B.Tech mechanical engineering
Streams – Engineering & Architecture | Mechanical Engineering

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভারতবর্ষের একটি জনপ্রিয় কোর্স। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা যার মধ্যে বিভিন্ন যান্ত্রিক বিষয়ের বিশ্লেষণ, রক্ষণাবেক্ষণ এবং সেগুলির ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা সাধারণত তাপগতিবিদ্যা, শক্তি, গতিবিদ্যা এবং মেকানিক্স সম্পর্কিত বিভিন্ন কাজ করেন।

একনজরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স

কোর্সের নাম
(Name of Course)
B.Tech in Mechanical Engineering
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
সর্বভারতীয় - JEE Main or JEE Advanced
রাজ্যভিত্তিক - WBJEE, OJEE etc.
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিগ্রি
কোর্সের বিষয়
(Field of Study)
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা (Course duration)চার বছর (4 years)
কোর্স ফি
(Course fee)
1 লক্ষ থেকে 15 লক্ষ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের যোগ্যতা

B.Tech এ ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিকে Physics, Chemistry এবং Mathematics এই তিনটি বিষয় থাকতেই হবে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পাশাপাশি, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপরে কলেজে ভর্তি নির্ভর করে।

প্রবেশিকা পরীক্ষা

ভারতবর্ষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একাধিক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


সর্বভারতীয় পরীক্ষা

JEE (Main)

ভারত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত National Testing Agency (NTA) প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসে সাধারণত বছরে যে কোন দুটি সময়ে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার আয়োজন করে। এটি স্নাতক স্তরের BE বা B.Tech এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা। NIT, IIT এবং অন্যান্য Centrally Funded Technical Institutions (CFTI’s) এ ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়।


JEE (Main) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Main) পরীক্ষা কি?

JEE (Advanced)

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা পাশ করার পর প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেন।

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হয় মূলত IIT কলেজগুলিতে অ্যাডমিশানের জন্য। এই পরীক্ষা বছরে একবারই হয়। এটিও একটি National Level এর পরীক্ষা।


JEE (Advanced) পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEE (Advanced) পরীক্ষা কি?

রাজ্যভিত্তিক পরীক্ষা

WBJEE

এটি পশ্চিমবঙ্গের সমস্ত ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশানের জন্য The West Bengal Joint Entrance Examination Board কর্তৃক আয়োজিত পরীক্ষা। প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়।


WBJEE পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – WBJEE পরীক্ষা কি?

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা প্রার্থীদের Lateral Entry (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে JELET ) দিয়েই সরাসরি B.Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়। এক্ষেত্রেও ভর্তির ক্ষেত্রে কলেজগুলির কাট অফ মার্ক্স কলেজগুলির উপর নির্ভরশীল।


JELET পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JELET পরীক্ষা কি?

এছাড়াও দেশের কিছু খ্যাতনামা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে থাকে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে B.Tech কোর্সে ভর্তি হওয়া যায়।

careerbondhu.com whatsapp channel

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্সের সময়সীমা কত?

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং B.Tech কোর্সের সময়সীমা 4 বছর এবং মোট আটটি সেমিস্টার থাকে।

কোথায় পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) ?

যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি জনপ্রিয় কোর্স, তাই ভারতের বিভিন্ন কলেজে এই কোর্স পড়ানো হয়ে থাকে। ছাত্রছাত্রীরা সারা ভারতে অসংখ্য সরকারী এবং বেসরকারি কলেজের মধ্যে তাদের পছন্দের কলেজ বেছে নিতে পারে।

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
ভারতবর্ষের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
  • Indian Institute of Technology
  • National Institute of Technology
  • Anna University
  • Vellore Institute of Technology
  • Amrita School of Engineering ইত্যাদি।

careerbondhu.com telegram channel

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্সের পাঠ্য প্রধান বিষয়গুলি

  • Material Science and Engineering
  • Engineering Mechanics
  • Heat Transfer
  • Fluid Mechanics
  • Machine Drawing
  • Fluid Machinery
  • Kinematic Analysis and Synthesis
  • Workshop Practice
  • Manufacturing Processes
  • Applied Mechanics Lab
  • Machining Technology and Metrology
  • Dynamics of Machines
  • Metrology and Metallography Lab
  • Electrohydraulic Control Systems
  • Measurement and Instrumentation
  • Steam Power Plant ইত্যাদি।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক কলেজের কোর্স ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা শুধুমাত্র একটি ধারণা দেবার চেষ্টা করলাম।

সরকারি – 1 লক্ষ থেকে 6 লক্ষ
বেসরকারি – 3 লক্ষ থেকে 15 লক্ষ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স করে কি ধরণের চাকরী পাওয়া যেতে পারে?

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (B.Tech) কোর্স করার পর যে যে প্রোফেশনে কাজ পাওয়া যায় সেগুলি হল –

  • Project Manager,
  • Senior Engineer,
  • Service Engineer,
  • Automotive systems Engineer ইত্যাদি

পর্ব সমাপ্ত! আরো পড়ুন → Diploma in Mechanical Engineering


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!