techno-international-new-town
Category – Colleges | Engineering Colleges

2005 সালে টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group) নিউ টাউনে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করে। প্রথমে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি নাম ছিল টেকনো ইন্ডিয়া কলেজ অফ টেকনোলজি (TICT). বর্তমানে নাম পরিবর্তিত হয়ে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি নাম হয়েছে টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন [Techno International New Town (TINT)]. এটি একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ।

এই কলেজের সকল কোর্সগুলি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত এবং কলেজটি MAKAUT-এর অধিভুক্ত৷

এই TINT কলেজটি NIRF র‍্যাঙ্কিং-এ ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে র‍্যাঙ্ক করছে।

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন কলেজে কি কি পড়ানো হয়?

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

এছাড়াও আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে 3 বছরের কিছু কোর্স, তা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে,

  • M.Tech Electrical Engineering
  • Master of Computer Science (MCA)
  • Master of Business Administration (MBA).

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সগুলির সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হয়।

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে এই কলেজে ভর্তি হওয়া যায়। নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

BBA, BCA, B.Sc ও MBA কোর্সে পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়।

যোগাযোগ

Address

Techno International New Town
Block – DG 1/1, Action Area 1
New Town, Rajarhat,
Kolkata, West Bengal, India.
PIN: 700156

Contact Details

Phone: +91-33-23242050/2091
FAX: +91-33-23242090
Email: info@tict.edu.in
Website: https://tint.edu.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!