GST Course
Category – Specialized Courses

GST কি?

GST এর সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full Form) হল Goods and Services Tax. বিভিন্ন ধরনের ট্যাক্স (Tax) রয়েছে, তার মধ্যে একটি হল GST, যা বিভিন্ন দ্রব্য ও পরিষেবার উপর ধার্য করা হয়েছে।

GST-এর সার্টিফিকেট কোর্স রয়েছে, যার মাধ্যমে GST সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কোর্সের সময়সীমা 3 মাস থেকে 1 বছর। শিক্ষাপ্রতিষ্ঠানের উপর কোর্সের সময়সীমা নির্ভর করে।


আরো পড়ুন –What is Tally Course | ট্যালি কোর্স কি?

কিভাবে পড়বো GST-এর সার্টিফিকেট কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য নূন্যতম উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

এই কোর্সে ডাইরেক্ট অ্যাডিমিশন হয়। এর জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না।

GST-এর সার্টিফিকেট কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

GST-এর সার্টিফিকেট কোর্স বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানো হয়, নীচে কিছু নাম দেওয়া হল –

  • George Telegraph Institute of Accounts
  • Tally Academy Barasat
  • ICA Edu Skills
  • Technoplus Computer Education
  • National Youth Computer Training Academy ইত্যাদি।

আরো পড়ুন – ITI Courses

GST-এর সার্টিফিকেট কোর্সের ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। এই কোর্সের ফি সাধারণত 2,000 – 10,000 টাকা হয়।

GST-এর সার্টিফিকেট কোর্সে কি কি পড়তে হয়?

GST-এর সার্টিফিকেট কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • GST Payment
  • Transitional problems
  • GST Refund
  • GST Time & Place of Supply
  • GST Penalties
  • Input Tax Credit
  • GST Returns
  • GST Assessment
  • GST Registration ইত্যাদি।

আরো পড়ুন –Certificate Course of Web Development

GST-এর সার্টিফিকেট কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে GST-এর সার্টিফিকেট কোর্স একটি বিখ্যাত কোর্স। এই কোর্স করার পর ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। GST-এর সার্টিফিকেট কোর্স করে বিভিন্ন পণ্য ও পরিষেবার কর সংক্রান্ত বিভিন্ন কাজের প্রচুর সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!