Physician Assistant
Streams – Medicine & Allied Studies

Physician Assistant কাদের বলা হয়?

Physician Assistant (ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট) সম্পর্কে বলার আগে Physician (ফিজিশিয়ান) সম্পর্কে জেনে নাও।

Physician (ফিজিশিয়ান)

ফিজিশিয়ান (Physician)-এর মানে বা বাংলা অর্থ ডাক্তার (Doctor)। ফিজিশিয়ান হলেন এমন একজন ডাক্তার বা চিকিৎসক যিনি সাধারণত রোগীদের চিকিৎসা করেন পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধের সাহায্যে নন-সার্জিকালভাবে অর্থাৎ সার্জারি ছাড়া।

Physician Assistant (ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট)

ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হলেন এমন একজন ব্যক্তি যারা চিকিৎসকের অধীনে বা স্বাধীনভাবে স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের জন্য কাজ করেন। এককথায় বলতে গেলে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হল একজন চিকিৎসক সহকারী। “চিকিৎসকের সহকারী (Physician’s assistants)” নয়, তারা চিকিৎসক সহকারী (Physician Assistants)।

ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের কাজ কি?

ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের দায়িত্বের মধ্যে রয়েছে রোগ নির্ণয় এবং চিকিৎসকের সহযোগিতায় বা স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা ও ওষুধ দেওয়া। রোগীদের রোগ নিরাময় এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টরা কিছু কিছু রোগীদের ওষুধ প্রেসক্রাইব করতে পারেন।

ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আর ডাক্তারের মধ্যে পার্থক্য কি? 

একজন ডাক্তার স্বাধীনভাবে কাজ করতে পারেন, কিন্তু একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট স্বাধীনভাবে কাজ করতে পারলেও তাকে প্রয়োজনে একজন ডাক্তারের অধীনে কাজ করতে হয়। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টরা অস্ত্রোপচার করতে পারে না কিন্তু ডাক্তার পারে, তবে তারা প্রক্রিয়া চলাকালীন ডাক্তারকে সহায়তা করতে পারে।

একজন ডাক্তার এবং একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট উভয়েই রোগীর চিকিৎসার পরিকল্পনা তৈরি করতে পারেন।


আরো পড়ুন – ডাক্তার হবেন কিভাবে? | MBBS কি? | MBBS Course

Physician Assistant হওয়ার জন্য কি কি কোর্স রয়েছে?

  • B.Sc in Physician Assistant
  • M.Sc. in Physician Assistant

আমাদের এই আর্টিকেলে আমরা B.Sc in Physician Assistant কোর্স সম্পর্কে আলোচনা করবো।

B.Sc in Physician Assistant

B.Sc in Physician Assistant কোর্স হল একটি তিন বছরের (3 Years) স্নাতক কোর্স। এই কোর্সটি রোগীদের মেডিকেল রেকর্ড সংগ্রহ, তাদের পরীক্ষা করা এবং উপযুক্ত থেরাপি এবং ওষুধ প্রদান ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

কিভাবে পড়বো ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স?

ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স পড়ার জন্য জীববিদ্যা (Biology), পদার্থবিদ্যা (Physics) ও রসায়নবিদ্যা (Chemistry) বিষয় তিনটি এবং 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এই কোর্স ভর্তি হওয়ার জন্য জাতীয়স্তরের প্রবেশিকা পরীক্ষা Physician Assistant National Certifying Exam (PANCE)-এ উত্তীর্ণ হতে হয়, অর্থাৎ র‍্যাঙ্ক করতে হয়। র‍্যাঙ্ক অনুযায়ী ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়।

আবার কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন নেয়।


আরো পড়ুন – B.Sc in Cardiac Technology | কার্ডিয়াক টেকনোলোজির বি.এসসি কোর্স

ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই কোর্স পড়ানো হয়, নীচে কয়েকটি বিখ্যাত কলেজের নাম দেওয়া হল –

  • West Bengal University of Health Sciences (WBUHS) Kolkata
  • Brainware University, Kolkata
  • Haldia Institute of Health Sciences (HIHS), Haldia
  • College of Paramedical and Allied Health Sciences WBUHS, Nadia
  • P.G.Institute of Medical Sciences, Paschim Medinipur
  • Desun Academy (Desun Hospital), Kolkata
  • Nil Ratan Sircar Medical College & Hospital, Kolkata
  • Dr MGR Educational and Research Institute, Chennai
  • Srinivas University, Mangalore ইত্যাদি।

আরো পড়ুন – Diploma in Dialysis Techniques | ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স

ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় অনেক কম হয়। ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সের ফি সাধারণত 20,000 টাকা থেকে 5 লাখ টাকা বা তার বেশি হতে পারে।

Physician Assistant কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Introduction to Surgery
  • Introduction to Psychology
  • Introduction to Medicine
  • Introduction to Computers
  • Cell and Molecular Biology
  • Pathophysiology
  • Pharmacology
  • Gastroenterology
  • Clinical Microbiology
  • Nutrition and Dietetics
  • Paediatrics and Geriatrics ইত্যাদি।

আরো পড়ুন – Diploma in Physiotherapy | ফিজিওথেরাপির ডিপ্লোমা কোর্স

ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সের ভবিষ্যৎ কেমন?

স্বাস্থ্য বা চিকিৎসা পরিষেবায় যেমন ডাক্তার প্রয়োজন, তেমনই ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্টদের প্রয়োজনও রয়েছে। ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট পড়ুয়াদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এনারা দেশে-বিদেশে নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারে, কারণ দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে।

একজন ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ক্লিনিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সংস্থায় নিযুক্ত হতে পারে।

ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়,

  • Medical Assistant
  • Ortho Physician Assistant
  • Drug Safety Associate
  • Dietician
  • Patient Care Technician
  • Personal Health Facilitator
  • Professor ইত্যাদি।

আরো পড়ুন – Dietician as Profession | কিভাবে ডায়েটিশিয়ান হওয়া যায়?

ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!