B.Sc in Industrial Fish and Fisheries
Category – Specialized Courses

ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস (Industrial Fish and Fisheries) কি?

ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস হল এমন একটি বিষয় যেখানে মৎস্য সংক্রান্ত বিভিন্ন বিষয়, সমুদ্রবিদ্যা, বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য, জলদূষণ, মৎস্য চাষ, মাছ ধরার প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি (B.Sc in Industrial Fish and Fisheries) হল একটি তিন বছরের স্নাতক কোর্স।


আরো পড়ুন – B.Sc in Clinical Research | ক্লিনিক্যাল রিসার্চ-এ বি.এসসি কোর্স

কিভাবে পড়বো ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি কোর্স?

এই কোর্সটি ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40%-50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।

[বিঃ দ্রঃ কিছু কিছু কলেজে ভর্তির ক্ষেত্রে, উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ অর্থাৎ পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) বিষয় তিনটি নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।]

এই কোর্সে সাধারণত নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়।

ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

  • Asutosh College, Kolkata
  • The Neotia University, Kolkata
  • Acharya Prafulla Chandra College, Kolkata ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Microbiology | B.Sc মাইক্রোবায়োলজি

ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি কোর্স ফি কত?

কোর্স ফি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন। সরকারি কলেজের ফি তুলনামূলক বেসরকারি কলেজের থেকে কম হয়। ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি কোর্সের ফি সাধারণত 10,000 টাকা থেকে 2 লাখ টাকা।

B.Sc in Industrial Fish and Fisheries কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তার কয়েকটি বিষয়ের নাম নীচে দেওয়া হল –

  • Biology of finfish and shellfish
  • Fishery economics
  • Food chemistry and fish in nutrition
  • Marine biology
  • Fisheries administration and legislation ইত্যাদি।

আরো পড়ুন – মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স | Diploma in Medical Laboratory Technology

ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বি.এসসি কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদা বাড়ছে। খাদ্যের উপাদানগুলির মধ্যে প্রোটিনের অন্যতম উৎস হল মাছ। তাই পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে মাছের চাষ কৃত্রিম পদ্ধতিতে বৃদ্ধির জন্য প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিস বিষয়টির এক্সপার্টদের।

এই বিষয়ের পড়ুয়ারা শুধুই যে মাছের উৎপাদন বৃদ্ধি করেন তাই নয় এর পাশাপাশি জীববৈচিত্র্য এবং পরিবেশ (জল) দূষণ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায় সেদিকেও লক্ষ্য রাখেন। তাই এক কথায় বলা যায় জলসম্পদ এবং মৎস্য ইন্ডাস্ট্রিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দরকার এই বিষয়ের দক্ষ পড়ুয়াদের। দেশে-বিদেশে প্রচুর সুযোগ থাকায় এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।

এই কোর্স করে যে ধরনের পদে কাজের সুযোগ রয়েছে, তা হল –

  • Fish Farming Consultant
  • Fishery Biologist
  • Fishery Officer ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!