bengal-college-of-engineering-and-technology
Category – Colleges | Engineering Colleges

2001 সালে এসকেএস এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ট্রাস্টের অধীনে বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজটি প্রতিষ্ঠিত হয়।

দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের সেরা 10টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি হল বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (Bengal College of Engineering and Technology), যাকে সংক্ষেপে বলা হয় BCET, Durgapur.

এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি কোর্সগুলি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।

বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজটি পাঁচবার অর্থাৎ 2012, 2013, 2014, 2016 এবং 2017 সালে “আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট” উপাধি লাভ করেছে। National Entrepreneurship Network (NEN)-এ 2008, 2009 এবং 2010 সালে জাতীয় চ্যাম্পিয়ন (National Champions) হয়েছিল।

বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কি কি কোর্স পড়ানো হয়?

বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক ডিগ্রি।

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। এই B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ ও 45% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

[বিঃ দ্রঃ বিজ্ঞান বিভাগ অর্থাৎ Physics ও Mathematics এই দুটি বিষয়ের সাথে Chemistry / Biology / Computer Science/ Electronics / Information Technology / Informatics Practices / Biotechnology / Technical Vocational Subject/ Agriculture/ Engineering Graphics/ Business Studies/ Entrepreneurship ইত্যাদি বিষয়গুলির মধ্যে একটি থাকা আবশ্যক।]

ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –

উপরিক্ত কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং ইংরাজি বিষয়ে 30% নাম্বার থাকা আবশ্যক।

[বিঃ দ্রঃ বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে BCA কোর্স করার জন্য Maths/ Business Maths/ Statistics/ Computer Science বিষয়গুলির মধ্যে একটি থাকতে হবে।]

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েটের মধ্যে শুধুমাত্র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের Master of Business Administration (MBA) কোর্স রয়েছে। এই কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিষয়ে 45% নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়। কিন্তু BBA কোর্স উত্তীর্ণ করা থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়।

বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

BCET কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।

কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক করতে হয়, তা নীচে দেওয়া হল –

B.Tech কোর্সে ভর্তি

B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা প্রয়োজন।

WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

এছাড়াও B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ল্যাটেলার এন্ট্রির মাধ্যমে বি টেক কোর্সের দ্বিতীয়বর্ষে (2nd year) ভর্তি হওয়া যায়।


JELET প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও – JELET প্রবেশিকা পরীক্ষা কি?

BBA / BCA কোর্সে ভর্তি

BBA / BCA কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিইটি (CET) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

MBA কোর্সে ভর্তি

MBA কোর্সে ভর্তি হওয়ার জন্য MAT বা WB-JEMAT প্রবেশিকা প্রবেশিকা পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হয়।

[ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓]

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

যোগাযোগ

Address

Bengal College of Engineering, Main Building

Shahid Sukumar Banerjee Sarani, Bidhan Nagar

Durgapur, West Bengal, India

PIN: 713 212

Contact Details

Phone No: 0343-2533 186 / 187 /189 /190

E-mail:

  • bcet_dgp@rediffmail.com
  • hr@bcetdgp.ac.in

Website: https://bcetdgp.ac.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!