Photography
Category – Media Studies

ফটোগ্রাফি কোর্স কি?

ফটো অর্থাৎ ছবি এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। বর্তমানে স্মার্টফোনের দৌলতে আমরা প্রায় সকলেই বিভিন্ন ফটো তুলি। স্মৃতিকে জীবন্ত রাখতে নতুন কোনো জায়গা, কোনো সুন্দর ফুল বা নিজের পরিচিতদের ছবি আমরা তুলে থাকি।

সৌন্দর্যবোধ, সৃজনশীলতা ইত্যাদি নান্দনিক বিষয়ে আগ্রহ বা ভালোবাসা থাকলে এবং মুহূর্তবন্দীর নেশায় যদি আপনি আকৃষ্ট হন তাহলে অবশ্যই আপনি ফটোগ্রাফিকে আপনার পেশা হিসাবে বেছে নিতে পারেন।

ফটোগ্রাফি অর্থাৎ আলোকচিত্ৰবিদ্যা। ছবি ও ভিডিও শ্যুট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয় ফটোগ্রাফি কোর্সে।

ফটোগ্রাফির বিভিন্ন কোর্স হয়। আমরা এই আর্টিকেলে ফটোগ্রাফির সার্টিফিকেশন কোর্স সম্পর্কে আলোচনা করবো। এই কোর্সের মাধ্যমে স্টিল ফটো ও ভিডিও করার বিভিন্ন টেকনিক ও আলোকবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

এই কোর্সের সময়সীমা হল 6 মাস থেকে 1 বছর। বিভিন্ন প্রতিষ্ঠানে এই কোর্সের সময়সীমা ভিন্ন হয়।


আরো পড়ুন – Animation Course কি?

কিভাবে পড়বো ফটোগ্রাফি কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আরো একটি বিষয় লক্ষণীয় এই কোর্স পড়ার জন্য অবশ্যই আপনার কাছে DSLR ক্যামেরা থাকা প্রয়োজন এবং তা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

বর্তমানে এটি একটি জনপ্রিয় কোর্স হওয়ায়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ইন্সটিটিউটে এই কোর্স শেখানো হয়।

ফটোগ্রাফি কোর্স ফি কত?

বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। এই কোর্সের ফি সাধারণত 40000-50000 হয়।

ফটোগ্রাফি কোর্সে কি কি শেখানো হয়?

ফটোগ্রাফি কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • ফটোগ্রাফি ও ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জ্ঞান
  • ফটো তোলা ও ভিডিও শ্যুট করার বিভিন্ন কৌশল
  • DSLR ক্যামেরা সম্পর্কে বোঝা ও তার সঠিক ব্যবহার
  • আলোক বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি
  • ফটো এডিটিং করা ইত্যাদি।

ফটোগ্রাফি কোর্সের ভবিষ্যৎ কেমন?

ফটোগ্রাফি কোর্স বর্তমানে একটি ভীষণ জনপ্রিয় কোর্স। স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার আধুনিক উপায় ফটোগ্রাফি।

শুধুমাত্র মুহূর্তবন্দীই নয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, প্রকৃতির সৌন্দর্যের বাণিজ্যিকিকরণ, মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যম, মডেলিং, বিজ্ঞাপনী সংস্থা, ফটোব্লগিং ইত্যাদি ক্ষেত্রে ফটোগ্রাফারদের ভূমিকা অনস্বীকার্য।

এই ফটোগ্রাফি কোর্স করে দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে নিজস্ব স্টুডিও তৈরি করা যায়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!