Scottish Church College
Category – Colleges | General Studies

13th July, 1830 সালে স্কটিশ চার্চ কলেজ (Scottish Church College) প্রতিষ্ঠিত হয়। রেভারেন্ড আলেকজান্ডার ডাফ ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতা। প্রথমে এই কলেজের নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন (General Assembly’s Institution) এবং 1929 সালে নাম পরিবর্তিত হয়ে স্কটিশ চার্চ কলেজ হয়। উত্তর কলকাতার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হল স্কটিশ চার্চ কলেজ।

কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি বিখ্যাত কলেজ স্কটিশ চার্চ কলেজ, এটি একটি সরকারি কলেজ।

এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা 2004, 2014 ও 2022 সালে মোট 3 বার Grade A স্বীকৃতি লাভ করেছেন। NIRF ranking-এ 2020, 2021, 2022 ও 2023 সালে পরপর চারবছর র‍্যাঙ্ক করেছে।

কি কি পড়ানো হয় এই কলেজে?

স্কটিশ চার্চ কলেজে স্নাতকস্নাতকোত্তর বিভিন্ন বিষয়ের উপর এবং বি.এড (B.Ed) কোর্স করানো হয়। –

স্নাতক (Graduation)

সায়েন্স, আর্টস ও হিউম্যানেটিস, কমার্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্র্যাশন এই চারটি বিষয়ে স্নাতক কোর্স রয়েছে।

careerbondhu.com whatsapp channel

Science

সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে তা হল –

Arts & Humanities

আর্টসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তা হল –

Commerce

কমার্সের মধ্যে রয়েছেB.Com. (Honours in Accounting and Finance).

careerbondhu.com telegram channel

Business Administration

বিজনেস অ্যাডমিনিস্ট্র্যাশনের মধ্যে রয়েছে – Bachelor of Business Adminstration (BBA).

স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে জেনে নাও – Honours | অনার্স

স্নাতকোত্তর (Post-Graduation)

সায়ন্সের দুটি বিষয় – বোটানি (Botany) ও কেমিস্ট্রি (Chemistry)-তে স্নাতকোত্তর কোর্স পড়ার সুযোগ রয়েছে এই কলেজে। স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

আরো কিছু কোর্স

এই কলেজে টিচার এডুকেশন কোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে – B.Ed (Bachelor of Education). এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য।

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

Scottish Church College, Main Building

1 & 3 Urquhart Square,

Kolkata – 700 006.

West Bengal, India.

Contact Details

Phone: +91 33 2350 3862 (O)

Website: www.scottishchurch.ac.in

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!