Production Engineering
Category – Engineering & Architecture

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (Production Engineering) কি?

ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা হল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, যেখানে একটি প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্টটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, সেই সম্পর্কিত ধারণা দেওয়া হয়। এক কথায় বলতে গেলে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হল একটি প্রোডাক্টের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং উভয় দিকের আলোচনা।

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কোর্স যারা সম্পন্ন করেন, তাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ার বলা হয়। প্রোডাক্টটির খরচ, উৎপাদনযোগ্যতা, গুণমান, কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা, বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো খুঁটিয়ে দেখে প্রোডাক্টটিকে বিক্রিয় যোগ্য করে তোলা হল প্রোডাকশন ইঞ্জিনিয়ারের কাজ।

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech in Production Engineering) হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। প্রতি বছর 2 টি সেমিস্টার হয় অর্থাৎ মোট 8 টি সেমিস্টার হয়।


আরো পড়ুন – B.Tech in Artificial Intelligence and Machine Learning | B.Tech in CSE (AI & ML)

কিভাবে পড়বো B.Tech in Production Engineering?

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গণিত (Mathematics) বিষয় তিনটিতে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন।

এই কোর্সে সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE (Main), JEE (Advanced), WBJEE, BITSAT ইত্যাদি।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো এবং বিস্তারিত জেনে নিন –

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Jadavpur University, Kolkata
  • The Institutions of Engineers India, Kolkata
  • National Institute of Technology
  • Indian Institute of Technology ইত্যাদি।

B.Tech in Production Engineering কোর্সের ফি কত?

বি.টেক কোর্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 2 লাখ থেকে 10 লাখ টাকা


আরো পড়ুন – B.Tech in Blockchain Technology Course | ব্লকচেইন টেকনোলজি বিটেক কোর্স

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সে কি কি পড়তে হয়?

B.Tech in Production Engineering কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Engineering Mathematics
  • Machine Science
  • Thermal Engineering
  • Electronics
  • Industrial Economics
  • Environmental Science
  • Engineering Graphics ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Power Engineering | পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ভবিষ্যৎ কেমন?

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়ার পর বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে। এটি এমন একটি ক্ষেত্র যা প্রায় প্রত্যেকটি প্রোডাক্ট তৈরির কোম্পানিতে প্রয়োজন হয়। তাই ছোটো বড় প্রায় সব প্রোডাকশন হাউসে প্রোডাকশন ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Tech in Production Engineering কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Production Engineer
  • Manufacturing Engineer
  • Industrial Production Manager
  • Operations Analyst
  • Management Engineer ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Internet of Things | B.Tech IoT

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কোর্স করে বিভিন্ন সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • Indian Oil Corporation Limited
  • Reliance Industries
  • Bharat Heavy Electrical Limited
  • Hindustan Petroleum Limited
  • Oil and Natural Gas Corporation
  • National Thermal Power Corporation ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!