ITI Course
Category – Specialized Courses

ITI কি?

ITI এর সম্পূর্ণ নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (Industrial Training Institute)। এটি একটি সরকারি ট্রেনিং অর্গানাইজেশন, যা শিক্ষার্থীদের শিল্প সংক্রান্ত বিষয়ে ধারণা দেয়।

ITI-এর আয়োজক হল ডিরেক্টোরেট-জেনারেল ফর এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং [Directorate-General for Employment and Training (DGET)]

ITI কোর্স কি?

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যে কোর্সগুলি শেখানো হয়, তাই হল ITI Course বা ITI কোর্স। ITI কোর্সের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের শিল্পের জন্য প্রশিক্ষণ দেওয়া, যা তাদের কর্মজীবন প্রস্তুতিতে সাহায্য করবে। ITI কোর্সের সময়সীমা 6 মাস থেকে 2 বছর।

ITI কোর্স দুটি ভাগে বিভক্ত –

  • Engineering trades
  • Non-engineering trades

Engineering trades এর মধ্যে যে কোর্সগুলি রয়েছে, সেগুলি হল –

  • Electrician
  • Network Technician
  • Dental Laboratory Equipment Technician
  • Computer Hardware and Networking
  • Architectural Draughtsmanship
  • Marine Fitter ইত্যাদি।

Non-engineering trades এর কোর্সগুলি হল –

  • Plumber
  • Interior Designing
  • Hair and Skin Care
  • Painter
  • Stenography
  • Call Centre Assistance
  • Marketing Executive
  • Catering and Hospitality Assistants
  • Human Resource Executive ইত্যাদি।

ITI কোর্স পড়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

শিক্ষাগত যোগ্যতা

ITI কোর্স করার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ করা প্রয়োজন। কিছু কোর্সের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ করতে হবে। আবার কিছু কিছু কোর্স পড়ার জন্য 8 শ্রেণী উত্তীর্ণ করেও করা যায়। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় 35-40% নাম্বার থাকা প্রয়োজন।

বয়সের যোগ্যতা

ITI কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি বয়সসীমা রয়েছে, বয়সের নিম্নসীমা হল 14 বছর এবং ঊর্ধ্বসীমা হল 40 বছর।

কিভাবে পড়বো ITI কোর্স?

ITI কোর্সে ভর্তি রাজ্য অনুসারে পরিবর্তিত হয়। কিছু রাজ্যে, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায় এবং কিছু রাজ্যে মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যায়।

দ্বাদশ শ্রেণীর পরে ITI প্রবেশিকা পরীক্ষাতে 100 টি MCQ প্রশ্ন আসে, যার উত্তর তিন ঘন্টার মধ্যে দিতে হয়।

ITI কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

ITI কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষে বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, যেখানে ITI কোর্সগুলি পড়ানো হয়। 2738 টি সরকারি ও 12304 টি বেসরকারি ইনস্টিটিউট রয়েছে।

নীচে কয়েকটি ইনস্টিটিউটের নাম দেওয়া হল –

  • Govt Industrial Training Institute, Purulia
  • Industrial training institute, Mandvi (Surat)
  • Government Industrial Training Institute (Women), Rae Bareli
  • Sharda Industrial Training Institute of Delhi (Private) ইত্যাদি।

ITI কোর্স ফি কত?

ITI কোর্স ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং ট্রেডসের জন্য ভিন্ন হয়ে থাকে। সাধারণত 2,000 থেকে 10,000 টাকা হয়। সরকারি ও বেসরকারি কলেজের ফি ভিন্ন হয়।

ITI কোর্সের ভবিষ্যৎ কেমন?

ITI কোর্স একটি প্রোফেশনাল কোর্স। এই ITI অধীনস্থ কোর্সগুলি করলে চাকরির সুযোগ প্রচুর রয়েছে। দেশ-বিদেশে অনেক সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

ITI কোর্স অনুযায়ী বিভিন্ন পদে কাজের সুযোগ পাওয়া যায়, যেমন – প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ইন্টেরিয়ার ডিজাইনার ইত্যাদি। এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদে কাজের সুযোগ রয়েছে।

ITI কোর্স করার পর শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি সংস্থায় নিযুক্ত হতে পারেন।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!