mechanical-engineering
Streams – Engineering & Architecture

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি তা বুঝে নেওয়ার আগে চলুন যাওয়া যাক ইতিহাসের পাতায়। আজ থেকে বহু বছর আগে আদিম মানুষ যখন বন্য হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার এবং জীবন ধারণের জন্য খাবার সংগ্রহ করতে বিভিন্ন প্রাণী শিকার করার জন্য পাথর ও গাছের ডাল কেটে, সূচালো করে ধারালো অস্ত্র প্রস্তুত করত। তাই বলা যায়, আদিম মানুষের সময়কাল থেকেই বেঁচে থাকার জন্য যন্ত্রের প্রয়োজন হত।

আদিম মানুষের সৃষ্টির সময়কাল থেকে বহুকাল কেটে গিয়েছে, বর্তমান যুগ সম্পূর্ণভাবে যন্ত্রনির্ভর। প্রতিদিন নিত্যনতুন যন্ত্রপাতি তৈরি করে আমাদের জীবনকে আরও সহজ যারা করে তুলছে তারাই হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি?

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হল এমন একটি বিষয় যেখানে, যান্ত্রিক (mechanical), তাপীয় ডিভাইস (thermal devices) ও সেন্সর (sensors) সংক্রান্ত বিষয়ের উপরে পড়াশোনা করা হয়; যার মধ্যে থাকছে যন্ত্রপাতি (tools), ইঞ্জিন (engines), মেশিন (machines) ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত আলোচনা।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক জেনারেটর, ইন্টারনাল কমবাসশন ইঞ্জিনস (internal combustion engines), বাষ্প (steam) এবং গ্যাস টারবাইন (gas turbines) ইত্যাদি এবং পাওয়ার ইউসিং মেশিন (power using machines) যেমন – ফ্রিজ (refrigeration), এসি (air conditioning) এইগুলি নিয়ে কাজ করেন।

বড় বড় বিল্ডিং এর ভেতরের বিভিন্ন যন্ত্রপাতি যেমন, লিফট (elevator) বা চলন্ত সিঁড়ি (escalator) এইসব ডিজাইনিং এর কাজও এনারা করে থাকেন।

কিভাবে পড়বো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স?

Diploma in Mechanical Engineering

এটি একটি তিন বছরের ডিপ্লোমা কোর্স। মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পরে রাজ্যভিত্তিক প্রবেশিকা (যেমন JEXPO) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ডিপ্লোমা কোর্স করা যায়। প্রসঙ্গত তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে lateral entry (যেমন JELET) পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি B.Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়।


JELET ও JEXPO প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

JELET প্রবেশিকা পরীক্ষা কি?
JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?


B.Tech in Mechanical Engineering

এটি একটি চার বছরের ডিগ্রি কোর্স। উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষার পরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (JEE Main), রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা (যেমন WBJEE) অথবা কলেজভিত্তিক পরীক্ষায় (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) উত্তীর্ণ হয়ে ভারতের বিভিন্ন কলেজে Mechanical Engineeraing এ B.Tech করা যায়।

WBJEE-Exam-details
WBJEE পরীক্ষা সম্পর্কে আলোচনা

M.Tech in Mechanical Engineering

B.Tech করা সম্পূর্ণ হলে দুই বছরের জন্য স্নাতকোত্তর পর্বের পড়াশোনা করা যায়। এক্ষেত্রেও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

ভারতবর্ষে কোন কোন কলেজে এই কোর্স পড়ানো হয়?

ভারতবর্ষের বিখ্যাত কিছু কলেজ –
• Indian Institute of Technology Madras
• National Institute of Technology, Tiruchirappalli
• Vellore Institute of Technology
• Anna University
• Jadavpur University
Indian Institute of Engineering Science and Technology, Shibpur

careerbondhu.com whatsapp channel

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের কোর্স ফী কত?

