Certified Refrigeration and Air Conditioning
Category – Technical Courses

বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে ফ্রিজ অর্থাৎ রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (AC) বর্তমানে মধ্যবিত্তেরও হাতের নাগালে, এগুলি আর কোনো লাক্সারি দ্রব্য নয়। বেঁচে থাকার প্রয়োজনে এই গ্যাজেটগুলি আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে।

অতিরিক্ত ব্যবহারের ফলে এই ধরনের গ্যাজেটগুলি খুব দ্রুতই খারাপ হয়। বারে বারে পরিবর্তন করাও সম্ভব নয়। তাই সমস্যা দেখা দিলে তা সার্ভিসিং করাতে বা সারিয়ে তুলতে মেকানিক খুবই প্রয়োজন।

তাই বর্তমানে ফ্রিজ অর্থাৎ রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার সারাতে যাদের প্রয়োজন বিশেষ গুরুত্বপূর্ণ তারা হলেন রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান বলা হয়।

স্বল্প সময়ে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান হওয়ার জন্য সার্টিফিকেট কোর্স রয়েছে।

আমাদের এই আর্টিকেলে আমরা মূলত সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স সম্পর্কে আলোচনা করবো।

সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (Certified Refrigeration and Air Conditioning) কোর্স কি?

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং-এর সার্টিফিকেট কোর্স হল এমন একটি কোর্স যেখানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। এই কোর্সে সময়সীমা 6 মাস থেকে 1 বছরের হয়ে থাকে। এটি একটি প্রোফেশনাল কোর্স।

কিভাবে পড়বো সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স?

এই কোর্সের জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। এই কোর্স পড়ার জন্য বয়সের কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (Certified Refrigeration and Air Conditioning) কোর্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন IT সেক্টরে ও ইনস্টিটিউটে পড়ানো হয়।

সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স ফি কত?

সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সটি খুবই সামান্য খরচে করা সম্ভব। সাধারণত স্থানভেদে এই কোর্সটির জন্য 3,000 থেকে 15,000 টাকা প্রয়োজন হয়।

সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (Certified Refrigeration and Air Conditioning) কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Electrical Fundamentals
  • Basics of Thermodynamics
  • Air-conditioning
  • Basics of Refrigeration and Air Conditioning
  • Refrigerants
  • Psychrometry
  • Compressors
  • Condenser
  • Leak Testing ইত্যাদি।

সার্টিফায়েড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সের ভবিষ্যৎ কেমন?

আমরা আগেই আলোচনা করেছি ইলেকট্রিক গ্যাজেট অতিরিক্ত ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। জনপ্রিয় এই দুটি গ্যাজেটের ব্যবহার ক্রমাগত বাড়ছে, আর তাই এই টেকনিশিয়ানদের চাহিদা ক্রমশ বাড়ছে।

কোর্স সম্পূর্ণ করে সঠিকভাবে কাজ শিখতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল। তাই অল্প সময়ে কোর্স করে উপার্জন করার জন্য এই কোর্সটি খুবই উপযুক্ত।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!