Asutosh College
Category – Colleges | General Studies

1916 সালের 17ই জুলাই স্যার আশুতোষ মুখার্জী (Sir Asutosh Mukherjee)-এর উদ্যোগে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়, সেই কলেজের নাম ছিল সাউথ সাবার্বান কলেজ (South Suburban College)। 1924 সালে স্যার আশুতোষ মুখার্জী প্রয়াত হন। তার স্মরণে সাউথ সাবার্বান কলেজের নাম পরিবর্তিত হয়ে আশুতোষ কলেজ (Asutosh College) নামে পরিচিত হল। এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা 2017 সালে A Grade স্বীকৃতি লাভ করেছেন।

কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি বিখ্যাত কলেজ হল আশুতোষ কলেজ, এটি একটি সরকারি কলেজ।

কি কি পড়ানো হয় এই কলেজে?

আশুতোষ কলেজে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স বিভিন্ন বিষয়ের উপর শেখানো হয়। নীচে তা আলোচনা করা হল –

স্নাতক (Graduation)

সায়েন্স, আর্টস, ম্যানেজমেন্ট ও ভোকেশনাল এই চারটি বিষয়ে স্নাতক কোর্স রয়েছে। স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

Science

সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে তা হল –

Arts

আর্টসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তা হল –


বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে জেনে নাও – Honours | অনার্স

Management

ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে Bachelor of Business Adminstration (BBA)

Vocational

ভোকেশনালের মধ্যে রয়েছে,

  • B.Voc in Software Development
  • B.Voc in Industrial Aquaculture and Fisheries.

আরো পড়ুন – ব্যাচেলার অফ ভোকেশন | B.Voc

স্নাতকোত্তর (Post-Graduation)

  • Bengali
  • Computer Science
  • Geography
  • Geology
  • Zoology
  • Environmental Science.

স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

আরো কিছু কোর্স

Diploma কোর্সের মধ্যে রয়েছে,

Diploma in Safety Engineering যার নাম পরিবর্তিত হয়ে Advanced Diploma in Industrial Safety হয়েছে। এই কোর্সটি 1.5 বছরের হয়।

আশুতোষ কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু Certificate কোর্স করার সুযোগ রয়েছে। সার্টিফিকেট কোর্সগুলির সময়সীমা 6 মাস এবং অনলাইনে হয়।

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়? | Admission Process

এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Asutosh College Address

Asutosh College – Main Building

92, Shyamaprasad Mukherjee Road.

Kolkata. West Bengal. India.

PIN – 700 026

Contact Details

Website : asutoshcollege.in

Mail : mail@asutoshcollege.in

O : 91 (033) 2455 4504, 2454 2371

F : 91 (033) 2486 3006

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!