Physical Education Honours
Category – Genaral Studies

ফিজিক্যাল এডুকেশন (Physical Education) কি?

ফিজিক্যাল এডুকেশন হল এমন একটি বিষয় যেখানে খেলাধূলা, শরীরচর্চার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য ফিজিক্যাল এডুকেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফিজিক্যাল এডুকেশন (Physical Education) অনার্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা তিন বছর।

কারা পড়বেন ফিজিক্যাল এডুকেশন অনার্স?

  • যাদের খেলাধূলায় আগ্রহ রয়েছে,
  • শরীরচর্চায় যারা বিশেষ আগ্রহী, তাদের ফিজিক্যাল এডুকেশন অনার্স পড়া উচিত।

আরো পড়ুন – Yoga Course | Yoga Science | যোগা কোর্স

কিভাবে পড়বো ফিজিক্যাল এডুকেশন অনার্স?

ফিজিক্যাল এডুকেশন অনার্স করার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া শিক্ষার্থীর বয়স 17 বছর বা তার বেশি হতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে।

সাধারণত এই অনার্সে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়।


আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours

ফিজিক্যাল এডুকেশন অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

ফিজিক্যাল এডুকেশন অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Jadavpur University
  • Visva-Bharati University
  • Kalyani University
  • Bankura University ইত্যাদি।

আরো পড়ুন – ফিজিওলজি অনার্স | Physiology Honours

ফিজিক্যাল এডুকেশন অনার্সের ফি কত?

ফিজিক্যাল এডুকেশন অনার্সের ফি সাধারণত 2,000 টাকা থেকে 30,000 টাকা হয়। তবে অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম।

ফিজিক্যাল এডুকেশন অনার্সে কি কি পড়তে হয়?

ফিজিক্যাল এডুকেশন অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • History of Physical Education
  • Sports Technology
  • Sports Management
  • Psychology
  • Yoga
  • Physiology ইত্যাদি।

তবে ফিজিক্যাল এডুকেশন অনার্সে থিয়োরি সাবজেক্টের থেকে প্র্যাক্টিকালের উপর জোর বেশি দেওয়া হয়। বিভিন্ন খেলাধূলা সম্পর্কে ধারণা দেওয়া হয়।


আরো পড়ুন – সোসিওলজি অনার্স | Sociology Honours

ফিজিক্যাল এডুকেশন অনার্সের ভবিষ্যৎ কেমন?

ফিজিক্যাল এডুকেশন অনার্স করার পর বিভিন্ন স্কুল, কলেজ, স্পোর্টস ও ব্যায়াম সংক্রান্ত সংস্থায় কাজের সুযোগ রয়েছে। বর্তমানে মানুষ শরীরের বিষয়ে আগের চেয়েও অনেক বেশি সচেতন। তাই ফিজিক্যাল এডুকেশনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

ফিজিক্যাল এডুকেশন অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • School Teacher
  • Consultant
  • Sports Trainer
  • Sports Therapist
  • Athletic Trainer
  • Referee ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!