Automobile_Engineering
Streams – Engineering & Architecture

সভ্য মানুষের ইতিহাসের শুরু থেকেই খাদ্য ও জীবিকার সন্ধানে মানুষের গতির প্রয়োজন হয়েছে। চাকা আবিষ্কার অনুন্নত মানব সমাজে বিরাট পরিবর্তন আনে। ধীরে ধীরে এই বিবর্তন বাড়তে থাকে এবং বর্তমানে স্থলপথ, জলপথ থেকে আকাশপথ সবকিছুই মানুষের পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সময়ে দাঁড়িয়ে প্রায় সকলের বাড়িতেই কিছু না কিছু যানবাহন দেখা যায়। আর্থিক ক্ষমতা বৃদ্ধি এবং এখনকার দ্রুত গতির জীবনের উপর ভর করে বলা যায়, যানবাহনের চাহিদা আরও বাড়বে। আর সেই যানবাহন প্রস্তুতিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম।

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কি?

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং -এর একটি শাখা, যা গাড়ির নকশা প্রস্তুতি (designing), উৎপাদন (manufacturing), যান্ত্রিক প্রক্রিয়া (mechanical mechanism) এবং বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ (operations) নিয়ে আলোচনা করা হয়।

careerbondhu.com whatsapp channel

বাস, মোটরগাড়ি, গাড়ি, মোটর সাইকেল এবং ট্রাক এই ধরনের যানবাহন প্রস্তুতি (vehicle engineering) এর ক্ষেত্রেও এটি একটি প্রধান বিষয়।

কিভাবে পড়বো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স?

Diploma in Automobile Engineering

ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং একটি তিন বছরের কোর্স। মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পরে রাজ্যভিত্তিক প্রবেশিকা (যেমন JEXPO) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিপ্লোমা কোর্স করা যায়।

JEXPO-Exam-Details
JEXPO পরীক্ষার খুঁটিনাটি তথ্য আলোচনা

প্রসঙ্গত তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে lateral entry (যেমন JELET) পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি B Tech এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায়।

B Tech in Automobile Engineering

এটি একটি চার বছরের ডিগ্রি কোর্স। উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষার পরে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা JEE Main, রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা (যেমন WBJEE) অথবা কলেজভিত্তিক পরীক্ষায় (যেমন VITEEE, BITSAT ইত্যাদি) উত্তীর্ণ হয়ে ভারতের বিভিন্ন কলেজে B Tech in Automobile Engineering পড়া যায়।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
JEE (Main) | WBJEE | JELET

M Tech in Automobile Engineering

B Tech করা সম্পূর্ণ হলে দুই বছরের জন্য স্নাতকোত্তর স্তরের কোর্স M.Tech করা যায়। এক্ষেত্রেও সর্বভারতীয় প্রবেশিকা যেমন GATE বা রাজ্যস্তরের বা কলেজ স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

careerbondhu.com telegram channel

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে কি কি পড়তে হয়?

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে মূল যে বিষয়গুলি পড়তে হয়, সেগুলি হল,

  • Mobility design and aesthetics
  • Automotive materials,
  • Automotive electrical and electronics
  • Computer-aided vehicle design
  • Vehicle maintenance
  • Electric mobility
  • Thermodynamics
  • Engineering mechanics
  • Manufacturing Technology ইত্যাদি বিষয়।

Automobile Engineering কলেজ কি কি আছে?

ভারতবর্ষের কিছু বিখ্যাত কলেজ হল –

Chemical-Engineering-Course-Details
Chemical Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

Automobile Engineering কোর্সের ভবিষ্যৎ কেমন?

খুবই দ্রুতগতি সম্পন্ন এবং সৃজনশীল (creative) একটি পেশা হল Automobile Engineering। এখানে ডিজাইনিং পার্টের একটি বড় ভূমিকা রয়েছে, যেমন, ইলেকট্রনিক মোটরের মেকানিক্যাল পার্টস, বডি পার্টস, প্রলম্বন (suspension) এবং plant এর প্রতিস্থাপন (installation) ইত্যাদি কাজ করতে হয়। শিল্পায়ন (Industrialization)ও এই পেশার একটি বড় বিষয়।

ভবিষ্যতের সুযোগ বেশ ভালো। কারণ আমরা জানি ভারত তথা বিশ্বে পেট্রোলিয়ামজাত যানবাহনের ব্যবহার কমিয়ে, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। ফলে অনুমান করা যায় আগামীদিনে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে।

Automative Industry

সাম্প্রতিক (2021) একটি তথ্য অনুযায়ী ভারতের স্বয়ংক্রিয় শিল্প বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে।

মনে রাখতে হবে, শুধু মাত্র বড় বড় কোম্পানিগুলি নয়, বিভিন্ন ছোট কোম্পানিগুলি যারা সরাসরিভাবে বিভিন্ন মোটর যানবাহনের সঙ্গে যুক্ত সেই সকল সংস্থায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ থাকে। অর্থাৎ বিভিন্ন রকমের ছোট বা বড় অটোমোবাইল উপাদান, ইঞ্জিন, যন্ত্রাংশ, বডি পার্টস (টায়ার, ব্যাটারি এবং জ্বালানী বাদে বাকি সমস্ত অংশ) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা বা সারিয়ে ফেলা এই সবকিছুই এই শাখার অন্তর্গত।

Electronics-and-Communication-Engineering-course-details
Electronics and Communication-Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

আমরা এবার কয়েকটি বিখ্যাত কোম্পানির নাম জেনে নেব, যারা প্রতিবছর কলেজগুলি থেকে প্রচুর কর্মী নিয়োগ করেন।

– Tata Motors
– Maruti Suzuki
– Mahindra And Mahindra
– Hyndai Motors
– Honda Cars ইত্যাদি।
careerbondhu.com whatsapp channel

Automobile সংক্রান্ত কোর্স করে কি ধরণের কাজ পাওয়া যায়?

অটোমোবাইল সংক্রান্ত কোর্স করে নানা ধরণের কাজ করা যেতে পারে। তোমাদের বোঝার সুবিধার জন্য, উল্লেখযোগ্য কিছু Designation নিচে দেওয়া হল।

  • Automobile Technicians
  • Bike Mechanics
  • Automobile Designers
  • Car Mechanics
  • Quality Engineer
  • Mechanical Design Engineer
  • Executive and Managerial Positions
  • Diesel Mechanics
  • Production Engineer ইত্যাদি।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!