Bachelor of Vocation
Category – Specialized Courses

B.Voc কোর্স কি?

B.Voc এর সম্পূর্ণ নাম হল – Bachelor of Vocation (ব্যাচেলার অফ ভোকেশন)। B.Voc হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 3 বছর। B.Voc হল এমন একটি কোর্স যা শিক্ষার্থীদের বিভিন্ন স্কিল এবং তার বাণিজ্যিক প্রয়োগ সম্পর্কে ধারণা দেয়।

বর্তমানে B.Voc ডিগ্রির অধীনে বিভিন্ন কোর্স রয়েছে, তার মধ্যে কিছু জনপ্রিয় কোর্স হল –

  • B.Voc in Retail Marketing
  • B.Voc in Healthcare
  • B.Voc in Medical Lab Technology
  • B.Voc in Animation
  • B.Voc in Web Technologies
  • B.Voc in Food Processing
  • B.Voc in Interior Design
  • B.Voc in Software Development ইত্যাদি।

B.Voc কোর্সে থিয়োরির থেকে বেশি প্র্যাকটিকাল ক্লাসের উপর বেশি জোর দেওয়া হয়। প্র্যাকটিকাল ক্লাসের মাধ্যমেই শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করেন।


আরো পড়ুন – ITI কোর্স | ITI Courses

কিভাবে পড়বো B.Voc কোর্স?

B.Voc কোর্স করার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এই কোর্সে দুইভাবে ভর্তি হওয়া যায়, যথা –

  1. মেধা বা নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়,
  2. কিছু কিছু কলেজের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হওয়া যায়।

সাধারণত বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে থাকে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • AMU Entrance Test
  • JMI Entrance Exam
  • IPU CET
  • UP CET ইত্যাদি।

B.Voc কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

B.Voc কোর্স বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল –

  • George College, Kolkata
  • Asutosh College, Kolkata
  • Dr Sudhir Chandra Sur Degree Engineering College, Kolkata
  • Institute of Leadership Entrepreneurship and Development, Kolkata
  • Narula Institute of Technology, Kolkata
  • Amity University, Mumbai
  • Lucknow University ইত্যাদি।

আরো পড়ুন – Pilot Training Course | পাইলট ট্রেনিং কোর্স

B.Voc কোর্স ফি কত?

B.Voc কোর্সের ফি সাধারণত 6,000 থেকে 3 লাখ টাকা হয়। বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের কোর্স ফি অনেকটাই বেশি।

B.Voc কোর্সে কি কি পড়তে হয়?

B.Voc কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Applied Chemistry
  • Applied Physics
  • Applied Mathematics
  • Electronics and Instrumentation
  • Workshop Practices
  • Industrial Training ইত্যাদি।

আরো পড়ুন – Diploma in Interior Design | ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্স

B.Voc কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে ব্যাচেলর অফ ভোকেশন ভারতের অন্যতম একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে। বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। তাই এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Voc কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Business development manager
  • Computer operator
  • Food processing Executive
  • Retail manager
  • Interior Designer
  • Software Developer ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!