B.sc in Cardiac Technology
Streams – Medicine & Allied Studies

B.Sc in Cardiac Technology কোর্স কি?

কার্ডিয়াক টেকনোলোজি (Cardiac Technology) হল হৃৎপিণ্ডের কার্যকারিতা সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা। কার্ডিয়াক টেকনোলোজি কোর্সে যারা সফলভাবে উত্তীর্ণ হন, তাদের কার্ডিয়াক টেকনোলজিস্ট বলা হয়। এই বিশেষজ্ঞরা, ডাক্তারদের সাথে হৃদরোগের চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাহায্য করেন।

B.Sc in Cardiac Technology কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 3-4 বছর।


আরো পড়ুন – Diploma in Dialysis Techniques | ডায়ালিসিস টেকনিকস ডিপ্লোমা কোর্স

কিভাবে পড়বো B.Sc in Cardiac Technology কোর্স?

বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই B.Sc in Cardiac Technology কোর্সে ভর্তি হওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী ভর্তি নেয়, তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • NEET
  • AIIMS
  • SSSUTMS Entrance Exam ইত্যাদি।

B.Sc in Cardiac Technology কোর্সটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়।


আরো পড়ুন – Diploma in Physiotherapy | ফিজিওথেরাপির ডিপ্লোমা কোর্স

B.Sc in Cardiac Technology কোর্স ফি কত?

বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স বেসরকারি কলেজের তুলনায় অনেকটাই কম। সাধারণত এই কোর্সের ফি 20,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হয়।

B.Sc in Cardiac Technology কোর্সে কি কি পড়তে হয়?

B.Sc in Cardiac Technology কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Biochemistry
  • Pathology
  • Pharmacology
  • Physiology
  • Microbiology
  • Human Anatomy
  • Medicine Relevant Cardiac Care
  • Cardiac Care Technology ইত্যাদি।

এই কোর্সে থিয়োরির থেকে বেশি প্র্যাক্টিকাল বিষয়ে জোর দেওয়া হয়।


আরো পড়ুন – BMLT | ব্যাচেলার ইন মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি

B.Sc in Cardiac Technology কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নতির সাথে সাথে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, আর সেই সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রোগ নির্ধারণ ও তা নিরাময়ের জন্য প্রয়োজন এই টেকনোলজিস্টদের।

বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বিপুল। হৃদরোগ নিরাময়ের জন্য প্রয়োজন সু-চিকিৎসার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবস্থা । হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট ব্যবহারের জন্য প্রয়োজন কার্ডিয়াক টেকনোলজিস্টদের। দেশে-বিদেশে সব জায়গাতেই কাজের সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

এই কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –

  • Cardiovascular Technologist
  • Cardiologist ইত্যাদি।

আরো পড়ুন – রেডিওলজি থেরাপি ডিপ্লোমা | Diploma in Radiology Therapy

B.Sc in Cardiac Technology কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, B.Sc in Cardiac Technology কোর্স করে অবশ্যই সরকারি চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এই কোর্স পড়ুয়াদের নিয়োগ করে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!