Diploma কোর্স ফি – সরকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফি সাধারণত 10 হাজার থেকে 3 লাখ অবধি হতে পারে।
বেসরকারী কলেজে ডিপ্লোমা কোর্স করলে সেক্ষেত্রে কলেজের কোর্স ফি সাধারণত 2 লাখ থেকে 18 লাখ অবধি বা আরো বেশী হতে পারে।

B.Tech কোর্স ফি – সাধারণভাবে সরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলেজের কোর্স ফি 50 হাজার থেকে 12 লাখ অবধি হতে পারে।
বেসরকারী কলেজের ক্ষেত্রে কোর্স ফি 2 লাখ থেকে 23 লাখ অবধি বা আরো বেশী হতে পারে।

বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোর্স ফী আলাদা আলাদা হয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ কি কি বিষয় পড়তে হয়?

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটি করতে গেলে যে যে বিষয় পড়তে হয়, সেগুলি হল –

• Basic Physical Science
• Statics and Dynamics
• Mathematics, differential equations
• Basic physical sciences (including physics, chemistry)
• Strength of materials ও solid mechanics
• Materials engineering, Composites
• Thermodynamics, heat transfer, energy conversion ও HVAC
• Fuels, combustion, Internal combustion engine
• Fluid mechanics (fluid statics ও fluid dynamics)
• Mechanism ও Machine
• Instrumentation ও measurement
• Manufacturing engineering, technology, or processes
• Vibration, control theory ও control engineering
• Hydraulics ও Pneumatics
• Mechatronics ও robotics
• Engineering design ও product design
• Drafting, computer-aided design (CAD) ও computer-aided manufacturing (CAM) ইত্যাদি।

automobile-engineering-course-details
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে আলোচনা

Mechanical Engineering কোর্সের ভবিষ্যৎ কেমন?

পেশার ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। দেশে এবং বিদেশেও প্রচুর কাজের সুযোগ রয়েছে। যেসব ছাত্র বা ছাত্রী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য মহাকাশ (aerospace), অটোমোবাইল (automobile), কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট (chemical manufacturing plants), তৈল অনুসন্ধান (oil exploration), গবেষণা (research) এবং উন্নয়ন (development) এই সমস্ত ক্ষেত্রগুলিতে অবাধ কাজের সুযোগ রয়েছে।

এছাড়াও প্রযুক্তির ব্যাপক ব্যবহার যে সব ক্ষেত্রে হয় যেমন, রোবোটিক (robotics), বায়োমেডিক্যাল (biomedical), ন্যানোটেকনোলজি (nanotechnology), শক্তি সংরক্ষণ (energy conservation) ইত্যাদি কাজেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে।
careerbondhu.com telegram channel

একটু ছোট করে জেনে রাখো আসলে কি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি?

ইউরোপিয়ান ইউনিয়নের (EU) অর্থনীতিতে Mechanical Engineering হল সবথেকে বড় শিল্প (Industry)। তুলনামূলকভাবে ছোট পরিবার দ্বারা নিয়ন্ত্রিত কোম্পানিগুলির দ্বারা এটি নিয়ন্ত্রিত ও চালিত হয়। আমাদের দেশের বাইরে EU work sector এ প্রায় 3 মিলিয়ন লোক এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন।

এই সেক্টরে যে সমস্ত বিষয়ে কাজ হয়, সেগুলি হল –
• Machinery
• Lifts
• Personal protective equipment (PPE)
• Equipment for potentially explosive atmospheres (ATEX)
• Cableway Installations
• Noise emission from outdoor equipments

ভারতেরও বেশ কিছু ভাল কলেজ থেকে অনেক ছাত্র ছাত্রী প্রতি বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করছে। এখানে প্রতিযোগিতা যেমন বেশী তেমন কাজের সুযোগও রয়েছে প্রচুর। নতুনদের thermodynamics, mechanics, robotics, structural analysis, kinematics, and fluid mechanics ইত্যাদি বিষয় সংক্রান্ত বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে (Power Sector, Automotive Sector, Refrigeration, and Aerospace, Air Conditioning Sector) কর্মী নিয়োগ হয়।

computer-science-engineering-course-details
CSE কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কিছু বিখ্যাত ইন্ডাস্ট্রির নাম নীচে দেওয়া হল –
• National Aeronautics and Space Administration (NASA).
• The Boeing Company.
• Lockheed Martin Corporation.
• Microsoft.
• Apple.
• Google.
• GE Aviation.
• Ford Motor Company.
• Tata Industries.
• Kirloskar Group.
• Mahindra & Mahindra.
• The Godrej Group.
• Cummis India.

