Category – Colleges | Engineering Colleges
1998 সালে নেতাজী সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ (Netaji Subhash Engineering College) প্রতিষ্ঠিত হয়, যা সংক্ষেপে NSEC নামে পরিচিত। এটি Techno India গ্রুপের অধীনস্থ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ।
এই কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এবং সমস্ত টেকনোলজি কোর্সগুলি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি কোর্সগুলি ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা স্বীকৃত।
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) 2020-তে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং -এর মধ্যে 251-300 র্যাঙ্কে স্থান পেয়েছে। এই কলেজটি NAAC দ্বারা গ্রেড-B (Grade B) স্বীকৃতি লাভ করেছে।
Table of Contents
নেতাজী সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে কি কি কোর্স পড়ানো হয়?
NSEC কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও ডিপ্লোমা (Diploma) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বিটেক (B.Tech), বিএসসি (B.Sc), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক ডিগ্রি ইত্যাদি কোর্স।
Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech in Civil Engineering (CE)
- B.Tech in Electrical Engineering (EE)
- B.Tech in Electronics & Communication Engineering (ECE)
- B.Tech in Bio-Medical Engineering (BME)
- B.Tech in Information Technology (IT)
- B.Tech in Mechanical Engineering (ME)
- B.Tech in Computer Science and Business System (CSBS)
- B.Tech in Computer Science and Engineering (CSE)
- B.Tech in Applied Electronics & Instrumentation Engineering (AEIE)
- B.Tech in Artificial Intelligence and Machine Learning (AIML)
B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর। এই B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
[ভারতবর্ষের যে-কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য JEE (Main) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। পড়ে নাও↓]
বিএসসি (B.Sc), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সগুলির নাম নীচে দেওয়া হল –
- B.Sc in Cyber Security
- B.Sc in Data Science
- Bachelor of Business Administration (BBA)
- Bachelor of Computer Application (BCA).
উপরিক্ত কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech), ম্যানেজমেন্ট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিগ্রি।
Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- M.Tech in Computer Science and Engineering
- M.Tech in Electronics & Communication Engineering
- M.Tech in Control & Instrumentation (Electrical Engineering)
- M.Tech in Power System (Electrical Engineering).
এছাড়াও রয়েছে,
- কম্পিউটার অ্যাপ্লিকেশনের Master of Computer Application (MCA) কোর্স ও
- বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের Master of Business Administration (MBA) কোর্স।
সাধারণত পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্সের সময়সীমা 2 বছর হয়। উপরিক্ত M.Tech ও MBA কোর্স 2 বছরের কিন্তু এই কলেজে MCA কোর্সটি 3 বছরের হয়। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়।
ডিপ্লোমা (Diploma)
এই কলেজে ইঞ্জিনিয়ারিং এর চারটি বিষয়ে ডিপ্লোমা কোর্স রয়েছে, তা নীচে দেওয়া হল –
- Diploma in Electrical Engineering (EE)
- Diploma in Electrical Engineering and Electric Vehicle Technology (EEEVT)
- Diploma in Computer Science and Engineering (CSE)
- Diploma in Civil Engineering (CE)
ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
নেতাজী সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
নেতাজী সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়।
নীচে কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কি যোগ্যতা প্রয়োজন, তা নীচে আলোচনা করা হল –
B.Tech কোর্সে ভর্তি
B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা প্রয়োজন। এছাড়া উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স (Physics) ও ম্যাথামেটিক্স (Mathematics) এর সঙ্গে Chemistry / Biotechnology / Biology / Computer Science / Computer Applications / Technical Vocational ইত্যাদি বিষয়গুলির মধ্যে একটি থাকতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় 45% নাম্বার এবং ইংরাজি বিষয়ে 30% নাম্বার থাকা আবশ্যক।
WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
এছাড়াও B.Tech কোর্সে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ প্রার্থীরা ল্যাটেলার এন্ট্রির মাধ্যমে বি টেক কোর্সের দ্বিতীয়বর্ষে (2nd year) ভর্তি হতে পারবে।
JELET প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও – JELET প্রবেশিকা পরীক্ষা কি?
BCA / BBA / B.Sc কোর্সে ভর্তি
এই NSEC কলেজে BCA / BBA / B.Sc কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। কমন এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় (CET Exam) উত্তীর্ণ হতে হবে।
M.Tech কোর্সে ভর্তি
M.Tech কোর্সের ভর্তি হওয়ার জন্য PGET বা GATE বা সমতুল প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হবে এবং B.Tech/ BE/ M.Sc. ডিগ্রি বা সমতুল কোনো ডিগ্রি 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
MBA / MCA কোর্সে ভর্তি
MBA কোর্সে ভর্তির জন্য JEMAT / CAT বা সমতুল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কোনো বিষয় নিয়ে স্নাতক উত্তীর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।
MCA কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE JECA প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। BCA / Bachelor Degree in Computer Science Engineering / B.Sc / BA / B.Com ইত্যাদি ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে অঙ্ক (Mathematics) বিষয়টি নিয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতক স্তরে 50% নাম্বার প্রয়োজন।
Diploma কোর্সে ভর্তি
Diploma কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও ডিপ্লোমা কোর্সগুলিতে ল্যাটেরাল এন্ট্রি (lateral entry) -এর জন্য VOCLET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
যোগাযোগ
Address
Netaji Subhash Engineering College, Main Building
Technocity, Panchpota, Garia
Kolkata, West Bengal, India
PIN: 700152
Contact Details
Phone No: +91-33-24361285/3333
Fax No: +91-33-24361286
Email: info@nsec.ac.in
Website: www.nsec.ac.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।C