B.Tech in Power Engineering
Category – Engineering & Architecture

পাওয়ার ইঞ্জিনিয়ারিং (Power Engineering) কি?

পাওয়ার ইঞ্জিনিয়ারিং (Power Engineering) হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখা, যেখানে বৈদ্যুতিক শক্তির উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ব্যবহার এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে ধারণা দেওয়া হয়। সাধারণত 3-ফেজ AC পাওয়ার সম্পর্কিত ধারণার পাশাপাশি DC পাওয়ার সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech in Power Engineering) হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর এবং মোট 8 টি সেমিস্টারে বিভক্ত। প্রতি বছর 2 টি সেমিস্টার হয়।


আরো পড়ুন – B.Tech in Internet of Things | B.Tech IoT

কিভাবে পড়বো B.Tech in Power Engineering কোর্স?

পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গণিত (Mathematics) বিষয় তিনটি ও 55% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন।

এই ইঞ্জিনিয়ারিং কোর্সে সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ভর্তি হওয়া যায়।

নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –


আরো পড়ুন – B.Tech in Blockchain Technology Course | ব্লকচেইন টেকনোলজি বিটেক কোর্স

পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Indian Institute of Technology, Kharagpur
  • Jadavpur University, Kolkata
  • National Institute of Technology, Durgapur
  • Indian Institute of Engineering Science and Technology, Shibpur
  • Narula Institute of Technology, Kolkata
  • Dr. B.C. Roy Engineering College, Durgapur
  • JIS College of Engineering, Kolkata
  • National Power Training Institute, Durgapur ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Artificial Intelligence and Machine Learning | B.Tech in CSE (AI & ML)

পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ফি কত?

বি.টেক কোর্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 50,000 থেকে 2 লাখ টাকা

B.Tech in Power Engineering কোর্সে কি কি পড়তে হয়?

পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের থিয়োরি বিষয়গুলির সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর থিয়োরি বিষয়ের অনেকটাই মিল রয়েছে। নীচে কয়েকটি বিষয়ের নাম দেওয়া হল –

  • Fluid Mechanics
  • Theory of machines
  • Thermodynamics
  • Nuclear Power Generation
  • Power System Operation
  • Circuit Theory and Network ইত্যাদি।

আরো পড়ুন – B.Tech in Electrical Engineering | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্স

পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমান যুগ বিদ্যুৎ ছাড়া অচল। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানান ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করি। আর এই ইলেকট্রিক গ্যাজেট তৈরি থেকে শুরু করে তাতে ইলেকট্রিক কানেকশন করা এবং সঠিকভাবে ইলেকট্রিক গ্যাজেট চলছে কিনা সব কিছুতেই প্রয়োজন হয় পাওয়ার ইঞ্জিনিয়ারদের। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল। দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

পাওয়ার ইঞ্জিনিয়ারিং -এর বি.টেক কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –

  • Power Engineer
  • Power Technician
  • Engineering Supervisor
  • Safety Officer
  • Power Transformer Executive
  • Service Maintenance Engineer ইত্যাদি।

B.Tech in Power Engineering কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

বিভিন্ন সরকারি সংস্থার ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজের সুযোগ রয়েছে। বিমান এবং বৈদ্যুতিক রেলওয়ে নেটওয়ার্কের জন্য পাওয়ার ইঞ্জিনিয়ারদের প্রয়োজন রয়েছে।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!