b.ed-course-details
Category – Specialized Courses

আপনি কি ভবিষ্যতে শিক্ষক (Teacher) হতে চান? তাহলে আপনাকে বিএড কোর্স সম্পর্কে জানতে হবেই। আজকের প্রবন্ধে বিএড কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

বিএড কোর্স কি?

বিএড (B.Ed) কোর্সের সম্পূর্ণ অর্থ ব্যাচেলার অফ এডুকেশন (Bachelor of Education). এটি একটি স্নাতক স্তরের প্রোফেশনাল কোর্স। এই কোর্সের সময়সীমা 2 বছর।

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সংস্থাটি ভারতবর্ষে বিএড সহ বিভিন্ন টিচিং (Teaching) কোর্স পরিচালনা করে।

ভারতবর্ষে শিক্ষক/শিক্ষিকা হওয়ার জন্য বিএড (B.Ed) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। প্রাইমারি, সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি সব ধরনের শিক্ষক (Teacher) হওয়ার জন্য এই কোর্সটি পড়তেই হয়।

যাদের ইচ্ছা ভবিষ্যতে শিক্ষক/শিক্ষিকা হবেন বা শিক্ষাক্ষেত্রে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবেন, তাদের জন্য এই বিএড কোর্স।

কিভাবে পড়বো বিএড কোর্স?

বিএড (B.Ed) কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন 50%-60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। বয়সের কোনো নির্দিষ্টসীমা নেই।

এই কোর্সে ভর্তি দুইভাবে হওয়া যায় –

  1. মেধা বা নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন,
  2. প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।

কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম –

প্রবেশিকা পরীক্ষাগুলি সাধারণত রাজ্যস্তরের হয়। যেমন –

  • CTET,
  • HTET,
  • UPTET,
  • HP TET,
  • MP TET ইত্যাদি।

বিএড কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

  • St Xavier’s College, Kolkata
  • Scottish Church College, Kolkata
  • Acharya Jagadish Chandra (A.J.C) Bose College Kolkata
  • Ramakrishna Mission Sikshanamandira, Howrah
  • Bijoy Krishna Girls College, Howrah
  • Shri Shikshayatan College, Kolkata
  • Adamas Institute of Teacher Education, Kolkata
  • Adyapeath Annada B.Ed College, Kolkata ইত্যাদি।

বিএড কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের ক্ষেত্রে কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম হয়। সাধারণত বিএড কোর্সের ফি 5,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে।

বিএড কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Understanding the Self
  • Contemporary India and Education
  • Arts in Education
  • Childhood and Growing Up
  • Gender, School and Society
  • Exposure to School
  • Learning and Teaching
  • Health, Yoga and Physical Education ইত্যাদি।

বিএড কোর্সের ভবিষ্যৎ কেমন?

বিএড কোর্সটি একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্স শিক্ষক/শিক্ষিকা হওয়ার প্রথম ধাপ। বিএড কোর্স করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। তবে আপনি যে বিষয়ে শিক্ষকতা করবেন সেই বিষয়ে আপনার দখল থাকতেই হবে। বিএড কোর্সে আপনি পড়ানোর পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি সম্পর্কে শিখতে পারবেন।

বিএড কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Teacher,
  • Educational Counsellor,
  • Educational Researcher,
  • Educational Content Developer,
  • Language Trainer,
  • Content Writer,
  • Private Tutor ইত্যাদি।

বিএড কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, অবশ্যই। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষিকা বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদে নিযুক্ত হতে বিএড এখন বাধ্যতামূলক; অর্থাৎ সরকারী শিক্ষক হতে গেলে আপনার বিএড কোর্স করতেই হবে।

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!