narula-institute-of-technology
Category – Colleges | Engineering Colleges

জেআইএস গ্রুপ (JIS Group) এডুকেশনাল ইনিশিয়েটিভের অধীনস্থ একটি কলেজ হল নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি (Narula Institute of Technology), যা সংক্ষেপে NiT নামে পরিচিত.

2001 সালে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি প্রাইভেট অর্থাৎ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।

এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT) এবং এর সমস্ত টেকনোলজি কোর্সগুলি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি কোর্সগুলি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।

এই কলেজটি NAAC দ্বারা গ্রেড-A (Grade-A) স্বীকৃতি লাভ করেছে এবং প্রায় 6 বছর ধরে অর্থাৎ 2017 থেকে 2022 অবধি NIRF র‍্যাঙ্কিং-এ রয়েছে। এই বছর কলেজটি NIRF র‍্যাঙ্কিং-এর ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে 201-250 র‍্যাঙ্কে পেয়েছে।

নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কি কি কোর্স পড়ানো হয়?

নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও ডিপ্লোমা (Diploma) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক ডিগ্রি।

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। এই B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –

উপরিক্ত কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিগ্রি।

Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • M.Tech in Computer Science and Engineering (CSE)
  • M.Tech in Civil Engineering (Geotechnical Engineering)
  • M.Tech in Civil Engineering (Structural Engineering)
  • M.Tech in Electronics & Communication Engineering (ECE)
  • M.Tech in Electrical Engineering (Power System).

কম্পিউটার অ্যাপ্লিকেশনের Master of Computer Application (MCA) কোর্স রয়েছে।

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

ডিপ্লোমা (Diploma)

এই কলেজে ইঞ্জিনিয়ারিং এর কিছু বিষয়ে ডিপ্লোমা কোর্স রয়েছে, তা নীচে দেওয়া হল –

ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষা উত্তীর্ণ হতে হয়।

পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। JEXPO পরীক্ষাটি সম্পর্কে জেনে নাও↓

JEXPO-Exam-details
JEXPO পরীক্ষার খুঁটিনাটি

নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।

CEE AMPAI এই প্রবেশিকা পরীক্ষাটি দিয়ে B.Tech, B.Pharm, M.Tech, M.Pharm, MBA ও MCA কোর্সগুলি নিয়ে নির্দিষ্ট কিছু কলেজে ভর্তি হওয়া যায়, এই নির্দিষ্ট কলেজের মধ্যে রয়েছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ।

এছাড়া কিছু রাজ্যভিত্তিক ও জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক করেও এই কলেজে ভর্তি হওয়া যায়। নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –

WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

এছাড়াও B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষা এবং ডিপ্লোমা কোর্সগুলিতে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য VOCLET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ল্যাটেলার এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা ও বি টেক কোর্সের দ্বিতীয়বর্ষে (2nd year) ভর্তি হওয়া যায়।


JELET ও VOCLET প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

JELET প্রবেশিকা পরীক্ষা কি?
VOCLET প্রবেশিকা পরীক্ষা কি?


BBA / BCA কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো প্রবেশিকা পরীক্ষার উল্লেখ নেই, সাধারণত উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায় এই NiT কলেজে।

[ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓]

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

যোগাযোগ

Address

Narula Institute of Technology, Main Building

81, Nilgunj Road, Agarpara

Kolkata, West Bengal, India

PIN: 700109

Contact Details

Phone No :

  • 033-25637777
  • 033-25638888
  • 8902496651
  • 6291977702

E-mail : info@nit.ac.in

Website : www.nit.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!