B.Sc in Microbiology
Category – Specialized Courses

B.Sc মাইক্রোবায়োলজি (Microbiology) কোর্স কি?

আমাদের চারপাশের বাস্তুতন্ত্রে অসংখ্য অণুজীব আমাদেরই সাথে বসবাস করছে, যেমন – ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি। খালি চোখে না দেখা গেলেও, আমাদের জীবনে এই সমস্ত অণুজীবগুলির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মানবদেহের অনাক্রম্যতা থেকে শুরু করে বিভিন্ন রোগের আক্রমণ, মৃত উদ্ভিদ বা প্রাণীদেহের পচন ইত্যাদি জৈবিক ক্রিয়াকলাপ এই সমস্ত অণুজীবের উপস্থিতি ছাড়া সম্ভব নয়।

এই সমস্ত অণুজীব নিয়ে বিজ্ঞানের যে শাখায় শিক্ষার্থীরা বিশেষ জ্ঞান অর্জন করে, তাই মাইক্রোবায়োলজি। এটি একটি স্নাতক স্তরের 3 বছরের ডিগ্রি কোর্স। বর্তমানে ফুড প্রোসেসিং থেকে ওষুধ নির্মাণেও মাইক্রোবায়োলজির ভূমিকা অনস্বীকার্য।

কিভাবে পড়বো B.Sc Microbiology কোর্স?

উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় রসায়নবিদ্যা (Chemistry), পদার্থবিদ্যা (Physics) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটিতে 60% নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়। এই কোর্সে মেধা অনুযায়ী ভর্তি হওয়া যায়, তবে কিছু কিছু কলেজে প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা রয়েছে।


আরো পড়ুন – B.Sc in Data-Science | ডেটা সায়েন্স বিএসসি কোর্স

এই কোর্সের পর যদি কেউ উচ্চশিক্ষা করতে চান, তাহলে তারা M.Sc কোর্স করতে পারেন।

B.Sc Microbiology কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে এই কোর্সটি পড়ানো হয়, নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • St. Xavier’s College, Kolkata.
  • Lady Brabourne College (LBC), Kolkata.
  • Scottish Church College, Kolkata.
  • Asutosh College, Kolkata.
  • Maulana Azad College, Kolkata.
  • MAKAUT, Kolkata.
  • Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology, Kolkata.
  • Adamas University, Kolkata ইত্যাদি।

B.Sc Microbiology কোর্স ফি কত?

মাইক্রোবায়োলজিতে B.Sc কোর্সের ফি নির্ভর করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উপর। বেশিরভাগ ক্ষেত্রে, সরকারী কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় অনেক কম। B.Sc Microbiology কোর্স ফি সাধারণত গড়ে 10,000 থেকে 4 লাখ পর্যন্ত হয়। বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন হয়।

B.Sc মাইক্রোবায়োলজি (Microbiology) কোর্সে কি কি পড়তে হয়?

মাইক্রোবায়োলজি কোর্সে যে যে বিষয় পড়ানো হয় তা নীচে দেওয়া হল:

  • Microbial Ecology
  • Molecular Biology
  • Biochemistry
  • Cell Biology
  • Food Microbiology
  • Medical Bacteriology
  • Enzyme technology
  • Virology ইত্যাদি।

B.Sc Microbiology কোর্সের ভবিষ্যৎ কেমন?

তিন বছরের এই স্নাতক কোর্সটির শেষে শিক্ষার্থীদের জন্য বেশকিছু কাজের সুযোগ রয়েছে। এই কোর্স করার পর ল্যাব, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, খাদ্য শিল্প, পানীয় শিল্প, রাসায়নিক শিল্প এবং কৃষি বিভাগেও ছাত্রছাত্রীরা কেরিয়ার গড়ে তুলতে পারেন। এই কোর্স করে দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে।

B.Sc Microbiology কোর্সের শিক্ষার্থীরা যে ধরনের কাজে নিযুক্ত হয়, সেগুলি নীচে দেওয়া হল –

  • Bacteriologist,
  • Virologist,
  • Environmental Microbiologist,
  • Industrial Microbiologist
  • Clinical Microbiologist
  • Mycologist ইত্যাদি।

কিছু বিখ্যাত নিয়োগকারী কোম্পানি হল –

  • Apollo
  • Cipla
  • Britannia
  • Johnson & Johnson
  • Bisleri
  • Lupin ইত্যাদি।

B.Sc Microbiology কোর্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

সরকারী দপ্তরে মাইক্রোবায়োলজিতে B.Sc করা প্রার্থীদের জন্য প্রচুর কেরিয়ারের সুযোগ আছে।

নীচে কিছু নাম দেওয়া হল –

  • Hospitals.
  • Development Laboratories.
  • Pharmaceutical Sectors.
  • Food Industry ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!