Physiotherapy
Streams – Medicine & Allied Studies

ফিজিওথেরাপি ডিপ্লোমা (Diploma in Physiotherapy) কোর্স কি?

ফিজিওথেরাপি হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যার মাধ্যমে ওষুধ ছাড়া বিভিন্ন শারীরিক ব্যায়ামের সাহায্যে রোগ নিরাময় করা যায়। ফিজিওথেরাপি হল এমন একটি ক্ষেত্র, যা রোগীদের সুস্থ ও রোগ নিরাময় করে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করে তুলতে সাহায্য করে।

ডিপ্লোমা কোর্সটি এমন একটি কোর্স যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন রোগের (স্ট্রোক, প্যারালাইসিস, হাত-পা ভাঙা, আর্থারাইটিস, বাত ইত্যাদি) মানবদেহে প্রভাব সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন ও তা সম্পূর্ণ নিরাময়ের জন্য বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঠিক প্রয়োগ সম্পর্কে শিক্ষা লাভ করেন।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


ফিজিওথেরাপির ডিপ্লোমা কোর্সের সময়সীমা হল 2 বছর। এই ফিজিওথেরাপির ডিপ্লোমা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য পেশাদার ফিজিওথেরাপিস্ট তৈরি হয়, যারা ডাক্তারদের অসংখ্য স্বাস্থ্য চিকিৎসায় সহায়তা করেন।

ফিজিওথেরাপিস্টদের কাজ কি?

ফিজিওথেরাপিস্টরা রোগগুলির ক্ষেত্রে চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর নিয়মিত ওষুধের পাশাপাশি বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেন।

Physiotherapist Profession Details
ফিজিওথেরাপিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা

কিভাবে পড়বো ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স?

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স করার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও গণিত (Mathematics) বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

এই কোর্সে প্রধানত ডাইরেক্ট অ্যাডমিশন হয়, তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়।

careerbondhu.com whatsapp channel

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়? | Physiotherapy Colleges in Kolkata

ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স করানো হয়। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল –

  • Medical College, Kolkata
  • Ramakrishna Mission Seva Pratishthan, Kolkata
  • Peerless College of Physiotherapy, Kolkata
  • Behala Institute of Allied Health Sciences, Kolkata
  • Nilratan Sircar Medical College, Kolkata
  • Dr. K.R. Adhikary College of Optometry & Paramedical Technology, Kalyani
  • Sikder Group of Institutions, Kolkata
  • King George’s Medical University (KGMU), Lucknow
  • Uttar Pradesh University of Medical Sciences
  • Indian Institute of Health Education and Research, Patna
  • Hind Institute of Medical Sciences (HIMS), Lucknow ইত্যাদি।
Bachelor of Physiotherapy (BPT) Course
Bachelor of Physiotherapy (BPT) কোর্স সম্পর্কে আলোচনা

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স ফি কত? | Physiotherapy Course Fee

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। বেসরকারি কলেজের তুলনায় সরকারি প্রতিষ্ঠানে কোর্স ফি কম হয়। ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্সের ফি সাধারণত 30,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয়।

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্সে যে যে বিষয় পড়তে হয়, সেগুলি হল –

  • Anatomy & Physiology
  • Elementary Pharmacology
  • Elementary Biochemistry, Pathology and Microbiology
  • Medical and Physiotherapy Equipment
  • Occupational Therapy
  • Hydrotherapy
  • Pathology ইত্যাদি।

careerbondhu.com telegram channel

ফিজিওথেরাপি ডিপ্লোমা (Diploma in Physiotherapy) কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটি অংশ হয়ে উঠেছে ফিজিওথেরাপি। যে কোনো রোগ নিরাময়ে প্রথম এবং প্রধান স্তম্ভ যদি ডাক্তার হন তবে সেই কাজে আর যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে ফিজিওথেরাপিস্ট অন্যতম।

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্সটি বর্তমানে খুবই জনপ্রিয়। এই কোর্স করার পর দেশ-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে।

How to become a Doctor? MBBS Course
MBBS কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায় –

  • Physiotherapist,
  • Sports physiotherapist,
  • Occupational Therapist ইত্যাদি।

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Fortis,
  • Apollo Hospital,
  • Sports Teams,
  • Max Healthcare,
  • Indian Council of Medical Research,
  • Medical Clinic ইত্যাদি।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারী টেকনোলজি কোর্স | DMLT Course


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

    • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
    • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!