Dialysis Techniques
Streams – Medicine & Allied Studies

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা (Diploma in Dialysis Techniques) কোর্স কি?

ডায়ালিসিস হল একটি জৈবিক প্রক্রিয়া। মানুষের কিডনি থেকে রক্ত ​​পরিশোধন এবং অতিরিক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন করাই হল ডায়ালিসিস। কিডনির সমস্যাজনিত যে সমস্ত রোগীদের দেহে এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ হয় না তাদের বাইরে থেকে মেশিনের সাহায্যে এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হয়। এই কাজ যারা করেন তারা ডায়ালিসিস টেকনিশিয়ান

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্সটি 2 বছরের একটি কোর্স।

কিভাবে পড়বো ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স?

এই কোর্সে ভর্তির জন্য নূন্যতম উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 40-60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নাম্বারের মাত্রা ভিন্ন হয়ে থাকে। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) বিষয় দুটি এবং তার সাথে জীববিদ্যা (Biology) বা গণিত (Mathematics)-এর মধ্যে একটি বা দুটি বিষয় থাকতে হবে।

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্সে নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়, আবার কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল ICET, DAVV CET, IIMC, CEE AMPAI, DUCET ইত্যাদি।


আরো পড়ুন – Diploma in Radiology Therapy Course

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্সটি পড়ানো হয়। নীচে কয়েকটির নাম দেওয়া হল –

  • IPGME&R, Kolkata
  • Kingston College of Science, Kolkata
  • NIMS University
  • NRI Medical College
  • Srivenkateshwaraa Group of Institutions ইত্যাদি।

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়ে থাকে। যেমন- সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স ফি সাধারণত 15,000 থেকে 2 লাখ অবধি বা তার বেশি হতে পারে।

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Human Anatomy and Physiology
  • Digestive System
  • Reproductive System
  • Patient Care Management
  • Functioning of Kidneys
  • Pharmacology
  • Dialysis: Procedure and Result
  • Liver Diseases and Causes of Malfunction
  • Anticoagulation ইত্যাদি

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা (Diploma in Dialysis Techniques) কোর্সের ভবিষ্যৎ কেমন?

চিকিৎসা ক্ষেত্রের ব্যপ্তি ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য পরিকাঠামোকে দৃঢ় করতে বহু স্বাস্থ্যকর্মীর প্রয়োজন, তাদের মধ্যে এই ডায়ালিসিস টেকনিশিয়ানরা অন্যতম। তাই বর্তমানে এই কোর্সটি একটি জনপ্রিয় ও পেশাদার কোর্স হিসাবে পরিচিত। এই কোর্স পড়ে বিভিন্ন হাসপাতালে, ল্যাবটারীতে প্রচুর কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশেও সর্বত্রই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, তা হল –

  • ডায়ালিসিস টেকনিশিয়ান (Dialysis Technician)
  • মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Medical Assistant)
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant)
  • স্কিল ট্রেনার (Skill Trainer)
  • ইউনিট সুপারভাইসার (Unit Supervisor)
  • ইকুইপমেন্ট অপারেটর (Equipment Operator) ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!