Biochemistry Honours
Category – Genaral Studies

জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি (Bio-chemistry) কি?

রসায়ন (Chemistry)-এর একটি শাখা হল জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি (Bio-chemistry)। রসায়ন (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় দুটি মিলে বায়োকেমিস্ট্রি বিষয়টি তৈরি হয়েছে। জৈব রসায়নকে আবার তিনটি ভাগে বিভক্ত করা যেতে পারে, যথা – স্ট্রাকচারাল বায়োলজি, এনজাইমোলজি এবং মেটাবলিজাম। জৈব রসায়নে জীবন্ত প্রাণীদের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া যেমন – শ্বসন, বিপাক ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।


আরো পড়ুন – রসায়নবিদ্যা অনার্স | Chemistry Honours

কারা পড়বেন জৈব রসায়ন অনার্স?

  • যারা জৈব রসায়ন বিষয়টি পড়তে পছন্দ করেন
  • প্রাণীর রাসায়নিক প্রক্রিয়াগুলি নিয়ে গবেষণা করতে চান, তাদের জৈব রসায়ন অনার্স করা উচিত।

কিভাবে পড়বো জৈব রসায়ন অনার্স?

এই জৈবর সায়ন অনার্স পড়ার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এই কোর্সে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। তবে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • MGU CAT
  • IISER BSc Entrance Exam
  • LPUNEST
  • UPCATET ইত্যাদি।

আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

জৈব রসায়ন অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

জৈব রসায়ন অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

জৈব রসায়ন অনার্সের ফি কত?

অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি তুলনামূলক কম হয়। জৈব রসায়ন অনার্সের ফি সাধারণত 5,000 টাকা থেকে 60,000 টাকা হয়।

বায়োকেমিস্ট্রি অনার্সে কি কি পড়তে হয়?

জৈব রসায়ন অনার্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –

  • Biomolecules
  • Clinical Biochemistry
  • Basic Biotechnology
  • Molecular Biology
  • Biostatistics
  • Environmental Studies
  • Stem Cell and Reproduction
  • Human Physiology & Nutrition ইত্যাদি।

আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours

Bio-chemistry Honours-এর ভবিষ্যৎ কেমন?

বায়োকেমিস্ট্রিতে স্নাতক উত্তীর্ণদের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার এবং সাইন্টিফিক ইন্ডাস্ট্রি ইত্যাদি সংস্থায় প্রচুর সুযোগ রয়েছে। সরকারি সংস্থায়ও কাজের সুযোগ রয়েছে।

জৈব রসায়ন অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Research Scientist
  • Scientific Editor
  • Clinical Researcher
  • Lab Technician
  • Pharmacologists ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!