Geology Honours
Category – Genaral Studies

জিওলজি (Geology) কি?

জিওলজি (Geology) শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘জিলজিয়া (Gêlogía)’ থেকে, এই শব্দটি ভেঙে লিখলে হয় ‘Gê’ যার অর্থ ‘Earth’ (পৃথিবী) এবং ‘logía’-এর অর্থ ‘study of, discourse’ (আলোচনা সম্পর্কিত পড়া)। জিওলজি (Geology) হল পৃথিবীর গঠন বর্ণনা করে এবং তার প্রক্রিয়াগুলি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রাকৃতিক বিজ্ঞান (Natural Science)-এর একটি শাখা হল জিওলজি, যার বাংলা নাম ভূতত্ত্ব। ভূতত্ত্ব বা জিওলজিতে পৃথিবীর গঠন ও তার উপাদান সমূহ, পৃথিবীর ইতিহাস, খনিজ ও প্রাকৃতিক সম্পদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


আরো পড়ুন – ভূগোল অনার্স | Geography Honours

কারা পড়বেন জিওলজি অনার্স?

  • যাদের জিওলজি বিষয়টিতে আগ্রহ রয়েছে,
  • যার ভূতত্ত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চান,
  • ভবিষ্যতে যারা জিওলজিস্ট হতে চান, তাদের জিওলজি নিয়ে পড়া উচিত।

কিভাবে পড়বো জিওলজি অনার্স?

জিওলজি অনার্স পড়ার জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

সাধারণত কলেজগুলিতে মেধার ভিত্তিতে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বার অনুযায়ী ভর্তি হওয়া যায়। আবার কিছু কলেজে ভর্তি হওয়ার জন্য নিজস্ব প্রবেশিকা পরীক্ষায় বা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – IISER IAT, CG PET, OUAT ইত্যাদি।


আরো পড়ুন – ইতিহাস অনার্স | History Honours

জিওলজি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

জিওলজি অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নিচে কয়েকটি কলেজের নাম উল্লেখ করা হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

জিওলজি অনার্স ফি কত?

অনার্সের ফি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের অনার্স ফি বেশি। সাধারণত এই জিওলজি অনার্সের ফি 10,000 থেকে 1 লাখ টাকা হয়।


আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours

জিওলজি অনার্সে কি কি পড়তে হয়?

জিওলজি অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Structural Geology
  • Economic Geology
  • Environmental Geology
  • Geomorphology
  • Exploration Geology
  • Physical geology ইত্যাদি।

আরো পড়ুন – সংস্কৃত অনার্স | Sanskrit Honours

জিওলজি অনার্সের ভবিষ্যৎ কেমন?

আমরা পৃথিবী সম্পর্কে যতটা জানি তার থেকেও বেশি অজানা তথ্য রয়েছে। আর এই পৃথিবী সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে যারা সাহায্য করে, তারা হলেন জিওলজিস্ট। জিওলজি অনার্স করে সরকারি-বেসরকারি সংস্থায় প্রচুর কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র দেশেই নয় বিদেশেও কাজের প্রচুর সুযোগ রয়েছে।

জিওলজি অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Marine Geologist
  • Geomorphologist.
  • Palaeontologist
  • Geochemist
  • Petroleum Geologists
  • Hydrologists
  • Environmental educator
  • Engineering geologist ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!