Whats is Share Market
Category – Specialized Courses

শেয়ার মার্কেট (Share Market) কি?

Share Market সম্পর্কে জানার আগে শেয়ার (Share) বিষয়টি কি তা আমাদের জানতে হবে। বিভিন্ন বড় বড় কোম্পানি যখন ব্যবসা করে তখন সেই ব্যবসায় প্রচুর মূলধন প্রয়োজন হয়। অনেকসময় ব্যবসার মূল মালিক এই মূলধনের সবটাই যে নিজে দেবেন এমনটা হয় না।

বহুক্ষেত্রে দেখা যায়, মালিকানা স্বত্বটির বড় অংশটি (51%) নিজের হাতে রেখে বাকি অংশটিকে ছোটো ছোটো আকারে ভাগ করে তার নির্দিষ্ট দাম নির্ধারণ করে মালিকপক্ষ খোলা বাজারে বিক্রি করেন। এই সমস্ত ছোটো ছোটো মালিকানা স্বত্বই হল শেয়ার এবং যারা এই মালিকানা স্বত্বগুলি কেনেন তারা হয়ে ওঠেন ঐ নির্দিষ্ট কোম্পানির মূলধন বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার (Share Holder)

Stock Market বা Share Market হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানির শেয়ার কেনেন এবং বিক্রি করেন। ভারতবর্ষে প্রধানত BSE এবং NSE দ্বারা শেয়ার মার্কেট পরিচালিত হয়।

শেয়ার মার্কেটে বিনিয়োগ অবশ্যই ঝুঁকিসম্পন্ন। যে কোম্পানির শেয়ার ক্রেতা কিনবেন সেই কোম্পানি ব্যবসায় লাভ করলে সেই লাভের ভাগ সব শেয়ার হোল্ডাররাই পান। আবার অপরদিকে সেই কোম্পানির আর্থিক ক্ষতি হলে শেয়ার হোল্ডারদের সেই ক্ষতিরও অংশীদার হতে হয়।

বাড়ি বসে অর্থ উপার্জনের একটি দারুণ উপায় শেয়ার মার্কেটে বিনিয়োগ করা। তবে শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভবান হতে গেলে প্রয়োজন, শেয়ার বাজার সম্পর্কে সঠিক ধারণা। আর এই বিষয়ে যারা আগ্রহী এবং নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তাদের জন্য রয়েছে, Share বা Stock Market সার্টিফিকেট কোর্স


আরো পড়ুন –What is Tally Course | ট্যালি কোর্স কি?

শেয়ার মার্কেট কোর্স কি?

Stock Market সার্টিফিকেট কোর্স খুবই স্বল্পসময় করা যায়। সময়সীমা 6 মাস থেকে 1 বছর। এই কোর্সে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মূল বিষয়গুলির সম্পর্কে এবং Stock Market বা Share Market-এর বিভিন্ন বিষয়ে ধারণা দেয়।

কিভাবে পড়বো Share Market সার্টিফিকেট কোর্স?

এই সার্টিফিকেট কোর্স পড়ার জন্য যে কোনো বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক (10+2) বা স্নাতক উত্তীর্ণ হতে হয়।

এই সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন করলে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

Stock Market-এর সার্টিফিকেট কোর্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানো হয়, বিখ্যাত একটি ইনস্টিটিউট হল Institute of Financial Market Courses.


আরো পড়ুন –What is GST Course | GST কোর্স কি?

Stock Market-এর সার্টিফিকেট কোর্স ফি কত?

এই কোর্সের ফি সাধারণত 10,000 থেকে 30,000 টাকা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়।

এই কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয়, তা 1000 – 2000 টাকা হয়।

Share Market-এর সার্টিফিকেট কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Stock Market Operations
  • Equity Research
  • Financial Institutions and Markets
  • Financial Analysis And Reporting
  • Derivatives and Risk Management
  • Technical Analysis
  • Treasury Management ইত্যাদি।

আরো পড়ুন –What is Banking & Finance Course | ব্যাঙ্কিং ও ফিন্যান্স কোর্স কি?

শেয়ার মার্কেটের সার্টিফিকেট কোর্সের ভবিষ্যৎ কেমন?

শেয়ার মার্কেটের বিপুল চাহিদার কথা মাথায় রেখে আমরা বলতে পারি, শেয়ার মার্কেটই বিনিয়োগের ভবিষ্যৎ। এই কোর্স করে সঠিকভাবে শেয়ার মার্কেটের খুঁটিনাটি ভালভাবে বুঝে নিয়ে বিনিয়োগ শুরু করলে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল।

Research analyst, Stock analyst হিসাবে বিভিন্ন সংস্থায় যুক্ত হতে পারেন। যেমন –

  • Indian and International broking houses,
  • Asset Management companies,
  • Banks,
  • Mutual Funds,
  • Pension Fund Companies,
  • Research institutes ইত্যাদি।

এছাড়া অভিজ্ঞতা সঞ্চয় করে নিজের ব্যবসাও শুরু করতে পারেন।


আরো পড়ুন – ITI Courses

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!