cyber law courses
Streams – Law & Legal Studies

বর্তমান যুগ টেকনোলোজির যুগ। এই টেকনোলোজির একটি বিরাট অংশ হল ইন্টারনেট। ইন্টারনেটের যেমন সুপ্রভাব রয়েছে সেরকমই এর কুপ্রভাবও রয়েছে। বর্তমানে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন রকমের অপরাধ সংঘটিত হয়, যেমন – সাইবার স্ক্যাম, সাইবার বুলিং, ডেটা চুরি ইত্যাদি। এই সব অপরাধকে সাইবার ক্রাইম (Cyber Crime) বলা হয়। সব অপরাধের যেমন আইন (Law) রয়েছে, সেরকমই সাইবার ক্রাইমের জন্য সাইবার আইন (Cyber Law) রয়েছে। Cyber Law সম্পর্কে নীচে আলোচনা করা হল।

Cyber Law কি?

যে আইনে Cyber Crime-এর বিভিন্ন ধারা, শাস্তি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাই হল Cyber Law. এই Cyber Law-কে Information Technology Law বলা হয়। 2000 সালে ভারত সরকার সাইবার ক্রাইম রোধ করার জন্য এই ইনফরমেশন টেকনোলোজি অ্যাক্ট চালু করেন।

সাইবার ল (Cyber Law) নিয়ে যারা পড়াশোনা করে একে পেশা হিসাবে নেন, তাদের সাইবার ল-ইয়ার (Cyber Lawyer) বলা হয়।

Cyber Law-এর দুটি ডিপ্লোমা কোর্স রয়েছে,

  • Diploma in Cyber Law
  • PG Diploma in Cyber Law

এছাড়াও BA LLB with Cyber Law Specialisation কোর্সও হয়।

ডিপ্লোমা কোর্স দুটির সময়সীমা হল 1 বছর। PG Diploma in Cyber Law কোর্সে ভর্তি হওয়ার জন্য LLB/BA LLB কোর্স উত্তীর্ণ হতে হয়।


LLB কোর্স সম্পর্কে আরো পড়ুন – LLB কোর্স কি?

নীচে Diploma in Cyber Law কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

কিভাবে পড়বো Diploma in Cyber Law কোর্স?

Diploma in Cyber Law কোর্স ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

[কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে থাকে।]

এই কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, আবার কিছু কলেজে ভর্তি হওয়ার জন্য জাতীয়স্তরের পরীক্ষা CLAT-এ উত্তীর্ণ হতে হয়। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, সেক্ষেত্রে তা উত্তীর্ণ হতে হয়।

Diploma in Cyber Law কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

বর্তমানে Cyber Crime এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, Cyber Law কোর্সের গুরুত্ব বেড়েছে। তাই ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Kingston School Of Management And Science, Kolkata, Kolkata
  • Government Law College (GLC) Mumbai
  • Chhatrapati Shivaji Maharaj University, Navi Mumbai
  • Manikchand Pahade Law College, Aurangabad
  • Modern Law College, Pune
  • New Law College, Pune
  • Marathwada Mitra Mandal’s Shankarrao Chavan Law College, Pune
  • CT University, Ludhiana
  • Govindrao Wanjari College of Law, Nagpur
  • Ismailsaheb Mulla Law College, Satara
  • Mangalayatan University, Jabalpur
  • N B Thakur Law College, Nashik
  • Oriental School of Law, Indore
  • School of Law, CT University, Ludhiana
  • School of Legal Studies, LNCT University, Bhopal
  • Sri Jagadguru Renukacharya College of Law, Bangalore ইত্যাদি।

সাইবার ল ডিপ্লোমা কোর্সের ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজে কোর্স ফি কম হয়। Diploma in Cyber Law কোর্সের ফি সাধারণত 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়।

Diploma in Cyber Law কোর্সে কি কি পড়তে হয়?

Diploma in Cyber Law কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Information Technology Act, 2000
  • Cybercrime Law in India
  • Regulation of Cyber Crimes
  • Digital Signatures
  • Copyright Issues
  • Intellectual Property Rights
  • International Legal Regime
  • E-commerce
  • Trademark Issues ইত্যাদি।

সাইবার ল ডিপ্লোমা কোর্সের ভবিষ্যৎ কেমন?

আগেই বলা হয়েছে যে, বর্তমানে ইন্টারনেটের কারণে আমাদের জীবনযাত্রা যেমন অনেক সহজ হয়েছে তেমনই তার সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এরই ফাঁদে পা দিয়ে বহু মানুষ ভয়ঙ্কর বিপদে পড়ছেন। তাই অপরাধীদের ধরার জন্য এবং সাইবার ক্রাইমগুলি রোধ করার জন্য দরকার সাইবার ল-ইয়ারদের। তাই এই পেশার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তারই সাথে এই কোর্স একটি জনপ্রিয় কোর্স হয়ে উঠেছে।

শুধুমাত্র অপরাধীদের ধরার জন্যই নয়, ডেটা সুরক্ষিত রাখার জন্যও প্রয়োজন হয় Cyber Law কোর্স করা পড়ুয়াদের। আধুনিক যুগ পুরোটাই ডিজিটাল তাই প্রত্যেক ছোটো-বড় কোম্পানির ডেটা সঞ্চয় হয় কম্পিউটার/ল্যাপটপে, তাই প্রত্যেক কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে কাজের সুযোগ থাকায় এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

Diploma in Cyber Law কোর্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, তা হল –

  • Cyber Lawyer
  • Cyber Advisor
  • Cyber Consultant
  • Cyber Legal Advisor
  • Security Auditor
  • Network Administrator ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!