ষুণ্ণ রাখতে ইন্টারনেট অফ থিংস কোর্সটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এটি একটি 4 বছরের স্নাতক কোর্স। মূলত এই কোর্স করে টেকনোলজি, সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যায়।


আরো পড়ুন – B.Sc in Data-Science | ডেটা সায়েন্স বিএসসি কোর্স

কিভাবে পড়বো B.Tech in IoT কোর্স?

এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE Main, BITSAT, VITEEE, GATE ইত্যাদি। প্রবেশিকা পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়।

B.Tech in IoT কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

B.Tech in IoT কোর্স পড়ানো হয়, এই রকম কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল –

  • Institute of Engineering and Management, Kolkata
  • Heritage Institute of Technology, Kolkata
  • Meghnad Saha Institute of Technology
  • Techno India University
  • Techno International New Town, Kolkata ইত্যাদি।

B.Tech in Internet of Things (IoT) কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়ে থাকে। এই কোর্সের কোর্স ফি সাধারণত 1.5 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত হয়।

B.Tech in Internet of Things কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সটিতে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয়, সেগুলি হল –

  • Analog and Digital Electronics
  • Engineering Design
  • Programming in C and C++
  • Computer Networks
  • Wireless Ad-hoc networks
  • Privacy and security in IoT
  • Data Modeling and Simulation ইত্যাদি।

B.Tech in IoT কোর্সের ভবিষ্যৎ কেমন?

আমরা যে বিশ্বে আছি তা প্রযুক্তি-চালিত। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি বিভিন্ন প্রযুক্তি দিন শুরু হওয়া থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি আমরা ব্যবহার করি এবং প্রয়োজনীয় কাজ হোক বা বিনোদন প্রায় সবক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বর্তমানে ইন্টারনেট অফ থিংস কোর্সটির চাহিদা ক্রমশ বাড়ছে। তাই এই কোর্স করে দেশে-বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে।

B.Tech in Internet of Things (IoT) পড়ে যে ধরনের পদে নিযুক্ত হয়ে থাকেন –

  • IoT Engineer
  • Security Analyst
  • IoT Specialist
  • Internet Security Architect
  • IoT Consultant
  • Security Application Programmer
  • IoT Expert
  • Security Researcherইত্যাদি।

এছাড়াও বিভিন্ন সরকারি সংস্থায় কর্মের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!