btech_in_cse
Streams – Engineering & Architecture | Computer Science

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা B Tech in Computer Science Enigineering (CSE) ভারতবর্ষের একটি জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং কোর্স।

এককথায় বলতে গেলে এটি এমন একটি ইঞ্জিনিয়ারিং কোর্স যেখানে কম্পিউটার সফটওয়্যার (software) এবং হার্ডওয়্যারের (hardware) মেলবন্ধন সংক্রান্ত সমস্ত মূল বিষয়গুলি (fundamentals) শেখানো হয়।

একনজরে B Tech in CSE কোর্স

কোর্সের নাম
(Name of Course)
B Tech in Computer Science
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
সর্বভারতীয় - JEE Main or Advance
রাজ্যভিত্তিক - WBJEE, OJEE etc.
কলেজভিত্তিক - VITEE, BITSAT
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিগ্রি
কোর্সের বিষয়
(Field of Study)
কম্পিউটার সায়েন্স
কোর্সের সময়সীমা (Course duration)চার বছর (4 years)
কোর্স ফি
(Course fee)
10,000 থেকে 15 লক্ষ

B Tech in CSE কোর্সের যোগ্যতা

B Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিকে Physics, Chemistry এবং Mathematics এই তিনটি বিষয় থাকতেই হবে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি, উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপরে কলেজে ভর্তি নির্ভর করে। তবে মোটামুটি কলেজগুলির প্রাপ্য নম্বরের চাহিদা 50%-55% থাকে। কিছু ক্ষেত্রে কলেজগুলি 1st Division বা 60% নম্বরও চায় ।

careerbondhu.com whatsapp channel

প্রবেশিকা পরীক্ষা

ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একধিক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।

সর্বভারতীয় পরীক্ষা

JEE (Main)

ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত National Testing Agency (NTA) প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসে সাধারণত বছরে যে কোন দুটি সময়ে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার আয়োজন করে। এটি স্নাতক স্তরের BE বা B Tech এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা। NIT, IIT এবং অন্যান্য Centrally Funded Technical Institutions (CFTI’s) এ ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়।

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

JEE (Advanced)

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা পাশ করার পর প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেন।

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হয় মূলত IIT কলেজগুলিতে অ্যাডমিশানের জন্য। এই পরীক্ষা বছরে একবারই হয়। এটিও একটি National Level এর পরীক্ষা।

রাজ্যভিত্তিক পরীক্ষা

WBJEE

এটি পশ্চিমবঙ্গের সমস্ত ডিগ্রি ও ইঞ্জিনীয়ারিং কলেজে অ্যাডমিশানের জন্য The West Bengal Joint Entrance Examination Board কর্তৃক আয়োজিত পরীক্ষা। প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়।

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

CSE ডিপ্লোমা করা থাকলে Lateral Entry (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে JELET) দিয়েই সরাসরি B Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়। এক্ষেত্রেও নম্বরের চাহিদা একেকটি কলেজের একেকরকমের থাকে।

কলেজ ভিত্তিক পরীক্ষা

দেশের কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে থাকে। এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পরীক্ষা হল –

VITEE – Vellore Institute of Technology Entrance Exam
BITSAT – Birla Institute of Technology & Science Admission Test
KIITEE – Kalinga Institute of Industrial Technology Entrance Examination

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে B Tech কোর্সে ভর্তি হওয়া যায়।

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বি টেক কোর্সের সময়সীমা কত?

CSE B Tech কোর্সের সময়সীমা মোট 4 বছর। মোট আটটি সেমেসটার থাকে।

computer-science-engineering-course-details
CSE কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

কোথায় পড়ব কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বি টেক কোর্স?

যেহেতু CSE খুবই জনপ্রিয় একটি বিষয় তাই ভারতবর্ষের বেশীরভাগ কলেজগুলিতেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ছাত্রছাত্রীরা সারা ভারতে অসংখ্য সরকারী এবং বেসরকারি কলেজের মধ্যে তাদের পছন্দের কলেজ বেছে নিতে পারে।

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
ভারতবর্ষের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
  • Indian Institute of Technology
  • National Institute of Technology
  • Anna University
  • Vellore Institute of Technology
  • Amrita School of Engineering

careerbondhu.com telegram channel

B Tech in CSE কোর্সে কি কি বিষয়ে পড়ানো হয়?

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বি টেক কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –

  • Introduction to Computer Science and Engineering
  • Fundamentals of Object Oriented Programming
  • Communication Skills
  • Data structure & Algorithms
  • Digital Electronics
  • Operating Systems
  • Design & Analysis of Algorithms
  • Database Management Systems
  • Computer network
  • Computer Graphics & Multimedia
  • Microprocessor & Microcontrollers

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বি টেক কোর্সের ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা শুধুমাত্র একটি ধারণা দেবার চেষ্টা করলাম।

সরকারী – 10,000 থেকে 2 লক্ষ
বেসরকারি – 3 লক্ষ থেকে 15 লক্ষ
careerbondhu.com whatsapp channel

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বি টেক কোর্স করে কি ধরণের চাকরী পাওয়া যেতে পারে?

এই কোর্স করে যে ধরণের কাজের সুযোগ রয়েছে, তা নীচে দেওয়া হল –

  • UI Designer,
  • Programmer,
  • Network administrator,
  • Information system analyst,
  • Computer support specialist,
  • Computer software Engineer,
  • Software Developer,
  • Web Developer

পর্ব সমাপ্ত! আরো পড়ুন → Diploma in CSE


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!