Physics Honours
Category – Genaral Studies

পদার্থবিদ্যা বা ফিজিক্স (Physics) কি?

ফিজিক্স (Physics) শব্দটি এসেছে প্রাচীন গ্রীক শব্দ φυσική (ফুঁসিকে) বা রোমান শব্দ physikḗ (ফিসিকে), যার অর্থ “প্রকৃতির জ্ঞান”। ফিজিক্স (Physics)-এর বাংলা অর্থ পদার্থবিজ্ঞান, যা দুটি সংস্কৃত শব্দের মিশ্রণে গঠিত (পদার্থ ও বিজ্ঞান)।

বিজ্ঞানের একটি শাখা হল পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যা, এটি হল প্রাকৃতিক বিজ্ঞান। পদার্থবিদ্যা হল গণিতের বাস্তব রূপ, যেখানে প্রকৃতির বিভিন্ন ঘটনাকে বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ দ্বারা ব্যাখ্যা করা হয়।

পদার্থের মৌলিক উপাদান, শক্তি, বল, স্থান ও সময়ের সাহায্যে তার গতি ও আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তৈরি পদার্থবিদ্যা। পদার্থবিদ্যার মাধ্যমে আমাদের চারপাশের বিশ্বকে ও মহাবিশ্বের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।

পদার্থবিদ্যায় অনার্স হল একটি 3 বছরের স্নাতক কোর্স।


আরো পড়ুন – রসায়নবিদ্যা অনার্স | Chemistry Honours

কারা পড়বেন পদার্থবিদ্যা অনার্স?

  • যাদের পদার্থবিজ্ঞান বিষয়টি পছন্দ,
  • চারপাশের বিশ্ব ও মহাবিশ্বের বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী,
  • যারা ভবিষ্যতে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চান, তাদের পদার্থবিদ্যায় অনার্স করা উচিত।

কিভাবে পড়বো পদার্থবিদ্যা অনার্স?

বিজ্ঞান বিভাগ অর্থাৎ ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry) ও ম্যাথমেটিক্স (Mathematics) বিষয় তিনটি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর নির্ভর করে, এই অনার্সে ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায়। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • JEE Main
  • JEE Advanced
  • WBJEE
  • CUET
  • DUET
  • BHU UET ইত্যাদি।

আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours

পদার্থবিদ্যা অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পদার্থবিদ্যা অনার্স যে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়, নীচে কয়েকটির নাম দেওয়া হল –

  • Jadavpur University
  • Presidency University
  • St Xavier’s College, Kolkata
  • Asutosh College, Kolkata
  • Scottish Church College, Kolkata
  • Bethune College, Kolkata
  • Lady Brabourne College, Kolkata
  • Vidyasagar College, Kolkata
  • Maulana Azad College, Kolkata
  • Indian Institute of Technology (IIT)
  • Banaras Hindu University (BHU)
  • Jamia Millia Islamia
  • University of Delhi ইত্যাদি।

আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours

পদার্থবিদ্যা অনার্স ফি কত?

পদার্থবিদ্যা অনার্সের ফি সাধারণত 5,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়। অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি তুলনামূলক কম।

পদার্থবিদ্যা অনার্সে কি কি পড়তে হয়?

পদার্থবিদ্যা অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Mathematical Physics
  • Nuclear and Particle Physics
  • Thermal Physics
  • Modern Physics
  • Atomic and Molecular Physics
  • Statistical Physics
  • Mechanics ইত্যাদি।

আরো পড়ুন – জৈবরসায়ন অনার্স | Biochemistry Honours

পদার্থবিদ্যা অনার্সের ভবিষ্যৎ কেমন?

B.Sc. পদার্থবিদ্যা একটি জনপ্রিয় কোর্স। পদার্থবিদ্যায় অনার্স করার পর বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। পদার্থবিদ্যায় অনার্স পড়ুয়ারা বিভিন্ন ল্যাব, রিসার্চ সেন্টারে যুক্ত হতে পারেন।

পদার্থবিদ্যা অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Physicist
  • Radiologist
  • Quality Control Manager
  • Research Scientist
  • Industrial Engineer ইত্যাদি।

কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল

  • ISRO
  • Vikram Sarabhai Space Centre
  • Reliance Industries Limited
  • TATA Industries
  • Maruti Udyog
  • Infosys
  • Wipro ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!