Physiology Honours
Category – Genaral Studies

ফিজিওলজি (Physiology) কি?

ফিজিওলজি (Physiology)-এর বাংলা অর্থ শারীরবৃত্ত বা শারীরতত্ত্ব। ফিজিওলজি শব্দটি প্রাচীন গ্রীক ‘ফুসিস (phúsis)’ থেকে এবং ‘লজিয়া (logía)’ থেকে এসেছে। 1525 সালে ফরাসি চিকিৎসক জাঁ ফার্নেল (Jean Fernel) ‘ফিজিওলজি (physiology)’ শব্দটি সম্পর্কে ধারণা দেন।

জীববিজ্ঞানের একটি শাখা হল ফিজিওলজি বা শারীরবিদ্যা, যেখানে জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ, যেমন – পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। ফিজিওলজি বা শারীরবিদ্যা দুইভাগে বিভক্ত – প্রাণী শারীরবিদ্যা বা উদ্ভিদ শারীরবিদ্যা।

ফিজিওলজি অনার্স (Physiology Honours) হল একটি তিন বছরের স্নাতক কোর্স।


আরো পড়ুন – সোসিওলজি অনার্স | Sociology Honours

কারা পড়বেন ফিজিওলজি অনার্স?

  • যারা ফিজিওলজি বিষয়টি পছন্দ করে,
  • বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ে যারা গবেষণা করতে চান,
  • ফিজিওথেরাপিস্ট হয়ে ভবিষ্যৎ গড়তে চান, তাদের ফিজিওলজি অনার্স পড়তে চান।

কিভাবে পড়বো ফিজিওলজি অনার্স?

ফিজিওলজি অনার্স পড়ার জন্য বিজ্ঞান বিভাগ (পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা) থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

সাধারণত এই অনার্স পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ডাইরেক্ট অ্যাডমিশন হওয়া যায়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে এবং তা উত্তীর্ণ হয়ে ঐ কলেজে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours

ফিজিওলজি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

ফিজিওলজি অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Surendranath College, Kolkata
  • Ananda Mohan College, Kolkata
  • Acharaya Jagdish Chandra Bose College, Kolkata
  • Sister Nibedita Government General Degree College, Kolkata
  • JNU, Delhi
  • Delhi University
  • Banaras Hindu University, Varanasi ইত্যাদি।

বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

ফিজিওলজি অনার্স ফি কত?

অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। এই ফিজিওলজি অনার্সের ফি 3,000 থেকে 1 লাখ টাকা হয়।

ফিজিওলজি অনার্সে কি কি পড়তে হয়?

ফিজিওলজি অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Microbiology
  • Biochemistry
  • Reproductive Physiology
  • Environmental Physiology
  • Blood and Body Fluids
  • Cardiovascular system
  • Nervous system
  • Immunology
  • Nerve Muscle Physiology ইত্যাদি।

আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

ফিজিওলজি অনার্সের ভবিষ্যৎ কেমন?

ফিজিওলজি অনার্স করে বিভিন্ন হাসপাতাল, হেলথকেয়ার, ক্লিনিক ইত্যাদি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ থাকায় এই অনার্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল। ফিজিওলজি বিষয়টির শিক্ষক হতে পারেন এবং মেডিকেল ল্যাব টেকনিশিয়ানও হওয়া যায়।

ফিজিওলজি অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায় –

  • Physiotherapist
  • Personal Trainer
  • Therapist Assistant
  • Researcher
  • Lab Technician ইত্যাদি।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Defence Ministry of India
  • Apollo Hospital
  • Sarthak Health Care
  • Fortis Healthcare Company
  • Physiotherapy Clinic
  • Orthopaedic Clinic
  • Sports and Fitness Center ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!