Bengali Honours
Category – Genaral Studies

বাংলা হল একটি ভাষা, এটি ইন্দো-আর্য ভাষা। দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান ভাষা হল এই বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের প্রধান সরকারি ভাষা হল বাংলা। সবথেকে বেশি ব্যবহারকারী ভাষা হিসাবে বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠ স্থান দখল করেছে। পৃথিবীতে মোট 27 কোটির অধিক মানুষ দৈনন্দিন জীবনে বাংলা ভাষাকে ব্যবহার করেন। ভারতবর্ষ ও তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষাতেই রচনা করেছিলেন

স্থান অনুযায়ী বাংলা ভাষার শব্দগত ও উচ্চারণগত পার্থক্য রয়েছে, যেমন – বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পার্থক্য লক্ষ্য করা যায়।

বাংলা অনার্স হল তিনবছরের একটি স্নাতক কোর্স, যা 6টি সেমিস্টারে বিভক্ত।

কারা পড়বেন বাংলা অনার্স?

যারা বাংলা ভাষাকে ভালোবাসেন এবং বাংলা সাহিত্য নিয়ে চর্চা করতে চান তারা বাংলা অনার্স করতে পারেন।

কিভাবে পড়বো বাংলা অনার্স?

যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়।


আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours

বাংলা অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গের প্রায় সব কলেজেই এই বাংলা অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটির নাম দেওয়া হল –

  • University of Calcutta
  • Jadavpur University
  • Presidency University ইত্যাদি।

বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

বাংলা অনার্স ফি কত?

বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজে কোর্স ফি কম হয়। সাধারণত এই অনার্সের ফি 3,000 থেকে 30,000 টাকা হয়।

বাংলা অনার্সে কি কি পড়তে হয়?

বাংলা অনার্সে যে যে বিষয়ে পড়তে হয়, সেগুলি হল –

  • বাংলা সাহিত্যের ইতিহাস
  • বিংশ শতাব্দীর সাহিত্য
  • উপন্যাস
  • বাঙালির সামাজিক ও রাজনৈতিক ইতিহাস
  • মধ্যযুগের বাংলা ভাষা
  • আধুনিক বাংলা সাহিত্য
  • ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা
  • সাহিত্য তত্ত্ব এবং বাংলা প্রবন্ধ
  • রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য ইত্যাদি।

আরো পড়ুন – ইতিহাস অনার্স | History Honours

বাংলা অনার্সের ভবিষ্যৎ কেমন?

বাংলা অনার্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

বাংলা অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায় –

  • Professor
  • Translator
  • Writer
  • Content Writer & Editor
  • Bengali Interpreter
  • Tourist guide ইত্যাদি।

আরো পড়ুন – সোসিওলজি অনার্স | Sociology Honours

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!