B.Tech in Artificial Intelligence and Machine Learning
Category – Engineering & Architecture

B.Tech in Artificial Intelligence and Machine Learning কোর্স কি?

কম্পিউটার সায়েন্সের অধীনস্থ দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML)। এই দুটি বিষয় ইন্টেলিজেন্স সিস্টেম তৈরির জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। AI এবং ML একে অপরের সাথে সম্পর্কিত হলেও এদের কার্যাবলী ভিন্ন। মানুষের চিন্তা করার ক্ষমতা এবং আচরণ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং হল মেশিনগুলিকে AI-এর মাধ্যমে প্রোগ্রাম করা ছাড়া মেশিন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা।

B.Tech in Artificial Intelligence and Machine Learning বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML)-এর বি.টেক কোর্স সাধারণত B.Tech in CSE (AI & ML) এই নামেও পরিচিত। এটি একটি 4 বছরের স্নাতক কোর্স।

কিভাবে পড়বো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML)-এর বি.টেক কোর্স?

এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই কোর্সে প্রবেশিকা পরীক্ষা রয়েছে সেগুলি উত্তীর্ণ করেও ভর্তি হওয়া যায় এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা অনুযায়ী ভর্তি হওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE Main, VITEEE, SRMJEEE, SUAT, LPU NEST ইত্যাদি।

B.Tech in CSE (AI & ML) কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স পড়ানো হয়, নীচে কয়েকটির নাম উল্লেখ করা হল –

  • Meghnad Saha Institute of Technology
  • Bengal Institute Of Technology
  • Heritage Institute of Technology
  • Techno India University
  • Indian Institute Technology
  • SRM Institute of Science & Technology
  • Vellore Institute of Technology
  • Lovely Professional University ইত্যাদি।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML)-এর বি.টেক কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। এই কোর্সের ফি সাধারণত 3.5 লাখ – 10 লাখ টাকা পর্যন্ত হয়।

B.Tech in CSE (AI & ML) কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয় পড়ানো হয় –

  • Programing in C Language
  • Engineering physics
  • Basic Electronics Engineering
  • Application-based programming using Python
  • Web Technologies
  • Data Communication and Computer Networks
  • Algorithms for Intelligent Systems
  • Introduction to Machine Learning
  • Robotics and Intelligent Systems
  • Database Management System
  • Pattern Recognition
  • Computational learning theory ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Internet of Things | B.Tech IoT

B.Tech in Artificial Intelligence and Machine Learning কোর্সের ভবিষ্যৎ কেমন?

আধুনিক দ্রুততার যুগে প্রযুক্তি ছাড়া আমরা অচল। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মক্ষেত্র থেকে ব্যবসা-বাণিজ্য সর্বত্রই উন্নত সফটওয়্যার, টেকনোলোজি ইত্যাদির অবদান অনস্বীকার্য। তাই চাহিদার উপর নির্ভর করে এই কোর্সটি বর্তমানে খুবই জনপ্রিয়। এই কোর্স করে দেশে-বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে।

B.Tech in CSE (AI & ML) পড়ে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায় –

  • Machine Learning Engineer,
  • Research Engineer,
  • Machine Learning Cloud Architect,
  • Data Scientists,
  • Game Programmer,
  • Data Analysts,
  • Robotic Scientist,
  • Data Administrators,
  • Data Architects ইত্যাদি

যে সমস্ত সংস্থা মেশিন লার্নিং প্রার্থীদের নিয়োগ করে, তাদের মধ্যে কিছু কোম্পানির নাম নীচে দেওয়া হল –

  • Microsoft
  • Wipro
  • Amazon
  • Apple
  • Adobe
  • Accenture
  • Google
  • Facebook ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!