Tally course
Category – Specialized Courses

Tally কি?

Tally-এর সম্পূর্ণ নাম হল – Transactions Allowed in Linear Line Yards. 1986 সালে গোয়েঙ্কাস (Goenkas) Tally সফটওয়্যারটি তৈরি করেছিলেন। এটি একটি কমার্শিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যার, যার সাহায্যে ব্যবসার অ্যাকাউন্টিং সম্পর্কিত কাজকর্ম বিস্তারিত এবং পদ্ধতিগতভাবে পরিচালনা করা যায়। এই সফটওয়্যারটি একটি বিখ্যাত অ্যাকাউন্টিং সফটওয়্যার যা ছোটো-বড়ো সকল কোম্পানিতে ব্যবহার করা হয়।

Tally শেখার জন্য দুটি কোর্স রয়েছে, Diploma ও Certificate. দুটি কোর্সই স্বল্প সময়ের, সাধারণত 2 মাস থেকে 1 বছরের কোর্স হয়। কোর্সগুলি অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই করা যায়।


আরো পড়ুন – Certificate Course of Ethical Hacker

কিভাবে পড়বো Tally কোর্স?

Diploma ও Certificate উভয় কোর্সে ভর্তি হওয়ার জন্য নূন্যতম উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কমার্স স্ট্রিম থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায় কিন্তু সব স্ট্রিম থেকেই এই কোর্স করা যায়।

এই কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – Certificate Course of Tourism Studies

Tally কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

বিভিন্ন ইনস্টিটিউটে Tally কোর্স শেখানো হয়, নীচে কয়েকটি বিখ্যাত ইনস্টিটিউটের নাম দেওয়া হল –

  • National Institute of Electronics & Information Technology (NIELIT),
  • Indian Institute of Skill Development Training,
  • Aptech Computer Training,
  • Swami Swatantranand Memorial College,
  • The Institute of Computer Accountants,
  • HK Computer Training Institute,
  • DiSHA Computer Institute ইত্যাদি।

আরো পড়ুন –Certificate Course of Web Development

Tally কোর্সের ফি কত?

বিভিন্ন ইনস্টিটিউটের কোর্স ফি ভিন্ন হয়। Tally কোর্সের ফি সাধারণত 4000 থেকে 10,000 টাকা

Tally কোর্সে কি কি পড়তে হয়?

Tally কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Accounting & Inventory Management
  • Fundamentals of Accounts & Inventory
  • Advanced Taxation
  • Service Tax Excise & Advanced features
  • Banking interest calculation ইত্যাদি।

আরো পড়ুন – ITI Courses

Tally কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে ট্যালি (Tally) কোর্স খুবই বিখ্যাত। এই কোর্স করে ভবিষ্যৎ গড়ে তোলার প্রচুর সুযোগ রয়েছে। আগেই বলা হয়েছে যে এই সফটওয়্যার ছোটো-বড় সকল কোম্পানিতে ব্যবহৃত হয়, সুতরাং ছোটো-বড় সকল কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে। এছাড়া ব্যাঙ্কেও কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র দেশে নয় বিদেশেও কাজের সুযোগ রয়েছে, তাই এই কোর্স করা প্রার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল।

Tally কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Tally Operator
  • Accounts Executive
  • Tally Junior Accountant
  • Financial Tally Analyst
  • Tax Accountant
  • Service Coordinate with Tally ইত্যাদি।

আরো পড়ুন – Retail Sales Associate | রিটেল সেলস অ্যাসোসিয়েট

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Accenture
  • Reliance Industries Limited
  • Flipkart
  • Amazon
  • EKart Logistics
  • Capgemini
  • IBM India
  • Infosys BPM ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!