Block Chain Technology
Category – Engineering & Architecture

B.Tech in Block chain Technology কোর্স কি?

ব্লক চেইন হল একটি ডেটাবেস। ব্লক চেইনের মাধ্যমে বিভিন্ন তথ্য নিরাপদভাবে রক্ষা করা সম্ভব। এটি একটি ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি (DLT) যেখানে বিভিন্ন রেকর্ড জমা করে রাখা হয়, এই রেকর্ডগুলিকে ব্লক বলা হয়। একটি ব্লক সম্পূর্ণ হয়ে গেলে আর একটি নতুন ব্লক তৈরি হয়, আর এই ব্লকগুলিকে একে অপরের সাথে নিরাপদে যুক্ত রাখার জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়। এক একটি ব্লক যুক্ত হয়ে চেইন তৈরি করে, তাকে ব্লক চেইন বলে।

ব্লকচেইন টেকনোলজি কোর্সে, কম্পিউটিং এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

B.Tech in Block chain Technology হল একটি চার বছরের কোর্স, যেখানে ব্লকচেইন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলির উপর ধারণা দেওয়া হয়৷ এই কোর্সটিতে মোট 8টি সেমিস্টার হয়।

কিভাবে পড়বো B.Tech in Block Chain Technology কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন এবং 50% নাম্বার থাকা আবশ্যক। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE Main, SUAT, UPSEE, SAT ইত্যাদি।

কিছু শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – B.Tech in Internet of Things | ইন্টারনেট অফ থিংস বিটেক কোর্স

B.Tech in Block Chain Technology কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটিতে এই কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটির নাম দেওয়া হল –

  • Sharda University
  • Jain University
  • Srinivas University ইত্যাদি।

B.Tech in Block chain Technology কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম হয়। এই কোর্সের ফি সাধারণত 2.5 লাখ থেকে 15 লাখ পর্যন্ত হয়।

B.Tech in Block Chain Technology কোর্সে কি কি পড়তে হয়?

B.Tech in Block Chain Technology কোর্সে যে যে বিষয় পড়ানো হয়, সেগুলি হল –

  • Physics, Chemistry & Math
  • Block Chain Technology
  • Programming language
  • Database Management
  • Fundamentals of Computer & PC Software
  • Basic Software Engineering
  • Mobile Application Development
  • Industry and Manufacturing focused skills ইত্যাদি।

B.Tech in Block chain Technology কোর্সের ভবিষ্যৎ কেমন?

ব্লকচেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ব্যাঙ্ক, হাসপাতাল, সাপ্লাই চেইন, ভোটিং সিস্টেম ইত্যাদিতে তথ্য গোপনীয়তার জন্য ব্লকচেইন প্রচুর পরিমাণে ব্যবহার হয়।

B.Tech in Block Chain Technology পড়ে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায় –

  • Business Analyst Associate
  • Block chain Developer
  • Block chain Business Analyst
  • Block chain Consultant
  • Cryptocurrency Development
  • Block chain Solution Architecture
  • Cryptocurrency Mining Engineering ইত্যাদি।

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Google
  • Microsoft
  • Wipro
  • Reliance Jio
  • Tech Mahindra
  • Amazon
  • Flipkart ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!