এছাড়াও আছে আরো কিছু বিখ্যাত সংস্থা রয়েছে যেমন, BHEL, L&T, COAL India, NTPC এই কোম্পানিগুলিতেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ রয়েছে। সুতরাং, কাজ ভালোভাবে শিখতে পারলে সুযোগ যথেষ্ট।


Mechanical Engineering-এর কোর্স দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
B.TECH in Mechanical Engineering | Diploma in Mechanical Engineering

কিছু পৃথিবী বিখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নাম নীচে দেওয়া হল –

• George Stephenson
• James Watt
• Nikola Tesla
• Rudolf Diesel
• Charles Babbage
• Thomas Edison ইত্যাদি।

নিকোলা টেসলা, ইনি ছিলেন একজন বিখ্যাত American Inventor, যিনি একাধারে ছিলেন Mechanical Engineer এবং একই সাথে ছিলেন Electrical Engineer। সারা পৃথিবীতে উনি বিখ্যাত হয়ে আছেন ওনার Modern Alternating Current Electricity Supply System Designing এর জন্য।

এবার আসি, বিশ্বখ্যাত জেমস ওয়াটের কথায়। যিনি ছিলেন একজন Scottish Inventor। যার গবেষণার মূল বিষয় ছিল Steam Engine। তিনি 1776 সালে Thomas Newcomen এর Steam Engine কে আরো উন্নত করে Watt Steam Engine তৈরি করেন। এইসব বিখ্যাত মানুষেরা আজও অমর হয়ে আছেন তাদের আবিষ্কারের মাধ্যমে।

Charles Babbage বিভিন্ন বিষয়ে পণ্ডিত মানুষ ছিলেন। একাধারে একজন গণিতজ্ঞ, দার্শনিক, আবিষ্কারক এবং সেইসঙ্গে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যায়?

যে ধরনের কাজ পাওয়া যায় সেগুলি হল,
• বিভিন্ন মেশিন এবং তাপীয় ডিভাইস সংক্রান্ত সমস্যা ও তার সমাধান করা।
• CAD এর সাহায্যে বিভিন্ন যন্ত্রাংশ এবং তাপীয় ডিভাইসের নকশার নির্মাণ ও পুনঃনির্মাণ করা।
• নির্মিত যন্ত্রের কার্যকারীতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তা পরীক্ষা নিরীক্ষা করা।
• প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশের পরিবর্তন ঘটানো।
• বিভিন্ন যন্ত্রাংশ ম্যানুফেকচারিং-এর নিয়মিত পর্যবেক্ষণ করা।
• এছাড়াও যন্ত্রাংশ তৈরির পুরো প্রক্রিয়াটি দক্ষতার সাথে পরিচালনা করাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ।
careerbondhu.com whatsapp channel

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

অবশ্যই পাওয়া যায়। সরকারী বিভিন্ন সংস্থায় প্রচুর কাজের সুযোগ আছে এবং চাহিদাও যথেষ্ট।

কিছু সরকারি সংস্থা –
• Public Sector Undertaking Companies (PSU)
• Indian Railways
• Defense Research Development Organization
• Indian Space Research Organization
• Indian Army ইত্যাদি।

বিদ্যুৎখাত থেকে শুরু করে গ্যাসকূপ খনন ও চামড়া প্রক্রিয়াকরণ শিল্প, রড-সিমেন্টের কারখানা, এমনকি জলের শোধনাগারগুলোও পরিচালনা করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন পড়ে।

বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইন, অল্টারনেটর ও জেনারেটরের নকশা, সংযোজন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। এছাড়া তারা বিমানের ইঞ্জিন, কমবাশান ইঞ্জিন, এয়ারকন্ডিশনিং মেশিন ও রেফ্রিজারেটর উৎপাদন কারখানার মান নিয়ন্ত্রণ ও কমিশনিংয়ের কাজও করেন।

সমস্ত বড় বড় ছাপাখানা, অস্ত্রশস্ত্রের কারখানা, ট্যাঁকশাল, গ্যাস ও তেল খনন কূপের জন্য নিয়োজিত কিংবা শোধনের জন্য ব্যবহৃত ভারি যন্ত্রের রক্ষণাবেক্ষণের কাজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – Architecture Course | আর্কিটেকচার কোর্স 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!